দুর্ঘটনা নাকি পরিকল্পিত
১৫ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫৮ পিএম
রাজধানী ঢাকায় মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানে একের পর এক অগ্নিকা-ের ঘটনা ঘটছে। তবে এসব আগুনের ধরন, সময়, প্রভৃতি বিশ্লেষণ করে অনেকেই প্রশ্ন করছেন, এসব অগ্নিকা- নিছক দুর্ঘটনা, পরিকল্পিত নাকি নাশকতা? ঘনঘন অগ্নিকা- নিয়ে উদ্বেগ প্রকাশ করে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও এসব ঘটনায় ষড়যন্ত্র, পরিকল্পনা বা নাশকতা আছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। নিউ সুপার মার্কেটে আগুন নিয়ে ইতোমধ্যেই অভিযোগ উঠেছে, একটি ব্রিজ ভাঙ্গাকে কেন্দ্র করে আগুন লাগানো হতে পারে। এছাড়াও সরকারের কয়েকজন মন্ত্রী, আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা নাশকতার শঙ্কা প্রকাশ করে তদন্তের দাবি জানিয়েছেন।
ঈদের আগেই কেন একাধিক মার্কেটে আগুন লাগছে, আগুন নেভানোর সময় ফায়ার সাার্ভিসকে কেন বাধা দেওয়া হচ্ছে ও অগ্নিনির্বাপণকর্মীদের ওপর কেন হামলা হচ্ছে? কেন এ সব নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষমতাসীন দলের নেতা মন্ত্রীরা। গতকাল সকালে নিউ মার্কেট এলাকায় আগুন নিয়ন্ত্রণের ব্রিফিং করতে গিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, আগুনের সূত্রপাত হয়েছে ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনের তৃতীয় তলা থেকে। বিষয়টি নাশকতা কি না, খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের অনুরোধ জানাচ্ছি।
গত ৪ এপ্রিল থেকে ১৫ এপ্রিল। মাঝখানে ব্যবধান মাত্র ১০ দিনের। এরমধ্যে আগুনে পুড়ল বাংলাদেশের কাপড়ের অন্যতম প্রধান দুই মার্কেট। এর বাইরে আরো কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন লাগলেও দুই মার্কেটেই আগুন লাগার সময় মোটামুটি একই। বঙ্গবাজারে আগুন লেগেছিল ভোর ৬টা ১০ মিনিটে, আর নিউ সুপার মার্কেটে আগুন লাগে ভোর ৫টা ৪০ মিনিটে। দুই মার্কেটেই ক্ষতির চিত্রেও মিল রয়েছে। বঙ্গ বাজারে ৫ হাজারের বেশি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর গতকাল আগুন লাগা নিউ সুপার মার্কেটের তিনতলা ভবনে ১২শ’র মতো দোকান রয়েছে। এর অর্ধেকেরও বেশি পুড়ে গেছে। বাকি দোকানগুলোর মালামাল ভিজে গেছে আগুন নির্বাপণকালে।
গতকাল শনিবার ভোরে লাগা আগুনে ঢাকা নিউ সুপার মার্কেটের প্রায় ১ হাজার ৫০০ দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ বলেছেন, সিটি করপোরেশনের লোকেরা রাত ৩টার দিকে ব্রিজ ভাঙ্গার কাজ করছিল, ব্রিজের ওখানে বিদ্যুতের লাইন ছিল; যা তারা খেয়াল করেনি। ওই লাইনের ওপর বুলডোজার চালানোর সময়ই আগুনের সূত্রপাত হয়। পরিকল্পনা ছাড়াই এই ব্রিজ ভাঙার কারণেই এই দশা (অগ্নিকা-) হয়েছে।
নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে ব্যবসায়ী নেতারা বলেছেন, গতকাল শনিবার ভোর চারটায় সিটি করপোরেশনের একদল লোক বিনা নোটিশে নিউ সুপার মার্কেটের পূর্ব পাশের সিঁড়ি ভাঙা শুরু করেন। এর কয়েক মিনিটের মধ্যেই মার্কেটের নিচতলা ও তিনতলায় বিকট শব্দ হয়। তার পরই দ্বিতীয়তলা এবং তৃতীয়তলায় একইসাথে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে ৩০টি ইউনিট আগুন নেভানো শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবি। সকাল ৯টা ১০ মিনিটে যৌথ প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক এ ঘটনার পেছনে নাশকতা রয়েছে কি না তা গোয়েন্দা সংস্থাকে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন। ডিএমটি কমিশনারও বিপণি বিতানগুলোতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর তাগিদ দেন। আগুন নির্বাপণ করতে গিয়ে ১২জন ফায়ার ফাইটারসহ মোট ৩২ জন ধোঁয়ায় আহত হয়েছেন। এদিকে নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনায় আশপাশের এলাকার বেশ কয়েকটি মার্কেটের কয়েক হাজার দোকানপাটে বেচাকেনা বন্ধ রয়েছে। দেখা গেছে, সায়েন্স ল্যাব মোড় থেকে নীলক্ষেত পর্যন্ত সড়কে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। এ কারণে পুরো এলাকায় অধিকাংশ মার্কেটের দোকানপাটই বন্ধ রয়েছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত খোলা হবে না নিউমার্কেটও।
সরেজমিন ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে তারা রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকা-ের জন্য সিটি করপোরেশনকে দায়ী করেন। তাদের অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মার্কেটের সঙ্গে লাগানো ফুট ওভারব্রিজ ভাঙতে গিয়েই এই অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। তবে সিটি করপোরেশনের দাবি, ফুট ওভারব্রিজ ভাঙার সঙ্গে আগুন লাগার কোনো সম্পর্ক নেই।
নিউ সুপার মার্কেটের ব্যবসায়ী মো. ফারুক মুন্সি বলেন, ‘ব্রিজ ভাঙতে যাইয়া শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। মার্কেটের লগে ফুট ওভারব্রিজের সিঁড়িটা ভাঙছে। সিঁড়ি ভাঙতে গিয়া মার্কেটে আগুন লাগাইছে। তিনি আরো বলেন, ‘নিচে কাপড়, উপরে কাপড়, সাইডে কাপড়। ওয়েল্ডিংয়ের আগুন মার্কেটে ঢুইকা আগুন লাইগা গেছে। এটা সিটি করপোরেশনের সম্পূর্ণ দোষ। এরা যদি ব্রিজ ভাঙতে না যাইতো, আমাদের নেতা ফরমান মোল্লার কথা হুনতো, আইজকা মার্কেটে আগুন লাগে না। ব্রিজ ভাঙতে গিয়া এরা মার্কেট জ্বালাই ফেলাইছে। আরেক ব্যবসায়ী বাবুল মুন্সি অভিযোগ করেন, পরিকল্পনা করে এই আগুন লাগানো হয়েছে। বহুতল ভবন করার জন্য এই আগুন লাগানো হয়েছে। নিউ সুপার মার্কেটের লিংকিং পার্কের মালিক রবিন বলেন, ‘ভোররাত সাড়ে ৪টা বাজে ব্রিজ ভাঙছে। ব্রিজটি মার্কেটের আওতায় ছিল। দোকান থেকে কিছুই বের করতে পারিনি, সবশেষ। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র মো. আবু নাসের সাংবাদিকদের বলেন, ‘ব্রিজ ভাঙার কাজ ভোররাত ২টার দিকে শুরু হয় এবং ভোর ৫টার দিকে শেষ হয়। ঘটনাস্থল থেকে ৪০০ ফুট দূরে আগুন লেগেছে’। তিনি আরো বলেন, ‘ব্রিজ ভাঙার কাজে গ্যাস কাটার ব্যবহার করা হয়নি। ডিপিডিসির কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। ব্রিজটির সিঁড়ির একটি অংশ ভাঙার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তাই ব্রিজ ভাঙার সঙ্গে আগুন লাগার সম্পর্ক নেই।
ঢাকার নিউমার্কেট এলাকার ৪ নম্বর গেটের সামনের পথচারী সেতু ব্যবহার করে ঢাকার নিউ সুপার মার্কেটের তৃতীয়তলায় ঢুকতে হয়। আগুনে ক্ষতিগ্রস্ত অন্তত ২০ জন ব্যবসায়ী বললেন, ঝুঁকিপূর্ণ হওয়ায় সিটি করপোরেশনের লোকজন সাত দিন আগে সেতুটি ভাঙার উদ্যোগ নেয়। ঈদের আগে সেতুটি ভাঙতে নিষেধ করেন ব্যবসায়ীরা। কারণ, ঈদের আগে এটি ভেঙে ফেলা হলে ক্রেতাদের অনেকের আসতে সমস্যা হবে। আগুনে চারটি দোকান ক্ষতিগ্রস্ত হওয়া ব্যবসায়ী মাহাবুব শেখ বলেন, ‘আমরা বারবার বলেছি, ঈদের আগে এই ফুটওভার ব্রিজটি যেন ভেঙে না ফেলা হয়। ঈদের আগে কেন এই ফুটওভার ব্রিজটি ভাঙতে হবে।
তবে ব্যবসায়ীদের এমন দাবির কয়েক ঘণ্টা পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক বিবৃতিতে বলেছে, আগুনের সঙ্গে সিটি করপোরেশনের কাজের সম্পর্ক নেই। কারণ হিসেবে তারা বলেছে, নিউ মার্কেট সংলগ্ন একটি পথচারী পারাপার সেতুর সঙ্গে নিউ সুপার মার্কেটের সংযোগ দাফতরিক প্রক্রিয়া অনুসরণ করেই বিচ্ছিন্ন করা হয়েছে। আগুন লাগার আধা ঘণ্টারও আগে তাদের কাজ শেষ হয়।
এদিকে গতকাল সকাল সোয়া ১০টার দিকে নিউ মার্কেটের চার নম্বর ফটকের সামনে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ৩০ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে নির্বাপণে সময় লাগবে। দোকানিদের মালামাল উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘একের পর আগুন লাগছে। এমন কিছু আছে কি না এটি খতিয়ে দেখার জন্য পুলিশকে অনুরোধ করব। আগুন লাগার কারণ এখনো নির্ণয় করা হয়নি, অনুসন্ধানের পর জানা যাবে। তিনি বলেন, তৃতীয় তলার আগুন দ্বিতীয় তলাতেও ছড়িয়ে পড়ে ।
আইএসপিআর বলেছে, আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নিনির্বাপণী সাহায্যকারী দল। ঘটনাস্থলে র্যাবের ঢাকার ব্যাটালিয়নগুলো থেকে ১২টি টহল দল ও সাদাপোশাকে পাঁচটি দল আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে। ১২ প্লাটুন বিজিবি কাজ করে। তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করছে। আশপাশের এলাকার পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
নিউ সুপার মার্কেট মূলত কাপড়ের মার্কেট। এখানে শাড়ি, লেহেঙ্গা, থ্রিপিস, শার্ট-প্যান্ট এবং পাঞ্জাবিসহ নানা ধরনের কাপড় ছিল। এছাড়াও খেলনা এবং আসবাবপত্র সহ নানা ধরনের পণ্য ছিল।
মার্কেটের তৃতীয় তলার ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, গত রাত ২টা পর্যন্ত দোকানে ছিলাম। ভোরে খবর শুনি, আগুন লেগেছে। এসে দেখি মার্কেটের তৃতীয় তলায় আগুন জ্বলছে। বলেন, আগুনে আমার দোকানের সব কিছু পুড়ে গেছে। আমার স্বপ্ন শেষ । নোঙর ফ্যাশন নামে দোকানের মালিক রফিকুল ইসলাম রোকন বলেন, আমার আর কিছুই শেষ হওয়ার বাকি নেই। চোখের সামনে দেখছি আমার সব সম্পদ আগুনের পুড়ে যাচ্ছে। কিছুই করতে পারছি না। মালামাল বের করতে পারছি না। স্ত্রীর গহনা বিক্রি করে টাকা দিয়ে মালামাল উঠিয়েছি। আবু সাঈদ নামে একজন ব্যবসায়ী বলেন, নিউ সুপার মার্কেটে আমাদের চারটি দোকান ছিল। এই চার দোকানের সব মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে। এখন আমরা কী করব? কোথায় যাব, কার কাছে বিচার চাইব?
এদিকে সেখানের ব্যবসায়ীরা জানিয়েছেন, শুক্রবার সরকারি ছুটি থাকায় ঈদের কেনা কাটা চলছিল পুরোদমে। ক্রেতাদের ভীড় থাকায় গভীর রাত পর্যন্ত বেচাকেনা হয়। বেচাকেনা শেষে সাহরির আগে দোকান বন্ধ করে সবাই। নিরাপত্তার জন্য রাতে কোনো ব্যবসায়ীই সঙ্গে করে টাকা পয়সা নিয়ে বাসায় ফেরেননি। সবাই ক্যাশে টাকা রেখেই বের হন। সেসব টাকাও পুড়ে গেছে অনেকের।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানিয়েছেন, আগুন লাগা নিউ সুপার মার্কেটের তিনতলা ভবনে ১২শ’র মতো দোকান রয়েছে। ২৫০টির মতো দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কথা বললেও দুপুর দেড়টা পর্যন্ত পুরোপুরি নির্বাপণ হয়নি। ভবনটি ২০১৬ সালে অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়।
অগ্নিকা-ের ঘটনায় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, দেশের সব মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান রাতে পাহারা দিতে হবে। ব্যবসায়ীদের বলব, তারা যেন নিজেরা পাহারার ব্যবস্থা করেন। আমি নিশ্চিত নিজেরা পাহারার ব্যবস্থা করলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, মার্কেটগুলো যেভাবে তৈরি করা, যার বেশিরভাগই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ফায়ার সার্ভিস অনেকগুলো মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। সবগুলো বিষয় মাথায় রেখে তদন্ত করব। এগুলো নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখা হবে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ও নানাভাবে আহত হয়ে এ পর্যন্ত ৩২ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে ফয়ার সার্ভিসের সদস্য রয়েছেন ৯ জন।
এক যুগের বেশি সময় ধরে ঢাকার নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকানে কর্মচারী হিসেবে কাজ করেছেন মো. রাব্বি ও মো. পলাশ নামের দুই বন্ধু। তাদের স্বপ্ন ছিল, একদিন নিউমার্কেট এলাকায় দোকানের মালিক হবেন। মাত্র চারমাস আগে আলহামদুলিল্লাহ গার্মেন্টস নাম দিয়ে একটি দোকান ভাড়া নেন রাব্বি ও পলাশ। গতকাল দিবাগত রাত চারটার সময় দোকান বন্ধ করে বাসায় যান দুই বন্ধু। সাহরি শেষে ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আগুনের খবর শোনেন। আগুনে নিজেদের হাতে গড়া দোকান পুড়তে দেখে কান্নায় ভেঙে পড়েন দুই বন্ধু।
আগুন নির্বাপনের মধ্যেই নিচতলার দোকানিরা মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেন। ওই মার্কেটের দ্বিতীয় তলায় সময়ের ব্যবধানে আগুন ছড়ায়। দুই তলায় যাদের দোকান আছে, তারা ঝুঁকি নিয়ে দোকানের ভেতর ঢুকে মালামাল সরিয়ে নিচ্ছেন। দোকান থেকে মালামাল বের করে আনতে সব ধরনের সহযোগিতা করছেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের সদস্যদের ক্রেন ব্যবহার করে দ্বিতীয় ও তৃতীয়তলা থেকে মালামাল বের করে আনতে ব্যবসায়ীদের সহযোগিতা করা হচ্ছে পৌনে ১২টার দিকেও মার্কেটের তৃতীয় তলা থেকে আগুনের ধোঁয়ার কু-লী বের হতে দেখা গেছে। পুরো নিউমার্কেটে এলাকার সব দোকান বন্ধ রয়েছে। তবে সব দোকানের সামনে অবস্থান করছেন উদ্বিগ্ন ব্যবসায়ীরা। নিউ সুপার মার্কেট সংলগ্ন দক্ষিণের নিউমার্কেটের অনেক দোকান থেকে মালামাল সরিয়ে নিতে দেখা গেছে।
নিউ সুপার মার্কেটে আগুন লাগার পর সকাল থেকে পাশ্ববর্তী চাঁদনী চক, গাউছিয়া, হকার্স মার্কেটসহ অনেক মার্কেটই বন্ধ। নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত না হবে অর্থাৎ স¤পূর্ণভাবে আগুন না নিভবে ততক্ষণ পর্যন্ত মার্কেট খোলা হবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিউমার্কেট বন্ধের ঘোষণা বলবৎ থাকবে।
আগুন লাগা মার্কেটের বিপরীতপাশে খোলা হয় পুলিশ কন্ট্রোল রুম। আগুন লাগার পরপরই ডিএমপি কন্ট্রোল রুম থেকে পাঠানো হয় একঝাঁক তরুণ কনস্টেবল। ভয়াবহ এ আগুন উপেক্ষা করে সিঁড়ি বেয়ে মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলায় উঠে যান পুলিশ কনস্টেবলরা। তারা নিজেরাই ব্যবসায়ীদের মামামাল মাথায় করে নামিয়েছে। নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে ঢাকা কলেজের পুকুর বড় ভূমিকা রেখেছে। এই পুকুর থেকে পানির জোগান পাওয়া না গেলে আগুন নিয়ন্ত্রণে আনা আরও কঠিন হতো বলে মনে করছে ফায়ার সার্ভিস।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
৭১'র পরাজিত শক্তি ২৪'র আন্দোলনকে ব্যবহার করে ৭১'র গৌরবকে মুছে ফেলতে চায়: নাছির
সীমান্তে অস্থিতিশলীতাই প্রমান করে ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিলো না : পীর সাহেব চরমোনাই
অবৈধভাবে ভারতে প্রবেশের আগেই চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ঠাকুরপুর থেকে এক নারীকে আটক করেছে বিজিবি
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক
'আমাকে নিয়ম শেখাতে আসবেননা, আপনি সব কিছুতে নিয়ম দেখান'
শতাধিক পণ্যে শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জাতীয় নাগরিক কমিটির
হাটহাজারীতে পুকুর ভরাট করায় ৫০ হাজার টাকা জরিমানা
সংখ্যালঘুদের ওপর বেশির ভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যে : পুলিশ
জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে
আ'লীগ কখনোই গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিল না : গোলাম পরওয়ার
ব্রাহ্মণপাড়ায় যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগে যাত্রীরা
ছাগলনাইয়ায় কোরআন তিলাওয়াত ও ইসলামী আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো গায়ে হলুদ
সড়ক পরিবহনে শৃঙ্খলা আনতে সচেতনতামূলক সভা
শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হলে খেলাধুলার বিকল্প নেই: এডিসি লুৎফুন নাহার
হাইওয়ে পুলিশের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
বাংলাদেশ সিভিল সার্ভিসে বৈষম্য কতটা প্রকট: সাধারণের অবস্থান কোথায়
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ