আগুনের ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত কি-না, খতিয়ে দেখা হবে : প্রধানমন্ত্রী
১৫ এপ্রিল ২০২৩, ১১:৫৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৮ পিএম
রাজধানীর বিভিন্ন মার্কেটে একের পর এক অগ্নিকা-ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কয়েকটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সকাল ১১টার দিকে গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কিনা তা খতিয়ে দেখতে নিদেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। দ্বিতীয়ত, দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া এসব অগ্নিকা-ের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, তারা অগ্নিকা-ের মতো ঘটনা ঘটিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করছে কিনা তা খতিয়ে দেখতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, সবাইকে আরও বেশি সচেতন থাকতে হবে। মার্কেট সংশ্লিষ্ট সবাইকে নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে। সরকারের পক্ষ থেকে সব প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি নির্দেশনা দেন, ফায়ার সার্ভিসের আগুন নেভানোর সময় অযথা ভিড় করা যাবে না। কোনও প্রকার বাধা দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শেখ হাসিনা বলেন, এখান থেকে সাধারণ মানুষ কেনাকাটা করে। ব্যবসায়ীরা ব্যবসা করবে বলে সারা বছর বসে থাকে। সেই রকম জায়গায় এভাবে আগুন লাগা। প্রথম যখন আগুন লাগলো মনে করলাম অ্যাক্সিডেন্ট। এরপর পরপর তিন চারটি আগুন লাগলো, আর সময়টা ঠিক একই সময়। যখন ফায়ার সার্ভিস আসে তাদের বাধা দেওয়া হয়। তারা কাজ করবে, পানি দেবে সেখানে বাধা দেওয়া হয়। বঙ্গবাজারে যখন আগুন লাগলো এমনকি তারা (ফায়ার সার্ভিস) হানিফ ফ্লাইওভার থেকে চেষ্টা করেছে। যেখান থেকে চেষ্টা করছে, সেখানে কিছু লোক বাধা দিচ্ছে। এই বাধাটা কেন দেবে? তিনি বলেন, এরপর যখন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলো ঠিক ১২টা বাজে, কিছু লোক লাঠিসোটা নিয়ে ফায়ার সার্ভিসে আক্রমণ, অনেকগুলো মানুষকে আক্রমণ করলো। দোকান কর্মচারীদের আহত করলো, ফায়ার সার্ভিসের লোকগুলোকে আহত করলো। তারা তো জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভাতে যায়। এরা কারা? আর ঠিক ৬টার পরে আগুন লাগছে। এটার ওপর নজরদারিটা বাড়াতে হবো। অন্যান্য মার্কেটগুলোকে সতর্ক থাকতে হবে। সেখানে নজরদারি বাড়াতে হবে। এটা বার বার কেন হচ্ছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রত্যেকটি মার্কেটকে সতর্ক করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের মার্কেটের যে দুরবস্থা! পরপর চারটি ঘটনা আমরা দেখি। এটা কি আদতে দুর্ঘটনা? নাকি এর পেছনে কোনও কারসাজি আছে? কারণ আমরা তো জানি আমাদের কিছু রাজনৈতিক দল ঈদের পরে আন্দোলন করবে। অর্থনীতি পঙ্গু করে দেবে। অর্থনীতি পঙ্গু করে দিয়ে সরকারকে উৎখাত করবে। সরকারকে উৎখাত করবে, কিন্তু সাধারণ মানুষগুলো কী অপরাধ করলো? সাধারণ ব্যবসায়ীদের কী অপরাধ? সাধারণ ক্রেতারা কী অপরাধ করলো যে সেখান থেকে তারা কেনাকাটা করে, সেই জায়গাগুলি পুড়িয়ে দেওয়া। মানুষগুলোকে ক্ষতিগ্রস্ত করা। মানুষগুলো তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সারাবছর তারা আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে এই সময় একটু ব্যবসা করবে। এগুলো মনে হয় সহজে ছেড়ে দেওয়া উচিত নয়। এটার ওপরে আমাদের সবার একটু নজরদারি বাড়াতে হবে। এটা আমি সবাইকে বলবো। দেশবাসীকেও বলবো এ ব্যাপারে সতর্ক থাকার জন্য। সবাইকে নজরদারি বাড়াতে হবে যে এভাবে আগুন দেওয়া, এভাবে ধ্বংস করা। তিনি বলেন, করোনার সময় আমাদের অর্থনীতির যাতে সচল থাকে তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। এমনকি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় যখন সারা বিশ্ব অর্থনৈতিক মন্দা, তখন আমাদের গৃহীত নীতিমালার কারণে অর্থনৈতিক শুধু সচল থাকেনি, আমরা দারিদ্র্য বিমোচন করেছি। এই কয়েকটি বছর প্রতিবছর এক শতাংশ করে দারিদ্র বিমোচন করে আমরা এখন দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। অতি দারিদ্রসীমা আমরা আরও ভালোভাবে কমাতে পেরেছি, মাত্র ৫ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের অর্থনৈতিক মন্দার মধ্যেও আমরা দারিদ্র্য বিমোচনের সক্ষমতা অর্জন করেছি। পাশাপাশি দেশের মানুষ জাতীয় অর্থনৈতিক ব্যবস্থাকে সেই ব্যবস্থা নিয়েছি।
আওয়ামী লীগ সভাপতি বলেন, এখনেই অগ্নিসন্ত্রাস! এক সময় বিএনপি অগ্নিসন্ত্রাস করে প্রায় সাড়ে তিন হাজার গাড়ি, ৮/৯টি লঞ্চ, ৫০০টি স্কুল, ৭০টি সরকারি অফিস, ছয়টি ভূমি অফিস তারা পুড়িয়ে দিয়েছিল। প্রায় তিন হাজার ২০০ মানুষকে পুড়িয়েছে। প্রায় ৫০০ মানুষ মারা গেছে। এখনও সেই পোড়া মানুষগুলো মানবতার জীবনযাপন করছে। কাজেই সেই অগ্নিসন্ত্রাসীরা এখন ভিন্ন পথ ধরল কিনা সেটা আমাদের দেখতে হবে। তিনি বলেন, আগে তারা আমাদের সাধারণ মানুষগুলোকে পুড়িয়েছে। এখন আমাদের অর্থনীতি পঙ্গু করার পথে পা দিচ্ছে কি না এ রহস্য আমাদের বের করতে হবে। নজরদারি বাড়াতে হবে। প্রত্যেকটির মার্কেটের দোকান মালিক সমিতি এবং দোকান মালিকদের বলবো, একটি সময়ে আগুন লাগছে। কাজেই ওই সময় আমাদের পাহারা দিতে হবে। প্রত্যেকটি দোকানে তাদের নিজস্ব লোক রাখা দরকার। সতর্ক থাকা দরকার। আগুন নেভানোর জন্য নিজস্ব ব্যবস্থাপনা যেন থাকে সেটা করতে হবে। একটা ঘটনা ঘটলে দেখার জন্য মানুষের ভিড় এটা কমাতে হবে। এতগুলো লোক চলে আসে সবার যদি এক বালতি করে পানিও নিয়ে আসে তাহলে তো একটু পানি পাওয়া যায়। আগুনটা নেভে। সবাই দেখতে আসে, সেলফি তোলে, ফটো তোলে, এটা কোন ধরনের কথা? যারা আসবে সবার হাতে পানির বালতি দেখতে চাই। তা না হলে ওখানে কেউ কিছু করতে পারবে না। কেউ আসতে পারবে না। এ ব্যাপারে আমাদের সবাইকে ব্যবস্থা নিতে হবে। আর যারা স্থানীয় লোকজন আছে, দোকান মালিক সমিতি, দোকান যারা চালায়, ভাড়াটিয়া দোকানের কর্মচারী সবাইকে নিজস্ব উদ্যোগে যার যার দোকান পাহাড়া দিতে হবে। সরকারের পক্ষ থেকে যা যা করণীয় তা করবো।
ফায়ার সার্ভিস আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী বিজিবি আনসার আমরা সবাইকে নামিয়েছি। আমরা ভলান্টিয়ারও নামিয়েছি। আমাদের কথা হচ্ছে এখানে যারা কাজ করবে তাদের বাধা দিতে পারবে না। আর যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বঙ্গবাজার ইজারা ফায়ার সার্ভিসকে বাধা দিয়েছে, আক্রমণ করা হচ্ছে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হচ্ছে। তাদের শাস্তি দেওয়া হবে। আগামীতে যাতে কেউ এটা না করতে পারে। আর আমি শুধু ঢাকা শহরে নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটি শহরে প্রত্যেকটি এলাকায় আমি সবাইকে সতর্ক করছি। সবাই যেন একটু সতর্ক থাকেন। বিএনপি-জামায়াতের সেই অগ্নি সন্ত্রাস করে যেন পালিয়ে না যায়। সেই অগ্নিসন্ত্রাসের ভিন্নরূপে তারা বিরাজমান কিনা ভিন্নরূপে তারা এটা করছে কিনা সবাইকে সতর্ক থাকতে হবে। খুবই দুঃখজনক ঈদটা সামনে করোনাকালীন সময় সবাই ঠিকমতো ব্যবসা করতে পারেননি। মানুষ বাজার ঘাট করতে পারেনি। এখন মানুষ একটু কেনাকাটা করবে। বেচাকেনা করে সবাই একটু পয়সা কামাই করবে। সেই পথটা বন্ধ করে দেওয়া হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক। যা হোক, আমি এটাই বলবো যে দেশবাসী যেন এ ব্যাপারে সতর্ক থাকেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
৭১'র পরাজিত শক্তি ২৪'র আন্দোলনকে ব্যবহার করে ৭১'র গৌরবকে মুছে ফেলতে চায়: নাছির
সীমান্তে অস্থিতিশলীতাই প্রমান করে ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিলো না : পীর সাহেব চরমোনাই
অবৈধভাবে ভারতে প্রবেশের আগেই চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ঠাকুরপুর থেকে এক নারীকে আটক করেছে বিজিবি
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক
'আমাকে নিয়ম শেখাতে আসবেননা, আপনি সব কিছুতে নিয়ম দেখান'
শতাধিক পণ্যে শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জাতীয় নাগরিক কমিটির
হাটহাজারীতে পুকুর ভরাট করায় ৫০ হাজার টাকা জরিমানা
সংখ্যালঘুদের ওপর বেশির ভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যে : পুলিশ
জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে
আ'লীগ কখনোই গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিল না : গোলাম পরওয়ার
ব্রাহ্মণপাড়ায় যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগে যাত্রীরা
ছাগলনাইয়ায় কোরআন তিলাওয়াত ও ইসলামী আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো গায়ে হলুদ
সড়ক পরিবহনে শৃঙ্খলা আনতে সচেতনতামূলক সভা
শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হলে খেলাধুলার বিকল্প নেই: এডিসি লুৎফুন নাহার
হাইওয়ে পুলিশের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
বাংলাদেশ সিভিল সার্ভিসে বৈষম্য কতটা প্রকট: সাধারণের অবস্থান কোথায়
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ