আমি তোমার সুপিরিয়র আমার নির্দেশ পালন করো!
৩১ মার্চ ২০২৩, ১০:১৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১২:১৭ এএম
স্টাইলিস্ট তার চলাফেরা। কথা-বার্তায়ও স্মার্ট। পোশাক ও চলনে-বলনে আধুনিকতার ছাপ। দেখে মনে হবে তিনি একজন ভিআইপি। হাতে বিশেষ ফোল্ডারে দামি একাধিক মোবাইল ফোন। সঙ্গে কোনো নথি। মনে হচ্ছে, গুরুত্বপূর্ণ এ নথি নিজেই বহন করে নিয়ে যাচ্ছেন কোনো সরকারি দফতরে। আসলে তিনি একজন প্রতারক। নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে অনৈতিক সুবিধা নিতে গিয়ে অবশেষে ধরা পড়েন একজন ট্রাফিক সার্জেন্টের হাতে। মধ্যবয়স্ক ওই প্রতারকের নাম মোহাম্মদ সানাউল্লাহ সরকার। প্রতারণা করতে গিয়ে তার ঠিকানা এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
গত বুধবার দুপুরের ঘটনা। রাজধানীর ওয়ারী থানাধীন ইত্তেফাক মোড়ে ফোর্সসহ দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। মতিঝিলের দিক থেকে আসা হেলমেটবিহীন আরোহীকে দেখে তিনি একটি মোটরসাইকেল থামার সংকেত দেন। স্যুট পরা ওই আরোহীকে তিনি হেলমেট না পরার কারণ জানতে চান। এ সময় আরোহী নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার বলে পরিচয় দেন। তিনি সরকারি জরুরি কাজে যাচ্ছেন দাবি করে তার মোটরসাইকেল ছেড়ে দিতে নির্দেশ দেন। তিনি যে মোটরসাইকেলে যাচ্ছিলেন সেটি ভাড়ায়চালিত অ্যাপসভিত্তিক পাঠাও মোটরসাইকেল। এ সময় সার্জেন্ট গালিব ওই আরোহীকে স্যার সম্মোধন করে কৌতূহল নিয়ে জানতে চান, স্যার আপনি কততম ব্যাচের বিসিএস ক্যাডার। উত্তরে তিনি জানান ২২তম ব্যাচের। সার্জেন্ট তার বিপি নম্বর জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই আরোহী। বলেন, আমি তোমার সুপিরিয়র, আমার নির্দেশ পালন করো। কথা না বাড়িয়ে মোটরসাইকেল ছেড়ে দাও। ধমক থেকে সন্দেহ হলে সার্জেন্ট তাকে একাধিক প্রশ্ন করেন। এসময় তার অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ আরো বাড়ে তার। ওয়ারী থানা পুলিশে খবর দেয়া হয়। পুলিশের জেরার মুখে তিনি নিজের নাম মোহাম্মদ সানাউল্লাহ সরকার বলে জানান। একইসাথে তিনি পুলিশ সুপার কিংবা কোনো সরকারি কর্মকর্তা নন বলে জানান। এ ঘটনায় সার্জেন্ট গালিব বাদি হয়ে ওয়ারী থানায় পেনাল কোডের ১৭০/১৮৬/১৮৯ ধারায় একটি মামলা রুজু করেন।
ওয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোস্তাফিজুর রহমান ইনকিলাবকে বলেন, প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি এর আগেও বিভিন্নজনের সঙ্গে প্রতারণা করেছেন। প্রতারণার অভিযোগে ঢাকার খিলগাঁও থানায় এর আগে একটি মামলা হয়েছিলো। আসলে তিনি একজন পেশাদার প্রতারক বলেই মনে হয়।
এদিকে এ প্রতারককে জামিন করাতে একটি চক্র উঠে পড়ে লেগেছে। জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার এসআই শিহাবুদ্দিন বলেন, প্রতারণার অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। আমরা তার স্থায়ী ও বর্তমান ঠিকানা যাচাই বাছাই করে দেখছি। তিনি আর কোথায় কোথায় কি পরিচয়ে প্রতারণা করছেন সেগুলো তদন্ত করে দেখা হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া