অস্ত্র ঠেকিয়ে ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই
০৯ মার্চ ২০২৩, ১১:৪২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫১ পিএম
দিনে-দুপুরে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে একটি বেসরকারি ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনিয়ে নিয়েছে অস্ত্রধারী চক্র। গতকাল বৃহস্পতিবার খোদ রাজধানীর উত্তরায় এ ঘটনা ঘটে। গতকাল সকালে এ ঘটনার পর বিকেলে ছিনতাই হওয়া টাকা ভর্তি ৪টি বক্সের মধ্যে ৩ টি উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৯ কোটি। বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে। পুলিশ বলছে, এটি একটি পরিকল্পিত ছিনতাই। এ ঘটনায় টাকা বহনকারি সিকিউরিটিজ কোম্পানীর ২ জন পরিচালকসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল মিরপুর ডিওএইচএসের সিকিউরিটি কোম্পানি মানি প্ল্যান্টের গাড়িতে করে সোয়া ১১ কোটি টাকা নিয়ে সাভারের ইপিজেডে ডাচ-বাংলা ব্যাংকের বুথে নিয়ে যাচ্ছিল। সকাল ৮টার দিকে উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের বহন করা গাড়িটির গতিরোধ করে একটি মাইক্রোবাস। ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসটি টাকা ভর্তি গাড়ির সামনে আড়াআড়ি করে রাখে সশস্ত্র সন্ত্রাসীরা। পরে মাইক্রোবাস থেকে ১০-১২ জন সশস্ত্র ছিনতাইকারী নেমে টাকা বহন করা গাড়ির দরজা ভেঙে ফেলে। তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে সোয়া ১১ কোটি টাকা ভর্তি ৪টি বক্স নিজেদের মাইক্রোবাসে তুলে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার পর উত্তরা ও তুরাগসহ আশপাশের এলাকায় কড়া তল্লাশী চালায় পুলিশ। লুন্ঠিত টাকা উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে মাঠে নামে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম।
এদিকে ঘটনার সাড়ে ৮ ঘণ্টার মধ্যে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, ছিনতাই হওয়া টাকা ভর্তি ৪টি বক্সের মধ্যে ৩টি উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের অভিযানে লুন্ঠিত টাকা উদ্ধার হয়। বাকি টাকা উদ্ধারেও অভিযান চলছে।
এদিকে গতকাল সন্ধ্যায় উত্তরার হোটেল লা মেরিডিয়ানের সামনে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, গতকাল সকালে গাড়িটি মিরপুর-১২ নম্বর থেকে রওনা দেয়। উত্তরায় যাওয়ার পথে ছিনতাইকারীরা গাড়িটি থামান। ওই গাড়িতে টাকা নিয়ে যাওয়ার কাজে নিয়োজিত ছিলেন মোট ছয়জন। ছিনতাইকারীরা তাদের মারধর করে গাড়ি ও টাকার চারটি বক্স নিয়ে পালিয়ে যায়। চার বক্সে মোট ১১ কোটি ২০ লাখ টাকা ছিল। খবর পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের টিম সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। দ্রুত বিভিন্ন জায়গায় টহল বসানো হয়। বিভিন্ন থানা পুলিশের সহযোগিতায় ডিবির সদস্যরা টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে অভিযান চালায়। এক পর্যায়ে উত্তরা এলাকা থেকে পালানোর সময় তিনটি বক্সসহ মানিপ্ল্যান লিংক সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের দু’জন পরিচালকসহ সাত জনকে আটক করা হয়েছে। ডিবি প্রধান বলেন, এটি পরিকল্পিত ঘটনা। ছিনতাইকারীরা অনেক আগে থেকে টাকা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
মানসিক সুস্থতায় কর্মবিরতি