সূলভমূল্যে সারাবছরই গরুর গোশতসহ দুগ্ধজাত পণ্য বিক্রি করতে চান খামারিরা
৩১ মার্চ ২০২৩, ১১:৪৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২২ পিএম

সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের নিরাপদ গরু ও খাসির গোশতসহ দুগ্ধজাত পণ্য পৌঁছে দিতে রাজধানী ঢাকায় ‘ফারমার্স মার্কেট’ চালু করতে চায় বাংলাদেশ ডেইরি ফারমার্স এসোসিয়েশন। এজন্য ঢাকার অঞ্চলভেদে কৃষক বা খামারীদের জন্য আলাদা মার্কেট বা দোকান (স্টল) বরাদ্ধ চায় সংগঠনটি। সিটি করপোরেশন বা সরকারের এ বিষয়ে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা চায় এসোসিয়েশনটি। সরাসরি তৃণমূলের খামারীরা এই ফারমার্স মার্কেটে সাশ্রয়ী মূল্যে গরুর গোশত, খাসির গোশত, দুধ, পনির, ঘি দইসহ দুগ্ধজাতপণ্য বিক্রি করবেন। মাঝে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। ফলে ভোক্তা সাশ্রয়ী মূল্যে নিরাপদ পণ্য পাবেন এবং খামারীরাও লাভবান হবেন। ইউরোপসহ উন্নত বিশে^র আদলে এই ফারমার্স মার্কেটের প্রস্তাবনা নিয়ে ইতিমধ্যে সিটি করপোরেশনের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ডেইরি ফারমার্স এসোসিয়েশনের সভাপতি মো. ইমরান হোসেন।
সংশ্লিষ্টরা বলছেন, অন্যান্য নিত্য পণ্যের মতো গরু ও খাসির গোশতের দাম দৌড়াচ্ছে সমানতালে। গরুর গোশতের কেজি ৭৫০ টাকার উপরে আর খাসির গোশত ১১৫০ টাকা কেজি ছাড়িয়েছে। তৃণমূল তথা খামারীরা গরু ও খাসি বিক্রির পর তা দুই থেকে তিন হাত বদলের পর রাজধানী ঢাকায় কসাই পর্যন্ত পৌঁছে। এতে বেড়ে যায় খরচ। ফলে ভোক্তাদের উচ্চমূল্যে কিনতে হচ্ছে গরু ও খাসির গোশত। এতে মূলত মধ্যস্বত্ত্বভোগীরাই লাভবান হচ্ছেন। তাই রাজধানী ঢাকাসহ মেট্রোপলিটন বিভাগীয় শহরে ফারমার্স মার্কেট চালু করতে চাচ্ছে বাংলাদেশ ডেইরি ফারমার্স এসোসিয়েশন। খামারীরা সরাসরি গরু-ছাগল সরবরাহ করবেন, মাঝখানে কোনো হাত বদল না করে জবাই করে গোশত কিনতে পারবেন ভোক্তারা। এতে ভোক্তারা ন্যায্যমূল্যে গোশত কিনতে পারবেন।
খামারীরা বলছেন, এই রমজানে সূলভ মূল্যে গরু গোশত ৬৪০ টাকায় এবং খাসির গোশত ৯৪০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে বাজারে গরুর গোশত বিক্রি হচ্ছে ৭৫০-৭৮০ টাকায়। খাসির গোশত ১১৫০ টাকার উপরে। অর্থাৎ প্রতি কেজি গরুর গোশতে ১১০-১৪০ টাকার উপরে এবং খাসির গোশত কেজিতে ২৫০ থেকে ৩০০ টাকা বেশি দরে কিনতে হচ্ছে। বর্তমানে রমজান উপলক্ষে যে সূলভ মূল্যে গরু ও খাসির গোশত পাওয়া যাচ্ছে তা সারা বছরই সাশ্রয়ী মূল্যে ভোক্তাকে দেয়া সম্ভব হবে।
বাংলাদেশ ডেইরি ফারমার্স এসোসিয়েশনের সভাপতি মো. ইমরান হোসেন বলেন, ইউরোপসহ উন্নত বিশে^ ফারমার্স মার্কেট রয়েছে। যেখানে কৃষক বা খামারীরা সরাসরি ফারমার্স মার্কেটে পণ্য সরবরাহ করে থাকে। বাংলাদেশে আমরা যারা খামারী আছি, সরাসরি ফারমার্স মার্কেটে গরু ও খাসি সরবরাহ করবো। যেখানে খামারীর গরু ও খাসির গোশত ভোক্তাদের কাছে সরাসরি বিক্রি হবে। তিনি বলেন, এখন যেটা হয় সেটা হলো মাঠ পর্যায়ের কোনো খামারী বা কৃষকের কাছ থেকে কিংবা স্থানীয় হাট থেকে গরু-খাসি-ছাগল কিনে তা কমপক্ষে দুই তিন হাত বদল হয়ে ঢাকায় কসাইরা জবাই করে বিক্রি করেন। এতে গোশতের মূল্য অনেক বেড়ে যায়। যখন সরাসরি খামারাীরা ফারমার্স মার্কেটের নির্ধারিত দোকানে গরু-খাসি সরবরাহ করবেন এতে আর মধ্যস্বত্বভোগী থাকলো না। এতে ভোক্তারা যেমন নির্ভেজাল জিনিস পাবেন এবং বাজার মূল্য থেকে কম দামে পাবেন। অর্থাৎ ভোক্তারাও লাভবান হবেন, খামারীরাও লাভবান হবেন।
মো. ইমরান হোসেন বলেন, শুধু গোশত নয়, খামারে উৎপাদিত দুধ, খামারীদের তৈরী পনির, দধি, ঘি, বিভিন্ন রকম মিষ্টান্ন বিক্রি হবে ফারমার্স মার্কেটে। আমরা একটা মার্কেট বানাবো, যেখানে সারাদেশ থেকে খামারীরা তাদের পণ্য নিয়ে আসবে। ডেইরি এসোসিয়েশন থেকে আমরা ভোক্তাদের নিশ্চিত করবো যেসব পণ্য ফারমার্স মার্কেটে থাকবে সেগুলো শতভাগ নিরাপদ ভেজালমুক্ত পণ্য।
এসোসিয়েশনের সভাপতি বলেন, ধরেন লালমনিরহাটের একজন খামারী বা কৃষক গরু ঢাকায় নিয়ে আসবে, তিনি তা জবাই করে সরাসরি ভোক্তার কাছে বিক্রি করবেন। তাহলে তো ছোট খামারীরা এটা পারছে না-এমন প্রশ্নে তিনি বলেন, ছোট খামরাীরাও পারবে। সেক্ষেত্রে ছোট খামারীরা কমিউনিটি বেইজড হবে। যারা ২-৩টা করে গরু পালন করে, ১০-২০ জন মিলে একটা কমিউনিটি হলো। তারা এক সাথে দুধ সংগ্রহ করে পণ্য বানিয়ে নিয়ে আসলো। ডেইরি এসোসিয়েশন ভাল ও নিরাপদ একটা স্থান করে দেবে এবং মার্কেটিং করবে।
সরকার বা ঢাকা সিটি করপোরেশনের কাছে এই ‘ফারমার্স মার্কেট’-এর জন্য আলাদা জায়গায় মার্কেট বা দোকান (স্টল) বরাদ্ধ চায় ডেইরি ফারমার্স এসোসিয়েশন। তিনি বলেন, দুই সিটি করপোরেশন এলাকায় এই মার্কেটের জায়গা চাই। সিটি করপোরেশন বা সরকার অবকাঠামো করে দিক। আপাত দুই থানা মিলে এই মার্কেট করে দেয়া হোক। পর্যায়ক্রমে প্রতি থানায় বা এ সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। আমরা সরকারের পৃষ্ঠপোষকতা পেলে খামারীরা উপকৃত হবে। ভোক্তারাও সাশ্রয়ী মূল্যে নিরাপদ পণ্য পাবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

সাবেক মন্ত্রী-এমপি-মেয়র সহ যারা হলেন বৈষম্য বিরোধী আন্দোলনে সিলেটে হামলা ঘটনা মামলার আসামী

বিএনপি মহাসচিবের সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মেহেদী হাসানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

এপ্রিলে এলো ২৭৫ কোটি ডলারের রেমিট্যান্স

হার্ভার্ড-সার্টিফিকেটধারী শিক্ষার্থীরা, ব্যতিক্রমধর্মী আয়োজন আর রোহিঙ্গা সংকট—রাবির আইআর বিভাগে প্রথম ‘স্টুডেন্টস অ্যাচিভমেন্টস ফেয়ার’

পদযাত্রায় জনস্রোত ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে : মির্জা আব্বাস

হিলিতে মে দিবসে শ্রমিক দলের র্যালীতে অংশগ্রহণ করায় প্রত্যাহার ওসি

ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ৮ টি ঘর ভস্মীভূত, ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বগুড়ায় 'গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আয়কর রিটার্ন ইস্যুতে কঠোর হচ্ছে এনবিআর

ময়মনসিংহে সাবেক প্যানেল মেয়রের অবৈধ স্থাপনায় মসিকের অভিযান

শাপলা চত্বর ‘গণহত্যা’: নয় মাসেও গঠিত হয়নি স্বাধীন তদন্ত কমিশন

ব্যারিস্টার আবদুর রাজ্জাকের ইন্তিকালে জামায়াতের শোক

হাসনাত আব্দুল্লাহ’র গাড়িতে হামলা!

বিমানবাহিনী প্রধানের সঙ্গে জরুরি বৈঠকে মোদি

মতলবে যৌথ বাহিনী কর্তৃক ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

কমলগঞ্জে পরিত্যক্ত বস্তা ভর্তি সিমেন্ট থেকে পাথর ভেঙ্গে খোয়া তৈরি হচ্ছে

ধামরাইয়ে মাদক না ছাড়লে এলাকা ছাড়তে হবে- ওসি মনিরুল ইসলাম

এক অসহায় কৃষাণীর ধান কেটে বাড়িতে তুলে দিল তালতলীর কৃষক দল

আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল চালক নিহত