চোখের পলকে চুরি বাইক বিক্রি পাহাড় দ্বীপাঞ্চলে
২৬ মার্চ ২০২৩, ১০:১৭ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ০৩:৩৩ এএম

লক ভাঙতে ১০ সেকেন্ড। আর ১০ সেকেন্ডে চাবির তার ছিঁড়ে জোড়া দিতেই গাড়ি চালু। এরপর দ্রুত হাওয়ায় মিলিয়ে যাওয়া। এভাবে চোখের পলকে মাত্র ২০ সেকেন্ডেই মোটরসাইকেল চুরি করে তারা। মোটরসাইকেল চোর চক্রের পাঁচজনকে পাকড়াও করার পর গতকাল রোববার এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য চট্টগ্রাম মহানগরী থেকে চুরি করা এসব মোটরসাইকেল বিক্রি করা হয় সন্দ্বীপ, কুতুবদিয়া, হাতিয়াসহ বিভিন্ন দ্বীপাঞ্চল এবং রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের পাহাড়ি এলাকায়। মূলত যেসব এলাকায় ট্রাফিক বা থানা পুলিশের তৎপরতা কম সেসব এলাকায় বিক্রি হয় এসব মোটরসাইকেল। দামে সস্তা হওয়ায় বিক্রিও হয় খুব দ্রুত।
ওই চোর চক্রের সদস্যদের কাছ থেকে ২৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। চক্রটি গত কয়েক মাসে নগরীর বিভিন্ন এলাকা থেকে শতাধিক বাইক চুরি করে। আর চক্রের মূল হোতা মিঠন ধর একাই চুরি করেছেন ৫০টি। চুরির পর এসব মোটরসাইকেল চক্রের সদস্যদের মাধ্যমে দ্রুত পার করে দেয়া হয় নির্দিষ্ট এলাকায়। সেখান থেকে বিক্রি হয় এসব মোটরসাইকেল। পুলিশ কর্মকর্তারা বলছেন, এ চক্রটির মত মহানগরীতে অসংখ্য চোরের দল তৎপর রয়েছে। যারা মোটরসাইকলে চুরি করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করছে।
সম্প্রতি মহানগরীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির হার বেড়ে যায়। গত কয়েকদিনে নগরীর কোতোয়ালী থানা এলাকার জামালখান, স্টেডিয়াম ও আশপাশের এলাকা থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির অভিযোগ আসে পুলিশের কাছে। দুইজন সাংবাদিকসহ বেশ কয়েকজন বাইক মালিক থানায় চুরির মামলা করেন। অসংখ্য সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল চুরির ঘটনা প্রত্যক্ষ করে পুলিশ। এ অবস্থায় চোরচক্রের সদস্যদের ধরতে মাঠে নামে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম।
শনিবার নগরীর পুরাতন স্টেশন রোড থেকে চক্রের হোতা মিঠন ধর ও তার সহযোগী মো. বাবর ওরফে বাবুলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল (হিরো হোন্ডা স্প্যান্ডলার) জব্দ করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে, জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপ থেকে তাদের সহযোগী মো. শাহেদ ও মো. রিপনকে গ্রেফতার করা হয়। সেখান থেকে তাদের হেফাজতে থাকা ২৩টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অভিযানের সময় চক্রের দুই সদস্য মো. দিদার হোসেন ও মো. নজরুল ইসলাম ওরফে তাহের পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে মিঠন ধরের দেয়া তথ্যে মো. খোরশেদ আলম নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। মিঠন ধর জানায়, মো. শাহেদ, মো. রিপন, মো. খোরশেদ আলম, মো. দিদার হোসেন, মো. নজরুল ইসলাম ওরফে তাহেরদের সহযোগিতায় মহানগরী ও আশপাশের এলাকা থেকে মোটরসাইকেল চুরি করা হয়। এরপর এসব চোরাই মোটরসাইকেল জেলার সন্দ্বীপ এবং কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়াসহ দেশের বিভিন্ন দ্বীপাঞ্চলে বিক্রি করা হয়।
চোরচক্রের সদস্যদের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, মহানগরীর যেসব এলাকায় মোটরসাইকেল পার্কিং করা হয় সেসব এলাকায় ওৎপেতে থাকে চক্রের সদস্যরা। একজন মোটরসাইকেলের কাছে যায় অপরজন দূর থেকে পাহারা দেয়। চোখের পলকে মোটরসাইকেলের তালা ভেঙে সেটি চালু করে কিছুদূর নেওয়ার পর অপরজন মোটরসাইকেলে তার পেছনে উঠে যায়।
এভাবে দ্রুত মোটরসাইকেল চুরি করে তারা তাদের আস্তানায় নিয়ে যায়। পরে সেখান থেকে বিভিন্ন মালামালের সাথে বস্তায় ভরে সড়ক অথবা নৌপথে এসব মোটরসাইকেল দ্বীপ ও পাহাড়ি এলাকায় পাঠিয়ে দেওয়া হয়। দুই থেকে আড়াই লাখ টাকা দামের এসব মোটরসাইকেল ৫০ থেকে ৭৫ টাকার মধ্যে বিক্রি করা হয়। কমদাম হওয়ায় এসব মোটরসাইকেলের চাহিদাও খুব বেশি। আর এ কারণে নগরীতে চুরির ঘটনাও বাড়ছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল কবির বলেন, মিঠন ধরের নেতৃত্বে এ চোরচক্রে সাতজন সদস্য রয়েছে। যারা সরাসরি মোটরসাইকেল চুরির সাথে জড়িত। তাদের বাকি সহযোগীরা এসব মোটরসাইকেল গন্তব্যে পৌঁছে দেয়া ও বিক্রির কাজ করে। এরা খুবই দক্ষতার সাথে চুরি করে। মোটরসাইকেল চুরির জন্য এরা মাস্টার কী ব্যবহার করে। এর পাশাপাশি লক ভেঙে চাবির তার ছিঁড়ে তাতে জোড়া লাগিয়ে দ্রুত মোটরসাইকেল স্টার্ট করতে পারে তারা। চুরিতে তাদের সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড।
জামালখান সড়কে প্রেসক্লাব চত্বর থেকে এ চক্রের সদস্যরা বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের মধ্যে মিঠন ধরের বিরুদ্ধে জেলার লোহাগাড়া ও সাতকানিয়া থানায় তিনটি চুরির মামলা আছে। মো. বাবর ওরফে বাবুলের বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালী ও খুলশী থানায় দুইটি মোটরসাইকেল চুরির মামলা আছে। এছাড়া মো. খোরশেদ আলমের বিরুদ্ধে একই অপরাধে বাঁশখালী থানায় একটি চুরির মামলা হয়।
উল্লেখ্য, এর আগেও মহানগরীতে মোটরসাইকেল চোরচক্রের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়। চুরির মামলায় কারাগারে যাওয়ার পর খুব দ্রুত সময়ে তারা জামিনে বের হয়ে আসে। এরপর দলবল নিয়ে ফের মোটরসাইকেল চুরিতে নেমে পড়ে। প্রভাবশালী কারও মোটরসাইকেল চুরি হলে নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় অভিযান, ধরা পড়ে কিছু চোর। এবারও দুইজন সাংবাদিকের মোটরসাইকেল চুরির পর পুলিশ তৎপর হয়েছে। ধরা পড়েছে চোরচক্রের ওই পাঁচ সদস্য।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

পুরুষদের পর্দার বিধান প্রসঙ্গে।

বাংলাদেশ নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

সিলেটের দুই কিশোরীকে কক্সবাজারে নিয়ে বিক্রি করে দেয়ার অভিযোগ!

খুব বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এই রাষ্ট্রটি মেরামত করার : খন্দকার মুক্তাদির

ঈশ্বরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা বাতিলের দাবিতে কক্সবাজারে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

জকিগঞ্জে পতিত জমি চাষে আগ্রহী চাষীরা: এসডিএস-এর উদ্যোগে মতবিনিময় সভা

অটোরিকশাচালকের ছেলে আরাফাত, রাবির ‘বি’ ইউনিটে প্রথম হয়ে তাক লাগাল দেশকে

গফরগাঁওয়ে ৪ দফা দাবী আদায়ে হেফাজতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গফরগাঁওয়ে ৪ দফা দাবী আদায়ে হেফাজতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যে হাসিনা পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে, সে কখনো নেতা হতে পারে না : আব্দুস সালাম

ব্রিটিশ আমল থেকে এই এলাকার মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

পহেলগামে সেনার অনুপস্থিতি নিয়ে যা বলছে ভারত সরকার

রাজনৈতিক দলের বিভেদের কারণে গণতন্ত্র বাধাগ্রস্ত : শওকত রাসেল

ঈশ্বরদীতে চর দখল নিয়ে সশস্ত্র সংঘর্ষ, ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০

নারী কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে খেলাফত মজলিস

৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম সা.সম্পাদক জুয়েল

গোদাগাড়ীসহ উত্তরাঞ্চলে তীব্র তাপপ্রবাহে ঝরছে আমের গুটি; শঙ্কায় চাষিরা

তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে, কারণ দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে