হিসাব মিলে না পণ্যের দামে

Daily Inqilab অর্থনৈতিক রিপোর্টার

১৭ মার্চ ২০২৩, ১০:৩৯ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ০৯:৪৫ পিএম

কয়েকদিন পর শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস রমজান। যার সপ্তাহখানেক আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা গেছে বাজারে। সাপ্তাহিক ছুটির দিন গতকাল শুক্রবার আগে থেকে চড়া কিছু পণ্যের পাশাপাশি রোজায় চাহিদা বাড়া দ্রব্য বিক্রি হয় বেশি দামে। বিক্রেতারা বলছেন, দাম বৃদ্ধি পাওয়ায় রোজার আগে মধ্যবিত্তের হিসেবি বাজারেও কাটছাঁট করতে বাধ্য হচ্ছে। কাস্টমার আগের চেয়ে কমে গেছে, পরিমাণে কম কিনছে। দোকানে তেমন বেচাকেনা নাই, রোজার আগে যেভাবে এতদিন মার্কেট জমে উঠত, সেভাবে আর জমছে না। এবার মাল উঠাতেও ভয় লাগছে বলে উল্লেখ করেন একজন বিক্রেতা।
এদিকে, রমজানের আগে বেড়েছে সবজির দাম। এছাড়া নতুন করে ব্রয়লার মুরগির দাম না বাড়লেও গত সপ্তাহের মতো ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাকিস্তানি কর্ক ও দেশি মুরগির দাম কিছুটা বেড়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র। ক্রেতা ও বিক্রেতারা বলছেন, সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজিতে অন্তত ১০-২০ টাকা বেড়েছে। বিশেষ করে নতুন সবজির দাম বেড়েছে বেশি। রমজানের শুরুতে এই দাম আরও কিছুটা বাড়ার আশঙ্কা করছেন বিক্রেতারা।
শান্তিনগর ও সেগুনবাগিচা বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি সজনে বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায়, বরবটি ১০০-১২০ টাকা ও কচুরলতি ১০০-১৪০ টাকা। আর প্রতি কেজি করলা ৭০-৮০ টাকা, শিম ৫০-৬০ টাকা, পটল ৬০-৮০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা, বেগুন ৬০-৯০ টাকা, চিচিংগা ৬০-৮০ টাকা ও ঝিঙ্গা ৬০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে লাউ প্রতি পিসি বিক্রি হচ্ছে আকার ভেদে ৫০-৮০ টাকা এবং মিষ্টি কুমড়া প্রতি ফালি ২০-৪০ টাকা দরে। এদিকে কমেনি লেবুর দাম। প্রতি হালি লেবু ৬০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতারা বলেন, শীতকালীন সবজি শেষ হয়ে যাওয়া এবং অনেক সবজির ক্ষেতে ধান লাগানোর কারণে উৎপাদন কমে গেছে। সেই কারণে সবজির সরবরাহ কম থাকায় দাম বাড়তি। এরমধ্যে রোজার প্রভাবও রয়েছে। রোজা শুরু হলে বেগুন, শসা, লেবু, টমেটো ও ধনেপাতার দাম কিছুটা বাড়তে পারে। সঙ্গে কাঁচামরিচও।
রাজধানীর সূত্রাপুর বাজার ঘুরে দেখা যায়, রমজানে বেশি কেনা হয় এমন সব পণ্যের দাম বেড়েছে। ছোলার দাম কেজিপ্রতি বিক্রি হয় ৯০ টাকায়, যা কয়েক দিন আগেও ছিল ৮০ থেকে ৮২ টাকা। চিনির দামও ৫ টাকা বেড়ে বিক্রি হয় ১১৫ টাকা কেজিতে। ১০ ও ১৫ টাকা বেড়ে বুটের ডাল ও মসুর ডালের কেজি দাঁড়ায় ১৪০ টাকায়। পাঁচ লিটার তেল কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে ৯০০ টাকা। এক কেজি লাল মরিচ কিনতে হচ্ছে ৪৫০ টাকা, যা মাসখানেক আগেও ছিল ৩৮০ থেকে ৪০০ টাকার মধ্যে। এক কেজি প্যাকেটের পোলাওর চাল ১৭০ টাকায় ঠেকেছে, যা ২০ দিন বা ১ মাস আগেও ছিল ১৫৫ থেকে ১৬০ টাকায়।
সূত্রাপুর বাজারের এক বিক্রেতা বলেন, আমরা কী করব বলেন? দাম তো আমরা বাড়াই না। আমাদের দাম দিয়ে কিনতে হয়। তাই আমরা সেই দাম থেকে কিছুটা লাভ করে বিক্রি করি। আমাদেরও তো লাভ করতে হবে। বেশি দাম হলে মানুষ কেনাকাটা কম করে। এতে তো আমাদের আরও লোকসান হয়। আগে দেখা যেত রোজা এলে মানুষ এক মাসের বাজার একসাথে করত, কিন্তু এখন কোনো রকম এক সপ্তাহ বা দুই-তিন দিনের বাজার করছে। এতে আমাদের বিক্রি আগের তুলনায় অনেক কমে গেছে।
একই বাজারে খাসির গোশতের বিক্রেতা জানান, খাসির গোশত ১ হাজার ১৫০ টাকা কেজি। আর বকরির (ছাগলের) গোশত ১ হাজার ৫০ টাকা কেজি। আর গরুর গোশত হাড়ছাড়া ১ হাজার টাকা এবং হাড়সহ ৭৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এদিকে রোজার আগে আবারও বেড়েছে ছোলা, চিনি ও ডালের দাম। ধুপখোলা বাজারের মাছবিক্রেতা বলেন, ২ কেজি ওজনের পাঙাশ মাছ বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি। আর রুই ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি। আর অন্যান্য মাছ প্রতি কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগির সেই চড়া দামই বহাল আছে। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। আর লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি।
সবজির মধ্যে করলার কেজি ৮০ টাকা, শিমের ৬০ টাকা, পটল ৭০ টাকা, আলুর ৩০ টাকা, টমেটোর ৫০ টাকা। এ ছাড়া বেগুন ৮০ টাকা, চিচিঙ্গা ও ঝিঙা ৭০ টাকা, লাউ প্রকারভেদে ৬০ থেকে ৮০ টাকা এবং লেবু ৫০ থেকে ৬০ টাকা হালি দরে বিক্রি হতে দেখা যায়।
এক দম্পতি মিরপুর দুই নম্বর বাজারে এসেছেন ছোলা, ডাল, চিনি, বেসনের মত পণ্য কিনতে, যেগুলো ইফতারি বানাতে লাগে। তাদের দুজনকে মলিন মুখে ঘুরতে দেখা গেল দোকান থেকে দোকানে। তারা বললেন, দোকানিদের সাথে দামাদামিতে বনিবনা হচ্ছে না, তাই মেজাজ খারাপ। যতটুকু কিনবেন ভেবে বাসা থেকে বের হয়েছেন, সেটুকু তাদের কেনা হচ্ছে না। রোজা এলে ইফতারের জন্য সবসময় এগুলো কিনি, কিন্তু এবার দাম এত বেশি যে মনমতো কিছুই নিতে পারছি না জানান তিনি।
রাজধানীর কারওয়ান বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত সপ্তাহে ৯০-১০০ টাকায় বিক্রি হওয়া ছোলা কিছুটা কমে ৮৫-৯৫ টাকায় বিক্রি হলেও দেশি ভালো জাতের ছোলা ১০০ টাকা কেজিতেই বিক্রি হচ্ছে। খোলা চিনি বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকায়। ভালো মানের মসুর ডাল ১৫০ টাকা, খেসারি ডাল ৮০-৯০ টাকা, অ্যাংকরের বেসন ৭৫-৮৫ টাকা এবং বুটের বেসন বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়। ##


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

হজের বিমান ভাড়া নির্ধারিত টাকার বেশি নিলে ব্যবস্থা : ধর্ম উপদেষ্টা
নির্বাচনের তারিখ নির্ভর করবে জুলাই চার্টারের ওপর: প্রেস সচিব
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেবেন নাগরিক কমিটির ৪ নেতা
জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শুরু
বিমান বাহিনীতে শহীদ সার্জেন্ট জহুরুল হকের মৃত্যুবার্ষিকী পালিত
আরও

আরও পড়ুন

রাউজানে কলেজ ছাত্রদলের নেতাকে গুলি করে হত্যার চেষ্টা!

রাউজানে কলেজ ছাত্রদলের নেতাকে গুলি করে হত্যার চেষ্টা!

শবে বরাতের রজনীতেও রাতভর মুসুল্লীয়ীনগন এবাদত বন্দেীতে অংশ নেন

শবে বরাতের রজনীতেও রাতভর মুসুল্লীয়ীনগন এবাদত বন্দেীতে অংশ নেন

রামগতিতে করস্থানের জমি নিয়ে দু'পক্ষের মারামারি, ইউপি সদস্যসহ আহত-৬

রামগতিতে করস্থানের জমি নিয়ে দু'পক্ষের মারামারি, ইউপি সদস্যসহ আহত-৬

পীরগঞ্জে ফেনসিডিল সহ একজন আটক

পীরগঞ্জে ফেনসিডিল সহ একজন আটক

ভারত থেকে ১৩,৯৬৮ টন চাল আমদানি, তবুও কমছে না দাম

ভারত থেকে ১৩,৯৬৮ টন চাল আমদানি, তবুও কমছে না দাম

কাপ্তাই ফ্রিংখিংয় বনবিটে রাতে বন্যহাতির তান্ডব অফিস ভাংচুর

কাপ্তাই ফ্রিংখিংয় বনবিটে রাতে বন্যহাতির তান্ডব অফিস ভাংচুর

জর্ডান আর ফিলিস্তিনিদের নিতে পারবে না: পররাষ্ট্রমন্ত্রী

জর্ডান আর ফিলিস্তিনিদের নিতে পারবে না: পররাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে শ্রমিকদের সপ্তাহে ১ দিন ছুটির দাবীতে ধর্মঘট ও বিক্ষোভ

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে শ্রমিকদের সপ্তাহে ১ দিন ছুটির দাবীতে ধর্মঘট ও বিক্ষোভ

ফরিদপুর নদী বন্দরে অচল অবস্থা পন্যবাহী জাহাজ চলাচল বিঘ্নতা, পদ্মা শুকিয়ে মরা খাল

ফরিদপুর নদী বন্দরে অচল অবস্থা পন্যবাহী জাহাজ চলাচল বিঘ্নতা, পদ্মা শুকিয়ে মরা খাল

পাকুন্দিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পাকুন্দিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ধনকুবের ট্রাম্প ও মাস্কের বিরুদ্ধে প্রচারণায় বার্নি স্যান্ডার্স

ধনকুবের ট্রাম্প ও মাস্কের বিরুদ্ধে প্রচারণায় বার্নি স্যান্ডার্স

চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা উপভোগ করবেন যেভাবে

চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা উপভোগ করবেন যেভাবে

দাউদকান্দিতে মাদক ছিনতাই ডাকাতি বন্ধের দাবিতে মানববন্ধন

দাউদকান্দিতে মাদক ছিনতাই ডাকাতি বন্ধের দাবিতে মানববন্ধন

বরযাত্রী বাহী বাস খাদে নিহত-১, আহত-২৮

বরযাত্রী বাহী বাস খাদে নিহত-১, আহত-২৮

পাকিস্তানে সড়কে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ১১

পাকিস্তানে সড়কে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ১১

সিআইডি কর্মকর্তা ও সাংবাদিকের বিরুদ্ধে স্বাচিপ নেতার মামলা

সিআইডি কর্মকর্তা ও সাংবাদিকের বিরুদ্ধে স্বাচিপ নেতার মামলা

নিজ গ্রামে শায়িত হলেন শহীদ হাসান

নিজ গ্রামে শায়িত হলেন শহীদ হাসান

ইজতেমায় হামলার গুজব: আটক ১

ইজতেমায় হামলার গুজব: আটক ১

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দল নিয়ে আশ্বিনের ‘অস্বস্তি’

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দল নিয়ে আশ্বিনের ‘অস্বস্তি’

রাজধানীর ইসলামবাগে ভবনে আগুন

রাজধানীর ইসলামবাগে ভবনে আগুন