ব্যক্তির বিরুদ্ধে কথা বলেছি, বাহিনীর বিরুদ্ধে নয় : মাহি

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৯ মার্চ ২০২৩, ১১:১৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:১২ এএম

সেলিব্রেটি মাহিয়া মাহির ফেস বুক লাইফ, বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেপ্তার, আদালতে প্রেরণ, জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো, আবার একই আদালতে জামিন, সময়ের ব্যবধানে কারা মুক্তি এবং তার সংবাদ সম্মেলন নিয়ে গত দু’দিন ধরে সরব ছিল গোটা দেশ। একদিকে জনপ্রিয় অভিনয়শিল্পী অপরদিকে ৯ মাসের অন্তঃসত্ত্বা, শারীরিকভাবে অসুস্থ মাহিকে গ্রেফতার ও তারসাথে আচরনের বিষয়টি নিয়ে সর্বত্রই চলছে আলোচনা সমালোচনা। সর্বশেষ কারামুক্তির পর মাহির সংবাদ সম্মেলনে জেলা পুলিশের একজন কর্মকর্তাকে নিয়ে বক্তব্যে নিয়ে নানামুখী গুঞ্জনও চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রভাব পড়ে মাহির গ্রেপ্তার, জেলে যাওয়া ও কারামুক্তির বিষয়।

কারাগার থেকে বের হওয়ার পরে মাহি অভিযোগ করেন, বিমানবন্দর থেকে আদালতে নেওয়ার পরে পুলিশ তার সঙ্গে মানবিক আচরণ করেনি। তিনি বলছিলেন যে তার শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু পুলিশ বলেছে, এভাবেই যেতে হবে। তিনি পানি চেয়েছিলেন। কিন্তু তাকে পানি দেওয়া হয়েছে এক ঘণ্টা পরে।

গত শনিবার মাহিয়া মাহিকে গ্রেপ্তার করার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় তিনি বলেন, ‘মাহিয়া মাহি জমিসংক্রান্ত ঘটনায় পুলিশকে নিয়ে ফেসবুক লাইভে মিথ্যাচার করেছেন, ভিত্তিহীন মন্তব্য করেছেন। এভাবে একটি প্রতিষ্ঠানের ব্যাপারে তিনি মন্তব্য করার অধিকার রাখেন না। আর বিরোধপূর্ণ জমির বিষয়ে মাহি বা রকিব কখনো তার কাছে যাননি।

এদিকে পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাড়ে পাঁচ ঘণ্টা গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে গত শনিবার রাতে আইনজীবীদের সঙ্গে নিয়ে শহরের তেলিপাড়া এলাকায় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন এ নায়িকা। মাহি বলেন, তিনি এক ব্যক্তির বিরুদ্ধে কথা বলেছেন, তার নাম মোল্যা নজরুল ইসলাম। যিনি গাজীপুরের পুলিশ কমিশনার। গোটা পুলিশ বাহিনীর বিরুদ্ধে নয়। ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দেশে একজন পুলিশ কমিশনার একটা অন্যায় করে পার পেয়ে যেতে পারবেন না। আমি সব সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাতে চাই, আমি কিন্তু পুলিশ বাহিনিকে নিয়ে কথা বলি নাই। আমার অনেক পুলিশের সঙ্গে পরিচয় আছে। অনেক ফোর্সের প্রধানের সঙ্গে আমার কথা হয়েছে। তারা অনেক নাইস। আমি শুধু একজন ব্যক্তির কথা বলছি বারবার, যিনি মোল্যা নজরুল। আমি তার বিরুদ্ধে কথা বলেছি। আমি কিন্তু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যাইনি।’

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে গাজীপুরের ভাওয়ালে মাহিয়া মাহির স্বামী রকিব সরকারের গাড়ির শোরুমে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় মাহি দম্পতি পবিত্র ওমরা পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছিলেন। জানতে পেরে মাহি তার ফেসবুক লাইভে বলেন, একদল দুর্বৃত্ত গাজীপুর নগরের ‘সনিরাজ কার প্যালেস’ নামে তার একটি গাড়ির শোরুমে হামলা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে । ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকারের নেতৃত্বে এই হামলা হয়। হামলাকারীরা তার অফিসকক্ষ তছনছ করে টাকাপয়সা লুট করে নিয়ে গেছে। ফেসবুক লাইফে তিনি একজন পুলিশ কর্মকর্তাকে কথা বলেন। আর এতে গাজীপুর পুলিশ প্রশাসন সহায়তার অভিযোগ করেন। সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি দেশে ফেরার পরে গ্রেপ্তার হবার আশঙ্কার কথাও জানান।

এ ঘটনার পর বাসন থানার এসআই মোহাম্মদ রোকন মিয়া বাদী হয়ে গত শুক্রবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করেন। এছাড়া কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগে মাহি দম্পতির বিরুদ্ধে আরেকটি মামলা করেন স্থানীয় ব্যবসায়ী ইসমাইল হোসেন।

গত শনিবার দুপুরে ওমরাহ হজ্ব পালন শেষে ঢাকা ফিরতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে তোলা হয় গাজীপুর মহানগর হাকিম আদালতে। সেখানে বিচারক কোনো রকমের শুনানী না করে শুধু চেয়ারে বসে আবার উঠে যায়। মাহির বিরুদ্ধে রিমান্ডের আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর কয়েক ঘন্টা একই আদালত মাহির জামিন মঞ্জুর করেন।

রাত ৮টার দিকে কারামুক্ত হওয়ার পর মাহির ভক্ত ও শুভাকাক্সক্ষীরা ফুল ছিটিয়ে তাকে বরণ করেন। মাহির এই গ্রেপ্তার এবং জামিন নিয়ে নানা প্রশ্ন সামনে আসছে। অনেকেই প্রশ্ন করে বলেন, একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ তোলায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রাষ্ট্রের কাছে কোনটি গুরুত্বপূর্ণ, পুলিশের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে ওই নাগরিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নাকি অভিযোগের তদন্ত করা? একজন অন্তঃসত্ত্বা নারী হওয়া সত্ত্বেও আদালত তাকে কেন জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ নেয়া প্রসঙ্গেও প্রশ্ন দেখা দিয়েছে।

মোল্লা নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে দাবি করেছেন, মাহিয়া মাহির স্বামী রকিব সরকারের বিরুদ্ধে এর আগে অস্ত্র, হত্যা ও ধর্ষণের ৩টি মামলা রয়েছে।

মাহিয়া মাহি ফুল দিয়ে স্বাগত জানালেন দেশে ফেরা স্বামী রকিবকে
চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দেশে ফিরেছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে তিনি সৌদি আরব থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পরে বিমানবন্দর থেকে রকিব তাঁদের ঢাকার বাড়িতে গেছেন। দেশের ফেরার পর স্বামী রকিবকে ফুল দিয়ে স্বাগত জানান মাহি। একটি ছবি তার নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট করেন মাহি। ##


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

হজযাত্রীর ভিসা প্রক্রিয়া: এখনো ৪ হাজার ৩৬৫ জনের ভিসা বাকি
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
জোবাইদা রহমানকে বরণে প্রস্তুত ধানমন্ডির মাহবুব ভবন
ফিরোজার সামনে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়
শাহজালালের ৮ নম্বর ফটক দিয়ে বের হবেন খালেদা জিয়া
আরও
X
  

আরও পড়ুন

খালেদা-তারেক হত্যাচেষ্টার ষড়যন্ত্রকারীরা দেশছাড়া: মোয়াজ্জেম হোসেন আলাল

খালেদা-তারেক হত্যাচেষ্টার ষড়যন্ত্রকারীরা দেশছাড়া: মোয়াজ্জেম হোসেন আলাল

হজযাত্রীর ভিসা প্রক্রিয়া: এখনো ৪ হাজার ৩৬৫ জনের ভিসা বাকি

হজযাত্রীর ভিসা প্রক্রিয়া: এখনো ৪ হাজার ৩৬৫ জনের ভিসা বাকি

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

জোবাইদা রহমানকে বরণে প্রস্তুত ধানমন্ডির মাহবুব ভবন

জোবাইদা রহমানকে বরণে প্রস্তুত ধানমন্ডির মাহবুব ভবন

পোপ ফ্রান্সিসের শেষ ইচ্ছা: নিজের গাড়িকে গাজায় শিশুদের জন্য রূপান্তরিত ক্লিনিক

পোপ ফ্রান্সিসের শেষ ইচ্ছা: নিজের গাড়িকে গাজায় শিশুদের জন্য রূপান্তরিত ক্লিনিক

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুতেরেস-শাহবাজ শরিফের দ্বিতীয়বার ফোনালাপ

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুতেরেস-শাহবাজ শরিফের দ্বিতীয়বার ফোনালাপ

দেশে ফিরলেন খালেদা জিয়া

দেশে ফিরলেন খালেদা জিয়া

ফিরোজার সামনে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়

ফিরোজার সামনে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়

গোয়ালন্দে ওভারলোড ট্রাকে ক্ষতিগ্রস্ত মহাসড়ক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

গোয়ালন্দে ওভারলোড ট্রাকে ক্ষতিগ্রস্ত মহাসড়ক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

শাহজালালের ৮ নম্বর ফটক দিয়ে বের হবেন খালেদা জিয়া

শাহজালালের ৮ নম্বর ফটক দিয়ে বের হবেন খালেদা জিয়া

অবশেষে স্বতন্ত্র ১৫১৯ ইবতেদায়ি মাদরাসার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

অবশেষে স্বতন্ত্র ১৫১৯ ইবতেদায়ি মাদরাসার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

শত্রুর যেকোনও আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত পাকিস্তানি সেনাবাহিনী : শেহবাজ

শত্রুর যেকোনও আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত পাকিস্তানি সেনাবাহিনী : শেহবাজ

বিমানবন্দর থেকে যে পথে ফিরোজায় যাবেন খালেদা জিয়া

বিমানবন্দর থেকে যে পথে ফিরোজায় যাবেন খালেদা জিয়া

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু

সাবেক এমপি মিলনসহ আওয়ামী লীগের ৯ জন গ্রেফতার

সাবেক এমপি মিলনসহ আওয়ামী লীগের ৯ জন গ্রেফতার

খালেদা জিয়াকে স্বাগত জানাতে যেভাবে অবস্থান নিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন

খালেদা জিয়াকে স্বাগত জানাতে যেভাবে অবস্থান নিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন

সেনাবাহিনীর নিরাপত্তায় ফিরোজা

সেনাবাহিনীর নিরাপত্তায় ফিরোজা

খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দরে কড়া নিরাপত্তা

খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দরে কড়া নিরাপত্তা

বেগম খালেদা জিয়ার দেশে আসা গনতন্ত্রের পথকে আরো সহজ করবেঃ মির্জা ফখরুল

বেগম খালেদা জিয়ার দেশে আসা গনতন্ত্রের পথকে আরো সহজ করবেঃ মির্জা ফখরুল