বাণিজ্যমন্ত্রী ‘টক অব দ্য উত্তরাঞ্চল’
২৬ মার্চ ২০২৩, ১০:২০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:৩৫ পিএম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ‘রমজানের জিনিসপত্রের দাম বাড়েনি’ মন্তব্য করে টক অব দ্য উত্তরাঞ্চল হয়ে গেছেন। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে বাণিজ্যমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে নানান মন্তব্য-বক্তব্য করা হয়েছে। কেউ কেউ অবশ্য ‘মুক্ত বাজার অর্থনীতির থিউরি’ হাজির করে লিখেছেন, বাণিজ্যমন্ত্রী যথার্থই বলেছেন। কারণ ভোক্তার পকেটে টাকা থাকলে পণ্যের দাম যত বেশি হোক তিনি ক্রয় করবেন। মূল হলো ক্রয় ক্ষমতা। এই সরকারের মন্ত্রী-এমপিরা ঘুষ-দুর্নীতি করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। তাই বাণিজ্যমন্ত্রী নিজের পকেটের দিকে তাকিয়ে ‘জিনিসপত্রের দাম বাড়েনি’ দাবি করছেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গতকাল রোববার পাঁচদিনের ভারত ও ভুটান সফর শেষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন। এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে জিনিসপত্রের দাম বাড়েনি। মানুষ বাজারে গিয়ে জিনিসপত্র একবারে কিনে নিচ্ছে। ফলে বাজারে গিয়ে মানুষ ভাবছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। গতবারের (রমজান) তুলনায় এবার সব পণ্যের সাপ্লাই অনেক বেশি রয়েছে। কোনো পণ্য সংকট হওয়ার শঙ্কা নেই।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রাফিক-ইন-ট্রানজিট চুক্তি হয়েছে। ভারত হয়ে উভয় দেশের মধ্যে সরাসরি আমদানি-রপ্তানি পণ্য পরিবহন করতে এ চুক্তি হয়েছে। এতে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের বিস্তার ঘটবে। আমরা চাই ডাইরেক্ট ট্রান্সপোর্ট চালু হোক। অনেক সময় ঝামেলা হয়। এজন্য ভুটানের সঙ্গে এগ্রিমেন্টটা হয়েছে।
মন্ত্রী বলেন, ভুটান ও বাংলাদেশের মধ্যে পাথর ও ফলসহ বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি করা হচ্ছে। এগুলো যেন ভারতের সড়কে চেক না হয়ে সরাসরি বাংলাদেশে ট্রান্সপোর্ট করা যায় সে বিষয়ে চুক্তি হয়েছে।
লালমনিরহাট বিমানবন্দর ভারত-ভুটান ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করবে কি না এমন প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, তারা লালমনিরহাট বিমানবন্দরটি ব্যবহার করবেন না। কারণ এটি বিমান তৈরি কারখানার জন্য করা হয়েছে। সেখানে ছাত্রছাত্রীরা বিমান তৈরি করবে। তাই তারা সৈয়দপুর বিমানবন্দরটি ব্যবহার করতে চেয়েছেন। এতে বাংলাদেশের কোনো সমস্যা হবে না। মোগলহাট স্থলবন্দরটি চালু করার জন্য চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
বাণিজ্যমন্ত্রীর ‘রমজানে পণ্যের দাম বাড়েনি’ বক্তব্য দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নেটিজেনদের মন্তব্য-বক্তব্য-বিতর্কের বিষয়বস্তু হয়ে উঠে। রংপুর, লালমনিরহাট, বগুড়া, দিনাজপুর শহরে বসবাস করেন এমন কয়েকজন সাংবাদিক ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সর্বোত্রই বাণিজ্যমন্ত্রীর ‘জিনিসপত্রের দাম বানেনি’ মন্তব্য মন্ত্রীকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন। বাজারে গিয়ে মন্ত্রীর কথা মনে করে ক্রেতারা বাণিজ্য মন্ত্রীকে ভর্সনা করেন। একাধিক সাংবাদিক জানান, সবখানে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের বিচারক হান্না ডুগানকে এফবিআই গ্রেপ্তার করেছে

প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ

ব্রাহ্মণবাড়িয়া তৃণমূলের মতামতে নয়, চাপিয়ে দেওয়া কমিটির দিকে হাঁটছে বিএনপি!

সাভারে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল উপহার পেল ১২ শিশু

পুরুষদের পর্দার বিধান প্রসঙ্গে।

বাংলাদেশ নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

সিলেটের দুই কিশোরীকে কক্সবাজারে নিয়ে বিক্রি করে দেয়ার অভিযোগ!

খুব বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এই রাষ্ট্রটি মেরামত করার : খন্দকার মুক্তাদির

ঈশ্বরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা বাতিলের দাবিতে কক্সবাজারে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

জকিগঞ্জে পতিত জমি চাষে আগ্রহী চাষীরা: এসডিএস-এর উদ্যোগে মতবিনিময় সভা

অটোরিকশাচালকের ছেলে আরাফাত, রাবির ‘বি’ ইউনিটে প্রথম হয়ে তাক লাগাল দেশকে

গফরগাঁওয়ে ৪ দফা দাবী আদায়ে হেফাজতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গফরগাঁওয়ে ৪ দফা দাবী আদায়ে হেফাজতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যে হাসিনা পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে, সে কখনো নেতা হতে পারে না : আব্দুস সালাম

ব্রিটিশ আমল থেকে এই এলাকার মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

পহেলগামে সেনার অনুপস্থিতি নিয়ে যা বলছে ভারত সরকার

রাজনৈতিক দলের বিভেদের কারণে গণতন্ত্র বাধাগ্রস্ত : শওকত রাসেল

ঈশ্বরদীতে চর দখল নিয়ে সশস্ত্র সংঘর্ষ, ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০