সমবায়ে বাবলা দাশ গুপ্তের দুর্গ তছনছ
২২ মার্চ ২০২৩, ১১:৪৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:৫৩ পিএম
সমবায় অধিদফতরের উচ্চমান সহকারি (পরবর্তীতে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি প্রাপ্ত) বাবলা দাশ গুপ্তের দুর্ভেদ্য দুর্গে আঘাত লেগেছে। তছনছ হয়ে গেছে গুপ্ত পরিবারের তিল তিল করে গড়ে তোলা সা¤্রাজ্য ও প্রভাব বলয়। আপাত: মুক্ত হয়েছে একটি পরিবারের কাছে জিন্মি হয়ে যাওয়া সমবায় অধিদফতরের প্রধান কার্যালয়। তথ্য নির্ভরযোগ্য সূত্রের।
সুত্রমতে, গত ২৫ জানুয়ারি দৈনিক ইনকিলাবে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের পর রীতিমতো সিডর বয়ে যায় ‘সমবায়ের মাফিয়া’ খ্যাত দাশ গুপ্ত পরিবারের ওপর দিয়ে। তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নেয়া হলেও তদন্ত শুরু করে একাধিক তদন্ত সংস্থা। প্রতিবেদনকে ভিত্তি ধরে কয়েকটি ইলেকট্রনিক মিডিয়ায় ফলাও প্রচার হয় সংবাদ। নিজেদের গা বাঁচাতে তদন্তের নির্দেশ দেন গুপ্তেরই আশ্রয়-প্রশ্রয়দাতা খোদ সমবায় অধিদফতরের কর্তা ব্যক্তিরা। আর তদন্ত চলমান অবস্থায় সদর দফতর থেকে বদলি করে দেয়া হয়েছে উচ্চমান সহকারি বাবলা দাশ গুপ্তকে। সেই সঙ্গে পছন্দসই অফিস থেকে সরিয়ে দেয়া হয়েছে তার সহোদর সঞ্জয় দাশ গুপ্ত, নীতি রাণী পালকেও। অধিদফতরের যুগ্ম নিবন্ধক রিক্তা দত্ত স্বাক্ষরিত আদেশে গত ২১ মার্চ তাদের বদলি করা হয়।
সমবায় অধিদফতর সূত্র জানায়, প্রধান কার্যালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা বাবলা দাশগুপ্তকে রাজবাড়ী জেলা সমবায় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে প্রধান কার্যালয় থেকে তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। কক্সবাজার জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক বাবলা দাশ গুপ্তের ভাগ্নি নীতি রাণী পালকে বদলি করে দেয়া হয়েছে টাঙ্গাইল জেলা সমবায় কার্যালয়ে। বাবলার সহোদর, চট্টগ্রাম জেলা সমবায় কার্যালয়ের সরেজমিন তদন্তকারী সঞ্জয় দাশ গুপ্তকে বদলি করা হয়েছে বরিশাল জেলা সমবায় কার্যালয়ে। বদলি সংক্রান্ত অফিস আদেশ আগামি ২৮ মার্চ তাদেরকে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। গুপ্ত পরিবারের দুর্ভেদ্য সিন্ডিকেট ভেঙ্গে দেয়ায় সমবায় অধিদফতরে দীর্ঘদিন ধরে নিগ্রহের শিকার কর্মকর্তা-কর্মচারিদের মাঝে নেমে এসেছে এক প্রকার স্বস্তি।
এদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানায়, একজন উচ্চমান সহকারি হয়ে নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক বনে যাওয়া বাবলা দাশ গুপ্তের অবৈধ সম্পদের অনেক তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। কমিশনের অনুমোদন সাপেক্ষে শিঘ্রই তার সম্পদ বিবরণী চাওয়া হবে বলে জানা গেছে।
সূত্রটি জানায়, বাবলা দাশ গুপ্তর অবৈধ প্রভাব ও ক্ষমতা খাটিয়ে অন্তত: ৫শ’ আত্মীয়-স্বজনকে সমবায় অধিদফতরে চাকরি প্রদান, নিয়োগ, পদোন্নতি ও বদলি বাণিজ্যের অনুসন্ধানে নেমে কেঁচো খুড়তে বেরিয়ে আসছে সাপ। তথ্য মিলছে নামে বেনামে তার বিপুল অবৈধ সম্পদের। সেই সঙ্গে বেরিয়ে আসছে তাকে আশ্রয়-প্রশ্রয়দাতা সমবায় কর্মকর্তাদের দুর্নীতির বহু তথ্য। তবে কি ধরণের তথ্য পাওয়া যাচ্ছে-এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজী হননি দুদকের উপ-সহকারি পরিচালক (অনু: ও তদন্ত-১) মো: মিজানুর রহমান ভুইয়া।
প্রসঙ্গত: গত ২৫ জানুয়ারি ‘সমবায়ে ৫শ’ স্বজনকে চাকরি! ‘গুপ্ত’ধনের খোঁজে দুদক ভারতে সেকেন্ড হোম : বিপুল বিত্তবৈভব বাবলার’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইনকিলাব। এই প্রতিবেদনের প্রেক্ষিতে পরদিন ২৬ জানুয়ারি ‘সমবায় অধিদপ্তরে দুর্নীতি ও একজন বাবলা দাশ গুপ্ত’ শীর্ষক সম্পাদকীয় প্রকাশিত হয়। এর পরপরই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সমবায় অধিদফতরসহ সংশ্লিষ্ট দফতরে তোলপাড় সৃষ্টি হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ধার্মিক জামাই পেলে শোবিজ ছাড়বেন প্রিয়াঙ্কা, শেষ ইচ্ছা হাফেজ হওয়া
আন্দোলনে নামলেন এবার ২৫ ক্যাডারের কর্মকর্তারা
রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নিহত
চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যা: সেই ইরফান গ্রেপ্তার
নির্বাচন পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে নিহত ১০৩
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান
ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার
সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ
হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা