ধাক্কার পর মাথার ওপর উঠিয়ে দেয় কাভার্ডভ্যানের চাকা
০১ এপ্রিল ২০২৩, ১১:২০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:০০ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রী সানজিদা আক্তার তামান্না (২৭) বেপরোয়া কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটে গত শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে লালবাগ থানাধীন বেড়িবাঁধের শামীম গার্মেন্টসের সামনের সড়কে। ঘটনার সময় প্রথমে একটি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয় বেপরোয়া কাভার্ডভ্যান। এতে ছিটকে রাস্তায় পড়ে যান মোটরসাইকেল আরোহী তামান্না। এরপর তার মাথার ওপর দিয়ে চলে যায় কাভার্ডভ্যানের চাকা। ঘটনাস্থলেই প্রাণ হারান মেধাবী এ শিক্ষার্থী। পরে পুলিশ তার রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তামান্নার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সহপাঠীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এদিকে তামান্নার মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। আর ক’দিন পরেই বিয়ে হবার কথা ছিলো তামান্নার। বেপরোয়া কাভার্ডভ্যান সব কিছুই এলোমেলো করে দিলো দু’টি পরিবারের। সন্তান হারিয়ে নির্বাক তার বাবা-মা। বোনের লাশ নিতে এসে ভাইয়ের কান্নায়ও যেন আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
নিহত তামান্নার বড় ভাই মো. সায়েম জানান কান্নাজড়িত কন্ঠে বলেন, ঈদের পরই কানাডা প্রবাসী এক পাত্রের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার বোনের। বিয়ের সব কিছুর প্রস্তুতি চলছিলো ঠিকঠাকমতো। হঠাৎ যেন বিনা মেঘে বজ্রপাত। তিনি বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দেয় কাভার্ডভ্যান। এটি কোনো দুর্ঘটনা নয়। এটি একটি হত্যাকান্ড। বেপরোয়া চালকরা মানুষের জীবন নিয়ে সর্বনাশা খেলা করছে। ট্রাক-বাস আর কাভার্ডভ্যানগুলো কোনো কিছুর তোয়াক্কা করে না।
সায়েম জানান, তার বাবার নাম আবু তাহের। গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ওয়াসেকপুর। বর্তমানে কামরাঙ্গীরচর নুরবাগ মনির চেয়ারম্যান গলিতে পরিবার নিয়ে বসবাস করেন। তার বোন তামান্না নর্থ সাউথ ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট বিভাগে অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন।
তিনি আরও জানান, তামান্না গত শুক্রবার বিকেলে কলাবাগানে এক আত্মীয়ের বাসায় গিয়েছিলেন ইফতার পার্টিতে যোগ দিতে।
এদিকে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন বলেন, ধানমন্ডির আবাহনি মাঠের সামনে থেকে উবারের একটি মোটরসাইকেলে চেপে কামরাঙ্গীরচরের বাসায় ফিরছিলেন তামান্না। মোটরসাইকেলটি যখন লালবাগ থানার কাছে বেড়িবাঁধ এলাকায় শানিম গার্মেন্টসের সামনে পৌঁছায়, তখন এটিকে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে তামান্না মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এরপর তার মাথার ওপর দিয়ে চলে যায় কাভার্ডভ্যানের চাকা। খুব সাধারণ হেলমেট থাকায় সানজিদার মাথা থেঁতলে যায়। ঘটনাস্থলই তার মৃত্যু হয়।
এসআই আক্তার হোসেন আরো বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদার মৃত্যুর ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যানের চালক শামীমকে গ্রেফতার করা হয়েছে। মোটরসাইকেলের চালক মেহেদী হাসানকেও (৩০) আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় নিহত তামান্নার ভাই বাদী হয়ে গতকাল শনিবার একটি মামলা দায়ের করেছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

মেহেদী হাসানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

এপ্রিলে এলো ২৭৫ কোটি ডলারের রেমিট্যান্স

হার্ভার্ড-সার্টিফিকেটধারী শিক্ষার্থীরা, ব্যতিক্রমধর্মী আয়োজন আর রোহিঙ্গা সংকট—রাবির আইআর বিভাগে প্রথম ‘স্টুডেন্টস অ্যাচিভমেন্টস ফেয়ার’

পদযাত্রায় জনস্রোত ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে : মির্জা আব্বাস

হিলিতে মে দিবসে শ্রমিক দলের র্যালীতে অংশগ্রহণ করায় প্রত্যাহার ওসি

ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ৮ টি ঘর ভস্মীভূত, ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বগুড়ায় 'গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আয়কর রিটার্ন ইস্যুতে কঠোর হচ্ছে এনবিআর

ময়মনসিংহে সাবেক প্যানেল মেয়রের অবৈধ স্থাপনায় মসিকের অভিযান

শাপলা চত্বর ‘গণহত্যা’: নয় মাসেও গঠিত হয়নি স্বাধীন তদন্ত কমিশন

ব্যারিস্টার আবদুর রাজ্জাকের ইন্তিকালে জামায়াতের শোক

হাসনাত আব্দুল্লাহ’র গাড়িতে হামলা!

বিমানবাহিনী প্রধানের সঙ্গে জরুরি বৈঠকে মোদি

মতলবে যৌথ বাহিনী কর্তৃক ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

কমলগঞ্জে পরিত্যক্ত বস্তা ভর্তি সিমেন্ট থেকে পাথর ভেঙ্গে খোয়া তৈরি হচ্ছে

ধামরাইয়ে মাদক না ছাড়লে এলাকা ছাড়তে হবে- ওসি মনিরুল ইসলাম

এক অসহায় কৃষাণীর ধান কেটে বাড়িতে তুলে দিল তালতলীর কৃষক দল

আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল চালক নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জের প্রত্যন্ত গ্রামে রহস্যাবৃত্তেই আটকে আছে সেই ‘আয়নাঘর’,

পদত্যাগ করেছেন এবি ব্যাংকের চেয়ারম্যান