বিএনপির মানববন্ধন শান্তি সমাবেশ আওয়ামী লীগের
০৯ মার্চ ২০২৩, ১১:০৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫০ পিএম
আগামীকাল শনিবার ১০ দফা দাবিতে মানববন্ধন করবে বিএনপি। একইদিন বিএনপি-জামাতের কথিত নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। মহানগর ও জেলার নেতারা দফায় দফায় করেছেন প্রস্তুতি সভা। তবে গতকাল বৃহস্পতিবার বিবৃতি দিয়ে পাল্টা কর্মসূচি দেয় মহানগর আওয়ামী লীগ।
সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং নির্বিচারে বিএনপি নেতাকর্মীদের হত্যা, গুম ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে টানা রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার দেশব্যাপী মহানগর ও জেলায় মানববন্ধন করবে বিএনপি ও তাদের সমমনা দল ও জোট। নগর বিএনপির পক্ষ থেকে নগরীর জামালখান প্রেসক্লাব চত্বরে কর্মসূচির অনুমতি চাওয়া হলেও মহানগর পুলিশের পক্ষ থেকে নুর আহমদ সড়কে মানববন্ধন করার অনুমতি দেয়া হয়েছে বলে জানান বিএনপি নেতারা।
নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ ইদ্রিস আলী বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওইদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নুর আহমদ সড়কে মহানগর বিএনপির মানববন্ধন কর্মসূচি পালিত হবে। ঠিক একই সময়ে নগরীতে অনুরূপ কর্মসূচি পালন করবে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। মহানগরীর কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে দক্ষিণ জেলা বিএনপির কর্মসূচিতে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং উত্তর জেলায় অপর ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছেন।
কর্মসূচি সফল করতে মহানগর বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। মহানগরীর ১৫টি থানা, ৪১টি ওয়ার্ড ও বিভিন্ন ইউনিট থেকে নিজ নিজ ব্যানার নিয়ে বিএনপি ও তাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে শরিক হতে বলা হয়েছে। পেশাজীবী সংগঠনের নেতারাও এ কর্মসূচিতে অংশ নেবেন। নগর বিএনপির নেতারা আশা করছেন, শান্তিপূর্ণ এ কর্মসূচিতে এবারও নেতাকর্মীদের ঢল নামবে।
একইদিন বিকেল ৩টায় মহানগর আওয়ামী লীগের আওতাধীন ১৫টি থানায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। দারুল ফজল মার্কেট সম্মুখ চত্বর বনফুলের সামনে কোতোয়ালী থানা, জাহাঙ্গীর মার্কেটে সদরঘাট থানা, সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে বাকলিয়া থানা, দেওয়ান হাট মোড়ে ডবলমুরিং থানা, অলিখাঁ মসজিদ চত্বরে চকবাজার থানা, এমইএম কলেজ মোড়ে খুলশী থানা, অলংকার চত্বরে পাহাড়তলী থানা, কৈবল্যধাম মোড়ে আকবরশাহ থানা, বড়পোলস্থ বঙ্গবন্ধু চত্বরে হালিশহর থানা, অক্সিজেন মোড়ে বায়েজিদ থানা, মুরাদপুর চত্বরে পাঁচলাইশ থানা, বহদ্দারহাট চত্বরে চান্দগাঁও থানা, ইপিজেড মোড়ে ইপিজেড থানা, নিমতলা বিশ্বরোডে বন্দর থানা আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে।
উক্ত সমাবেশগুলোতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা নির্দিষ্ট শান্তি সমাবেশ স্থলে স্ব স্ব সংগঠনের ব্যানার, ফ্যাস্টুন সহকারে মিছিল নিয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নগর কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের একটি বাটন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
সোনারগাঁওয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
আনজার গ্রুপের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠকদের সংবর্ধনা
মির্জাপুরে রাস্তায় বাঁশের বেড়া দেয়ায় জনদুর্ভোগ এলাকাবাসির মানববন্ধন
মেধা বৃত্তির ফলাফল ঘোষণা করলো উষা
পাহাড় কাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে: পরিবেশ উপদেষ্টা
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লাখ টাকা জরিমানা
মিরপুরে বেড়েছে চুরি ছিনতাই
কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন
পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা
সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১
আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ
শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন
টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন