দ্বিতীয় জুমায় মুসল্লির ভিড়
৩১ মার্চ ২০২৩, ১১:৪৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:১৩ এএম
পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমায়ও সারা দেশে মসজিদগুলোতে মুসল্লির ঢল নামে। গতকাল শুক্রবার জুমাবার হওয়ায় মসজিদে মসজিদে ছিল মুসল্লিদের প্রচন্ড ভিড়। বেশির ভাগ মসজিদে জায়গা সংকুলান না হওয়ায় বাইরে রাস্তায় নামাজ পড়তে দেখা যায়। মসজিদের ছাদ, বারান্দা এবং আশপাশের সড়কে চটের ছালা ও জায়নামাজ বিছিয়ে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। নানা শ্রেণি-পেশা ও বয়সের মানুষ এক কাতারে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেন। সকাল ১১টার পর সব পথ যেন মসজিদমুখী হয়ে যায়। মসুল্লিরা জুমার নামাজ আদায়ের জন্য মসজিদমুখী হন। ঢাকার বাইরে প্রতিটি বিভাগীয় শহর, জেলাশহর, উপজেলা শহর এমনকি গ্রামগঞ্জের মসজিদের একই চিত্র দেখা গেছে।
চট্টগ্রাম ব্যুরো জানায় : পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমায়ও নগরীর মসজিদগুলোতে মুসল্লির ঢল নামে। মসজিদ ছাড়িয়ে জামাতের কাতার মসজিদের বারান্দা ও আশপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়। কয়েকটি এলাকায় নামাজ চলাকালে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জমিয়াতুল ফালাহ জামে মসজিদ, লালদীঘি জামে মসজিদ, মসজিদে বায়তুশ শরফ, এনায়েত বাজার শাহী জামে মসজিদ, আগ্রাবাদ চৌমুহনি জামে মসজিদ, পাঠানটুলি চট্টেশ^রাই জামে মসজিদ, কাজির দেউড়ি জামে মসজিদ, মুরাদপুর মসজিদে বেলাল, বহদ্দারহাট জামে মসজিদ, চকবাজার অলিখাঁ জামে মসজিদ, চন্দনপুরা জামে মসজিদ, মক্কি মসজিদ, সিজিএস কলোনী জামে মসজিদ, জাম্বুরি ময়দান জামে মসজিদ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ, মেহেদীবাগ সিডিএ আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত আলী শাহ জামে মসজিদ, চান্দগাঁও আবাসিক এলাকা জামে মসজিদসহ মহানগরী ও জেলার প্রতিটি মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। নামাজ শেষে দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বরিশাল ব্যুরো জানায় : রমজানের দ্বিতীয় জুমাবারেও সমগ্র দক্ষিণাঞ্চলের মসজিদসমুহে মুসল্লীদের উপচেপড়া ভির লক্ষ্য করা গেছে। অনেক মসজিদেই নামাজের মূল স্থান ছাড়িয়ে সন্নিহিত রাস্তায়ও মুসল্লীদের নামাজ আদায় করতে দেখা গেছে। দক্ষিণাঞ্চলের সবগুলো দরবার ও খানকাতেও জুমার বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহানগরীতে সদ্য নির্মিত মডেল মসজিদ ছাড়াও জামে এবাদুল্লাহ মছজিদ, কেন্দ্রীয় জামে কসাই মসজিদ, বায়তুল মোকাররাম মসজিদ, পুলিশ লাইন্স মসজিদ, জেলখানা মসজিদ, নবগ্রাম রোড-চৌমহনী মারকাজ মসজিদসহ বিভিন্ন মসজিদে বিপুল সংখ্যক মুসল্লীরা জুমার নামাজ আদায় করেন।
দক্ষিণাঞ্চলে সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয় বিশ্ব জাকের মঞ্জিলে। দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক জাকেরান ও আশেকানসহ মুসুল্লীয়ানগণ এ দরবার শরিফের বড় জামে মসজিদে জুমার নামাজ আদায়ন্তে নফল নামাজ আদায় এবং সম্মিলিতভাবে মহান আল্লাহ রাব্বুল আলÑআমীনের দরবারে পানাহ চেয়ে দোয়ায় অংশ নেন। পরে বিশ^ জাকের মঞ্জিলের পীর ছাহেব হজরত মাওলানা শাহসুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী ছাহেবের কবর জিয়ারতের নিয়তে ফাতেহা শরিফ পাঠান্তে পুনরায় সম্মিলিতভাবে দোয়া মোনাজাতে অংশ নেন মুসল্লীয়ানগণ।
এছাড়াও বরিশালের চরমোনাই দরবার শরিফ, পিরোজপুরের ছারিছনা দরবার শরিফ, ঝালকাঠীর নেসারাবাদের কায়েদ ছাহেব হুজুরের দরবার শরিফ, বরগুনার মোকামিয়া দরবার শরিফ, পটুয়াখালীর হজরত ইয়ার উদ্দিন খলিফা (র.) ছাহেবের দরবার শরিফসহ বিভিন্ন দরবার শরিফের মসজিদসমুহে বিপুল সংখ্যক মুসল্লীয়ান জুমার নামাজে অংশ নেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া