ভিসির সঙ্গে বিরোধ চবি প্রশাসন থেকে দুদিনে ১৯ শিক্ষকের পদত্যাগ
১৩ মার্চ ২০২৩, ১০:২৬ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ১০:২৭ এএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের চারটি পদ থেকে গতকাল সোমবার আরও তিনজন শিক্ষক পদত্যাগ করেছেন। এ নিয়ে দুই দিনে ১৯জন শিক্ষক প্রশাসনের বিভিন্ন পদ থেকে সরে দাঁড়িয়েছেন। জানা গেছে, নিয়োগে নানা অনিয়মসহ প্রশাসনে বিশৃঙ্খলা এবং ভিসির একতরফা বিভিন্ন সিদ্ধান্তের কারণে শিক্ষকদের সাথে সৃষ্টবিরোধের জের ধরে এ গণপদত্যাগ করেছেন শিক্ষকেরা। গতকাল তিন শিক্ষক চবি রেজিস্ট্রারের কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।
তারা হলেন- সহকারী প্রক্টর পদ থেকে লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ইয়াকুব, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট পদ থেকে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমন বড়ুয়া এবং দেশনেত্রী খালেদা জিয়া হলের প্রভোস্ট পদ প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম। চবি’র পরিবহন বিভাগের প্রশাসকের দায়িত্ব থেকেও অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম পদত্যাগ করেছেন।
এর আগে, রোববার ১৮টি প্রশাসনিক পদ থেকে প্রক্টরসহ ১৬শিক্ষক একযোগে পদত্যাগ করেন। পদত্যাগীরা হলেন- প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভুইয়া, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম, এসএএম জিয়াউল ইসলাম, ড. রামেন্দু পারিয়াল, গোলাম কুদ্দুস লাবলু ও মোহাম্মদ শাহরিয়ার বুলবুল তন্ময়, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, এএফ রহমান হলের আবাসিক শিক্ষক আনাবিল ইহসান, প্রীতিলতা হলের আবাসিক শিক্ষক ফারজানা আফরিন রূপা, শহীদ আব্দুর রব হলের আবাসিক শিক্ষক ড. এইচএম আব্দুল্লাহ আল মাসুদ, শহীদ আব্দুর রব হলের আবাসিক শিক্ষক রমিজ আহমেদ সুলতান, শামসুন নাহার হলের আবাসিক শিক্ষক শাকিলা তাসমিন, খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষক ড. মো. শাহ আলম, নাসরিন আক্তার ও উম্মে হাবিবা, আলাওল হলের আবাসিক শিক্ষক ঝুলন ধর।
প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভুইয়া শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট এবং সহকারী প্রক্টর মোহাম্মদ শাহরিয়ার বুলবুল তন্ময় শাহজালাল হলের আবাসিক শিক্ষক হিসেবে অতিরিক্ত দায়িত্বে ছিলেন। তারা অতিরিক্ত দায়িত্বও ছেড়ে দিয়েছেন। পদত্যাগী শিক্ষকরা জানিয়েছেন, চবি ভিসি ড. শিরীন আখতারের সঙ্গে প্রায় একবছর ধরে মতবিরোধের পর শিক্ষকরা পদত্যাগের সিদ্ধান্ত নেন।
শিক্ষকদের দাবি-দাওয়া পূরণে অনীহা, তুচ্ছ-তাচ্ছিল্য ও অপমান করা, জ্যেষ্ঠতা লঙ্ঘন, প্রশাসনিক পদে থাকা শিক্ষকদের মতামতকে প্রাধান্য না দেওয়া, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনায় পরিবারের সদস্যের অযাচিত হস্তক্ষেপ, একজন সিন্ডিকেট সদস্য ও দফতরের এক কর্মকর্তার প্রভাব বিস্তার, নিয়োগে অনিয়ম-দুর্নীতি এসব বিষয়ে মতবিরোধের জেরে শিক্ষকদের সঙ্গে ভিসির দূরত্ব তৈরি হয়।
তবে ভিসি পদত্যাগীদের ‘ঘরশত্রু বিভীষণ’ উল্লেখ করে বলেন, তাকে ব্যক্তিগত এজেণ্ডা বাস্তবায়নে ব্যবহার করতে না পেরে শিক্ষকরা সরে দাঁড়িয়েছেন, যাদের মধ্যে দু’জনকে তিনি নিজেই পদত্যাগ করতে বলেছেন। গত রোববার ১৬ শিক্ষক পদত্যাগের ঘণ্টা খানেকের মধ্যেই ভিসি নতুন প্রক্টর ও দু’জন সহকারী প্রক্টর নিয়োগ দেন। ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদারকে প্রক্টর ও একই বিভাগের প্রভাষক সৌরভ সাহা জয় ও ওশানোগ্রাফি বিভাগের প্রভাষক রুকন উদ্দীনকে সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পুঁজিবাজারে নতুন নীতিমালা নয়, পরিস্থিতি উন্নয়নে সংস্কার হবে : অর্থ উপদেষ্টা
গরীবের অধিকার রাষ্ট্রীয়ভাবে সুরক্ষিত না হওয়ায় সরকার পদে পদে হোঁচট খাচ্ছে: এ্যাড. শিমুল বিশ্বাস
জিয়া অরফানেজ ট্রাস্ট : খালেদা জিয়ার আপিল শুনানি ফের বুধবার
জনগণের আকাঙ্ক্ষা পূরণে আপত্তি কোথায়, প্রশ্ন আলালের
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫
ফেলানী হত্যায় ভারত ও শেখ হাসিনা দায়ী : রাশেদ প্রধান
টাঙ্গাইলে বেগম খালেদা জিয়া ও আব্দুস সালাম পিন্টুর রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ
নকল ওষুধ কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: একজনকে কারাদণ্ড
পাহারা দিয়ে অস্ত্রসহ তিন চাঁদাবাজ ধরলেন গ্রামবাসী
লক্ষ্মীপুরে দেওয়ালে লিখে সমন্বয়ককে হত্যার হুমকি
তিতুমীর কলেজের মূল ফটকে বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার
চকরিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
বাংলাদেশ সফরে আসছে পাকিস্তানের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল
জুলাই বিপ্লবে আহত ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারী বৃষ্টিতে মক্কা-মদিনায় বন্যা
ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ
দুই মাস পর চালু হলো পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন
ভারতের কাঁটাতারের বেড়ায় বাংলাদেশ, এখনও বিচার পায়নি ফেলানী
ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীদের স্মারকলিপি পেশ
ইউক্রেনের কুরাখোভ শহর দখল, দাবি রাশিয়ার