সুপ্রিমকোর্ট বারে পূনঃনির্বাচন দাবিতে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল
২০ মার্চ ২০২৩, ১০:৪৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:৪৪ পিএম
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে পুলিশী হামলা, মামলা, পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি এবং একতরফা নির্বাচনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
গতকাল সোমবার বেলা সাড়ে ১২ টায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শত শত আইনজীবী কালোপতাকা নিয়ে এ মিছিলে অংশ নেন। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল মিছিলে নেতৃত্ব দেন। কালোপতাকা শোভিত আইনজীবীদের মিছিলটি হাইকোর্ট মাজারগেট দিয়ে বের হয়ে শিক্ষাভবন হয়ে কদম ফোয়ারা ও জাতীয় ঈদগাহ মায়দানের সামনে গিয়ে রাজপথে বসে পড়ে। আইনজীবীরা এখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। মৎস্যভবন, পররাষ্ট্র মন্ত্রণালয় সংলগ্ন রাস্তা, জাতীয় প্রেসক্লাব এবং শিক্ষাভবন সংলগ্ন রাস্তায় যানজট সৃষ্টি হয়। সংক্ষিপ্ত সমাবেশে আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট চুরির প্রতিবাদে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের দাবিতে শ্লোগান দেন। সমাবেশে বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুদ আহম্মেদত তালুকদার, আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, ঢাকা বার ইউনিটের সাধারণ সম্পাদক ওমর ফারুক ফাররুকী প্রমুখ বক্তৃতা করেন। পরে এখান থেকে বিক্ষোভ মিছিল বাংলাদেশ বার কাউন্সিল সংলগ্ন গেট দিয়ে প্রবেশ করে সুপ্রিম কোর্ট বারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সিনিয়র অ্যাডভোকেট আবেদ রাজা, খোরশেদ মিয়া আলম, মোহাম্মদ আলী, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মো: আক্তারুজ্জামান, মো: কাইমুল হক রিংকু, মোরশেদ আল মামুন লিটন, হুমায়ুন কবির মঞ্জু, রেজাউল করিম, মাহফুজুর রহমান মিলন, মো: আব্দুল করিম, মো: কামাল হোসেন, মাহফুজ বিন ইউসুফ প্রমুখ অংশ নেন।
সমাবেশে ব্যারিস্টার উদ্দিন খোকন বলেন, সুপ্রিম কোর্ট বারে পুলিশ এনে তারা ভোট ডাকাতি করেছে। আগামীতে তারা বিচার বিচার ডাকাতি করবে। সুতারং প্রধান বিচারপতি পুলিশ দিয়ে হামলার বিচার করতে হবে। সুপ্রিম কোর্টে কলঙ্কজনক ঘটনার জন্য প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সুপ্রিম কোর্টে কোনো নির্বাচন হয়নি।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে। আইনজীবী সমাজ রাজপথে নেমে এসেছে। বেগম খালেদা জিয়ার ন্যায় বিচার রাজপথে হবে ইনশাআল্লাহ। তিনি অবিলম্বে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলকে পদত্যাগ দাবি করেন।
সভাপতির বক্তব্যে এ জে মোহাম্মদ আলী বলেন, হাইকোর্টে সুপ্রিশ কোর্ট বার নির্বাচনে পুলিশ অযাচিত হামলা করেছে। আমাদের একটাই দাবি এই স্বৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। এদিকে সুপ্রিম কোর্ট বারের সামনের নিচতলায় বিক্ষোভ চলাকালে দোতলায় পাল্টা শ্লোগান দিতে থাকেন আওয়ামীলীগপন্থি বেশ কয়েকজন আইনজীবী।
তিন মামলায় ১৩ আইনজীবীর জামিন
এর আগে গতকাল সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ভাঙচুর, পুলিশের কাজে বাঁধা দান এবং ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে পুলিশের দায়ের করা পৃথক ৩ মামলায় জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টের ১৩ আইনজীবী।
গতকাল সোমবার বিচারপতি মো: সেলিম এবং বিচারপতি মো: বজলুর রহমানের ডিভিশন বেঞ্চ তাদের ২ মাসের আগাম জামিন মঞ্জুর করেন। আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং ব্যারিস্টার কায়সার কামাল। জামিন প্রাপ্তদের মধ্যে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে নীল প্যানেলের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজলও রয়েছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের