পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে জাকাত দিতে হবে
৩১ মার্চ ২০২৩, ১১:৪৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:০৬ পিএম

মাহে রমজানে জাকাত দেয়ার প্রবণতা থাকে বেশি। জাকাতকে ট্যাক্স মনে করা যাবে না। জাকাত দিলে ধন-সম্পদ বাড়ে। খতিব বলেন, লাম-ছাম দিলেই জাকাত আদায় হবে না। সম্পদের পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে জাকাত দিতে হবে। জাকাত আদায় একটি ফরজ বিধান। গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে খতিব এসব কথা বলেন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিন গতকাল জুমার বয়ানে বলেন, মাহে রমজানে জাকাত দেয়ার প্রবণতা থাকে বেশি। জাকাতকে ট্যাক্স মনে করা যাবে না। জাকাত দিলে ধন-সম্পদ বাড়ে। খতিব বলেন, লাম-ছাম দিলেই জাকাত আদায় হবে না। সম্পদের পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে জাকাত দিতে হবে। জাকাত আদায় একটি ফরজ বিধান। অত্যন্ত সর্তকতার সাথে জাকাত আদায় করতে হবে। খতিব বলেন, মানবতার বড় গুণ থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য গরিব অসহায়দের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। মাগফেরাতের দশ দিনে বেশি বেশি তাওবাহ-ইস্তিগফার করতে হবে। সকল প্রকার অসৎকাজ থেকে বিরত থাকতে হবে। তিনি অসাধু অতিমুনাফালোভী ব্যবসায়ীদের সর্তক হয়ে ব্যবসা করার অনুরোধ জানান। খতিব বলেন, রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মশকো আম্বরের চাইতে উত্তম। খতিব বলেন, তারাবিহ নামাজ ৮ রাকাত পড়ার কোনো প্রমাণ নেই। রাসূল (সা.) ও খোলাফায়ে রাশেদীনের সুন্নাতকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরামও বিশ রাকাত তারাহবি নামাজ আদায় করেছেন আমাদেরও বিশ রাকাত তারাবিহ নামাজ আদায় করতে হবে। তারাবিহ নামাজ নিয়ে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।
ইসলামের স্তম্বসমূহের মধ্যে জাকাত একটি। যা ইসলামের মৌলিক ইবাদতসমূহের মধ্যে অন্যতম ইবাদত। প্রত্যেক মুসলমানকে যেমন জাকাত ফরজ হওয়ার বিষয় সম্পর্কে বিশ্বাস করতে হবে, ঠিক তেমনিভাবে যার ওপর জাকাত ফরজ তাকে তা নিয়মিত পরিশোধও করতে হবে। বিত্তবানদের ওপর জাকাত ফরজ করা হয়েছে, যাতে তারা তাদের অর্জিত সম্পদ পবিত্র করতে পারে। সন্তানদের উত্তম আদর্শ ও সৎ পরামর্শ প্রদানের মাধ্যমে চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে। আল্লাহ ভীতি ও ইসলামি মূল্যবোধ শিক্ষা দিতে হবে। গতকাল মহাখালীস্থ মসজিদে গাউছুল আজমের জুমার খুৎবা-পূর্ব বয়ানে খতিব হাফেজ মাওলানা মিজানুর রহমান এসব কথা বলেন।
খতিব পবিত্র কোরআনের উদ্বৃতি দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন (হে নবী! তুমি) তাদের ধন-সম্পদ থেকে জাকাত গ্রহণ করো, এর দ্বারা (আমা কর্তৃক তাদের কাছে রক্ষিত অভাবীদের হকটুকু নিয়ে) তাদেরকে পবিত্র করো এবং তাদেরকে পরিশুদ্ধ করো (সূরা তাওবা : ১০৩)। একই সূরার অন্য এক আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘জাকাত (ব্যয়যোগ্য) শুধুমাত্র ফকির ও মিসকিনদের জন্য এবং একাজে নিয়োজিত আমেলদের জন্য ও মুয়াল্লাফাতুলু কুলুব-এর জন্য এবং দাস মুক্তিতে ও ঋণগ্রস্থদের (ঋণমুক্তির) কাজে, এবং আল্লাহর পথে ও ইবনুস-সাবিল (এর অভাব মোচনের) কাজে। (এই খাতগুলো) আল্লাহ কর্তৃক ফরজকৃত। আর আল্লাহ মহাজ্ঞানী মহাপ্রজ্ঞাময় (সূরা তাওবা : ৬০)। সূরা তাওবার অন্য আয়াতে আল্লাহ বলেন, যারা স্বর্ণ ও রৌপ্য পূঞ্জীভূত করে এবং উহা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে মর্মদন্তু শাস্তির সংবাদ দাও। যেদিন স্বর্ণ ও রৌপ্য জাহান্নামের অগ্নিতে উহা উত্তপ্ত করা হবে এবং উহা দ্বারা তাদের ললাট, পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে। সেদিন বলা হবে, ইহাই উহা যাহা তোমরা নিজেদের জন্য পূঞ্জীভূত করতে। সূতরাং তোমরা যাহা পূঞ্জীভূত করেছিলে তাহা আস্বাদন কর (সুরা তওবা-৩৪-৩৫)। খতিব বলেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক সকল মুসলিম নর-নারীর ওপর জাকাত প্রদান করা ফরজ। কোনো ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর চাঁদের হিসেবে পরিপূর্ণ এক বছর অতিবাহিত হলে তার ওপর পূর্ববর্তী বছরের জাকাত প্রদান করা ফরজ। যদি কোনো ব্যক্তি জাকাতের নিসাবের মালিক হওয়ার পাশাপাশি ঋণগ্রস্ত হয়, তবে ঋণ বাদ দিয়ে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার ওপর জাকাত ফরজ হবে। জাকাত ফরজ হওয়ার পর যদি কোনো ব্যক্তি জাকাত প্রদান না করে অর্থ-সম্পদ খরচ করে ফেলে তাহলেও তার পূর্বে জাকাত দিতে হবে। হাদিসে বর্ণিত আছে, একদা দু’জন মহিলা রাসুলুল্লাহ (সা.)-এর নিকট আসল। তাদের দু’জনের হাতে স্বর্ণের কংকণ ছিল। তখন নবী করীম (সা.) তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা তোমাদের অলংকারের জাকাত দাও কি? তারা বলল, না। তখন নবী (সা.) বললেন, তোমরা কি পছন্দ করবে যে, আল্লাহ তায়লা তোমাদেরকে আগুনের দু’টি বালা পরিয়ে দিবেন? তারা দু’জন বলল, না। তখন নবী (সা.) বললেন, তাহলে তোমরা এ স্বর্ণের জাকাত প্রদান কর (তিরমিজি)। সুতরাং ইসলামি শরিয়তে জাকাতের গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে সমাজে সাম্য প্রতিষ্ঠিত হয়। সমাজের দরিদ্র-দুস্থ জনগণ স্বাভাবিক জীবনধারণের অনুপ্রেরণা পাবে। সুতরাং প্রত্যেক মালেকে নেসাবদের উচিত সময়মত জাকাত পরিশোধের মাধ্যমে সম্পদকে পরিশুদ্ধ করে আল্লাহর অনুগ্রহ প্রাপ্তির মাধ্যমে তাঁর রহমতের চাদরে নিজেকে বেষ্টিত করা।
খতিব বলেন, বর্তমানে অধিকাংশ অভিভাবক নিজেদের সন্তানকে ইসলামি শিক্ষা ও মূল্যবোধ থেকে দূরে রাখার কারণে সমাজে দিনদিন বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে। আমাদের জানতে হবে কিভাবে লোকমান হেকীম তাঁর সন্তানদের উপদেশ দিতেন, আল্লাহ লোকমান হেকীমের উপদেশসমূহ এতটাই পছন্দ হলো যে, তিনি কোনো নবী কিংবা রাসূল না হওয়া সত্যেও পবিত্র কোরআনে তাঁকে নিয়ে আলোচনা করা হয়েছে। তাঁর নামে গোটা একটি সূরা সন্নিবেশিত হয়েছে। আসুন ইসলামি মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে কোরআন-সুন্নাহের আলোকে সন্তানদের উত্তম ও সৎ পরামর্শের মাধ্যমে চরিত্রবান নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করি। আল্লাহ সকলকে তাওফিক দান করুন। আমিন।
মিরপুরের বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবদুল্লাহ ফিরোজী গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেন, অবারিত কল্যাণের মাস রমজান চলছে। এই মাসে অন্যান্য আমলের ন্যায় অধিক সওয়াবের আশায় আমরা জাকাত আদায় করে থাকি। সম্পদের সঠিক হিসাব করে জাকাত আদায় করা মুমিনের পরিচায়ক। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থায় জাকাতকে অত্যধিক গুরুত্ব দেয়ার পাশাপাশি এটাকে ইসলামের একটি মূলস্তম্ভ ঘোষণা করা হয়েছে। জাকাত দ্বিতীয় হিজরিতে ফরজ করা হয়। নামাজের পরে জাকাতের ওপর সবচেয়ে বেশি জোর দিয়ে দ্ব্যর্থহীন কন্ঠে ঘোষণা করা হয়েছে, যে ব্যক্তি অর্থ-সম্পদ সঞ্চয় করে, জাকাত না দেয়া পর্যন্ত তার ঐ সম্পদ হালাল হতে পারে না। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘হে নবী! আপনি তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করুন, যাতে এর মাধ্যমে আপনি সেগুলোকে পবিত্র ও পরিশুদ্ধ (বরকতময়) করতে পারেন’। (সূরা আত তাওবাহ-১০৩)। এ নির্দেশনা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রকার সম্পদের জন্য বিভিন্ন রকম নেসাব (জাকাত ওয়াজিব হওয়ার সর্বনিম্ন পরিমাণ) নির্ধারণ করে জাকাতের বিভিন্ন হার নির্ধারণ করেছেন। সোনা-রূপা ও নগদ টাকা-পয়সার ওপর শতকরা আড়াই ভাগ, কৃষি উৎপাদনের ওপর সেচ ব্যবস্থার আওতাধীন জমি হলে শতকরা ২০ ভাগ ও সেচ ব্যবস্থার আওতা বহির্ভূত জমি হলে শতকরা ১০ ভাগ, ব্যবসায়িক পণ্যের ওপর শতকরা আড়াই ভাগ জাকাত ধার্য করেছেন। এমনি ভাবে ব্যবসায়িক পণ্য হিসেবে থাকা গবাদি পশু প্রভৃতি চতুষ্পদ প্রাণীর ওপর বিভিন্ন হারে জাকাত ধার্য করেছেন। জাকাত প্রদান করুণার বিষয় নয়, বরং এটা হক্কুল ইবাদ বা বান্দার হক। জাকাত প্রদানের অর্থই হচ্ছে পাওনাদারের কাছে তার হক পৌঁছে দেয়া। কারণ, ধনীদের সম্পদে গরীবের হক আছে। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘আর তাদের (ধনীদের) সম্পদে অবশ্যই প্রার্থী (দরিদ্র) এবং বঞ্চিতদের অধিকার রয়েছে’। (সূরা আয যারিআত- ১৯)। খতিব আরও বলেন, আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে যারা জাকাত আদায় করবে না তাদের পরিণাম সম্পর্কে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। ইরশাদ হয়েছে, ‘যারা স্বর্ণ ও রৌপ্য (ধন-সম্পদ) সঞ্চয় করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না (জাকাত দেয় না), তাদেরকে এক কঠিন পীড়াদায়ক আজাবের সুসংবাদ দাও। সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে। এরপর তা দ্বারা তাদের কপাল, পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশে দাগ দেয়া হবে। (তাদেরকে সম্বোধন করে) বলা হবে, ইহাই ওই সম্পদ, যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে। সুতরাং তোমাদের সঞ্চয়ের স্বাদ আস্বাদন কর। (সূরা আত তাওবাহ ৩৫)। অগণিত হাদিসে বিশ্বনবী (সা.) জাকাত আদায় না করার ভয়াবহ পরিণতি সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার সম্পদের জাকাত আদায় করবে না, তার সম্পদ কিয়ামতের দিন বিষধর সর্পের রূপ ধারণ করবে। সেটাকে তার গলায় পেচিয়ে দেয়া হবে। সে তার দুইপার্শ্বে দংশন করে বলবে, আমিই তোমার গচ্ছিত সম্পদ, আমিই তোমার সঞ্চিত ধনভান্ডার। (সুনান ইবনে মাজাহ)। জাকাত আর্থিক ইবাদত। তাই জাকাত প্রদান করতে গিয়ে আত্মপ্রচারণা শরীয়তসম্মত নয়। এটা তাকওয়ার পরিপন্থি। ব্যানার ঝুলিয়ে, সাইনবোর্ড লাগিয়ে, মাইকিং করে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জাকাত প্রদান করা কিংবা স্বল্পমূল্যের শাড়ি ও লুঙ্গি দ্বারা জাকাত দেয়া নিচু মানসিকতার পরিচায়ক। এবং এটা সওয়াবকে নষ্ট করে দেয়। ইসলাম জাকাতসহ অন্যান্য দান-সাদকা গোপনে আদায়ের প্রতি উৎসাহ দিয়েছে। হযরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী কারীম (সা.) বলেছেন, হাশরের ময়দানে আল্লাহ তায়ালা সাত ব্যক্তিকে তার (আরশের) সুশীতল ছায়াতলে স্থান দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়াই থাকবে না। তন্মধ্যে অন্যতম হচ্ছে সেই ব্যক্তি যে অত্যন্ত গোপনভাবে দান-খয়রাত করে, এমনকি তার ডান হাতে যা কিছু দান করে তার বাম হাতও তা জানতে পারে না। (বুখারী, মুসলিম)। মহান আল্লাহ তায়ালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমীন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

হাসনাত আব্দুল্লাহ’র গাড়ি হামলার অভিযোগ

মতলবে যৌথ বাহিনী কর্তৃক ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

কমলগঞ্জে পরিত্যক্ত বস্তা ভর্তি সিমেন্ট থেকে পাথর ভেঙ্গে খোয়া তৈরি হচ্ছে

ধামরাইয়ে মাদক না ছাড়লে এলাকা ছাড়তে হবে- ওসি মনিরুল ইসলাম

এক অসহায় কৃষাণীর ধান কেটে বাড়িতে তুলে দিল তালতলীর কৃষক দল

আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল চালক নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জের প্রত্যন্ত গ্রামে রহস্যাবৃত্তেই আটকে আছে সেই ‘আয়নাঘর’,

পদত্যাগ করেছেন এবি ব্যাংকের চেয়ারম্যান

গাজায় সুড়ঙ্গ বিস্ফোরণে ২ ইসরাইলি সেনা নিহত

আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত কর্মকর্তা-কর্মচারীরা বহাল তবিয়তে, শিক্ষার্থীদের ক্ষোভ
পাকিস্তানে মুক্তি পাচ্ছে জংলি'র উর্দু সংস্করণ

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে নেতৃত্বে সোহান

হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে তামিল প্রতিবেদন ১৮ মে

কর্তৃপক্ষের অবহেলা আর উদাসীনতায় বদলগাছী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের বেহাল দশা

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ঝরলো ১৫ জনের প্রাণ

কেন্দ্রীয় বিএনপি নেতা স্বপন ফকিরের কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি, ১৫ লাখ টাকার মালপত্র লুট

৯ বলে ২, এরপর ১৬ বলে ৫৫

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে স্থায়ী বহিষ্কার

সোমবার থেকে হাবিপ্রবি-তে ২০২৫ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা শুরু

পদ্মায় ধরা পড়লো ৩২ কেজি ও২৫কেজি ওজনের দুই কাতল