ভয়-ডরহীন বিএনপি
০৯ জুন ২০২৩, ১১:৫১ পিএম | আপডেট: ১০ জুন ২০২৩, ১২:০২ এএম
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বচানের দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত দলটির নেতাকর্মীরা। এজন্য ইতোমধ্যে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক, দিকনির্দেশনা দিয়েছেন দায়িত্বে থাকা সর্বোচ্চ নেতা তারেক রহমান। আন্দোলনের কৌশল নির্ধারণে বৈঠক করেছেন রাজপথে থাকা বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে। সহসাই ঘোষণা হতে পারে যুগপৎ আন্দোলনের চূড়ান্ত রূপরেখাও। তবে বিগত দিনের মতো এবারও আন্দোলন নস্যাৎ করতে সরকার নানা কূটকৌশল গ্রহণ করতে পারে বলে ধারনা বিএনপির নীতিনির্ধারণী নেতাদের। তারা বলেন, বিগত দিনে কখনো মিথ্যা-গায়েবি মামলা, হামলা, গ্রেফতার, কখনো বা অপপ্রচার, প্রপাগা-া করে বিএনপির আন্দোলনকে বাধাগ্রস্ত করেছে আওয়ামী লীগ। নেতাকর্মীদের মধ্যে ভয়-ভীতি ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। তবে এবার নেতাকর্মীরা অনেকটা ভয়-ডরহীন। এখন হামলা, মামলা, জেল-জুলুম কোনকিছুকেই পরোয়া করছেন না তারা। ফলে এই সরকারের ক্ষমতায় টিকে থাকা আর কোনভাবে সম্ভব হবে না। আন্দোলনের মাধ্যমে খুব শিগগিরই তাদের পতন হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি নেতাকর্মীদের ভয়-ডর দেখিয়ে কোন লাভ নেই, আমাদের নেতাকর্মীরা এখন মামলা, হামলা, গ্রেফতার কোনকিছুকেই ভয় পায় না। তিনি বলেন, আন্দোলন শুরু হলেই সরকার প্রতিবারই আন্দোলন দমন ও নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে নতুন নতুন কৌশল গ্রহণ করে। কিন্তু এবার এসব কৌশলে কোন কাজ হবে না।
গয়েশ্বর বলেন, বিএনপির ওয়ার্ড পর্যায়েও এখন বিকল্প নেতৃত্ব তৈরি হয়ে গেছে। একজনকে গ্রেফতার করবে আরেকজন নেতৃত্ব দেবে। মিছিলের সর্বশেষে থাকা ব্যক্তিও এখন আন্দোলনে নেতৃত্ব দিতে পারবে। তাই এবার সরকার কোনভাবেই পার পাবে না।
বর্তমান সরকারের প্রথম মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পর থেকেই তা পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি। এজন্য ২০১৪ সালের নির্বাচন বর্জনও করে দেশের অন্যতম জনপ্রিয় এই দলটি। কিন্তু সরকার সেই নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সরকার গঠন করে। সে সময় সরকার পতনে সারাদেশে ব্যাপক আন্দোলন গড়ে তুলে দলটির নেতাকর্মীরা। কিন্তু সেবার বিএনপি আগুন সন্ত্রাস করছে, মানুষ পুড়িয়ে মারছে এমন প্রচারণায় আন্দোলন ব্যর্থ হয়ে যায়। একইভাবে ২০১৮ নির্বাচনের সময় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গণহারে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে নির্বাচন পর্যন্ত সারাদেশে ব্যাপক ভয়-ভীতি সৃষ্টি করা হয় বলে মনে করেন দলটির নেতারা। তারা বলেন, প্রতিবারই সরকার নতুন নতুন কৌশল গ্রহণ করে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকী মাত্র ৬ মাস। কিন্তু এই নির্বাচন নিয়ে প্রধান দুই দলের বিপরীতমুখী অবস্থানের কারণে অস্থিরতা তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গণে। আওয়ামী লীগ চায় সরকারের অধীনে নির্বাচন হবে, আর বিএনপির দাবি নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার। দাবি আদায়ে সারাদেশে ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে বিএনপি। যেগুলোতে বাড়ছে মানুষের অংশগ্রহণ। অন্যদিকে বিএনপির সঙ্গে তালি মিলিয়ে কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগও।
জানা যায়, চলমান এই আন্দোলনে গতবছর আগস্ট থেকে নতুন মাত্রা যুক্ত হয়েছে। দলটির কর্মসূচিতে এখন দলের নেতাকর্মীরা ছাড়াও যুক্ত হচ্ছে সাধারণ মানুষ। আর গতমাসে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত ভিসা নীতির পর থেকে আরো উজ্জীবিত নেতাকর্মীরা। চলমান এই আন্দোলনকে এখন চূড়ান্ত পর্যায়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। আন্দোলনের মাধ্যমেই শিগগিরই সরকার পদত্যাগের বাধ্য হবে বলে মনে করছে বিএনপি। তবে আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার কখনো হামলা, মিথ্যা ও গায়েবি মামলা, কখনো বা গ্রেফতার, অপপ্রচার, প্রপাগা-সহ নানা কৌশল গ্রহণ করে তৃণমূল নেতাকর্মীদের মনোবল দুর্বল করতে। এবারও ভিন্ন কোন কৌশল গ্রহণ করতে পারে বলে ধারণা করছেন বিএনপির নীতিনির্ধারণী নেতারা। সেটি মাথায় রেখেই আন্দোলনের কৌশল সাজাচ্ছেন তারা।
বিএনপি নেতাকর্মীরা বলেন, সরকারের পতন এখন সময়ের ব্যাপার। কারণ এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। অর্থনীতির ভঙ্গুর অবস্থা, ডলারের সঙ্কট, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, লোডশেডিংসহ নানা কারণে সরকারের প্রতি সাধারণ মানুষ ক্ষুব্ধ। বিএনপির সাম্প্রতিক কর্মসূচিগুলোই এর প্রমাণ। বিশেষ করে গত আগস্ট থেকে সরকার পতনের ধারাবাহিক যে কর্মসূচি বিএনপি পালন করছে সেগুলো নেতাকর্মী ছাড়াও দলে দলে সাধারণ মানুষ যুক্ত হচ্ছে। একটি সমাবেশ পরিণত হচ্ছে মহাসমাবেশে। তাই এবার আর কোন কৌশলেই কাজ হবে না। নেতাকর্মীরা এখন হামলা, মামলা, গ্রেফতার প্রুফ হয়ে গেছেন। তাদের হারানোর কিছু নেই। পিছু হটারও সুযোগ নেই। এখন বিএনপি নেতাকর্মীদের টিকে থাকা, বেঁচে থাকা, অস্তিত্বের প্রশ্ন। এই অবস্থায় জীবন বাজি রেখে লড়াই করাতে প্রতিজ্ঞাবদ্ধ সকলেই।
পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, নেতাকর্মীরা আন্দোলনের জন্য প্রস্তুত। আপনারা দেখেছেন যখন যে কর্মসূচি ঘোষণা করেছে তা জীবন বাজী রেখে তা সফল করেছে। আগামী দিনেও যেসব কর্মসূচি আছে তা তারা সফল করবে। তিনি বলেন, বিগত ১৫ বছর ধরে নেতাকর্মীরা নির্যাতিত-নিপীড়িত, হামলা, মামলায় জর্জরিত। অনেকে ঘর-বাড়িতে থাকতে পারে না। ফলে তাদের কাছে এই সরকারকে বিদায় জানানো ছাড়া বিকল্প কিছু নেই।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, আমাদের নেতাকর্মীরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত। যে কোন পরিস্থিতি তৈরি হোক তারা তৈরি আছে। যে কোন মূল্যে আন্দোলন সফল করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি বলেন, আমাদের হারানোর কিছু নেই। আমরা এবার পিছু হটবো না। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই চূড়ান্ত আন্দোলনের ডাক দিবেন। সেই ডাকের অপেক্ষায় সারাদেশের কোটি কোটি মানুষ। ডাক আসা মাত্রই সকলে সরকার পতন আন্দোলনে ঝাপিয়ে পড়বে।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আন্দোলন শুরু হলেই সরকার একটা ভীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা করে। কিন্তু এবারের পরিবেশ-পরিস্থিতি ভিন্ন। গত ১৫-১৬ বছর ধরে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে, গ্রেফতার করে তাদেরকে মামলা, গ্রেফতার প্রুফ বানিয়ে দেয়া হয়েছে। তাই তারা আর এসব কিছুকে ভয় পায় না।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নেতাকর্মীদের মনোবল এখন প্রচ- চাঙ্গা। সারাদেশে নেতাকর্মীদের দমন-পীড়ন, দেড় লাখ মামলা, ৫০ লাখ নেতাকর্মীকে আসামী, হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেও কিছু কি করতে পেরেছে? যতই দমন-পীড়ন চালিয়েছে নেতাকর্মীরা ততই চাঙ্গা হয়েছে, মানসিকভাবে শক্ত হয়েছে।
সাম্প্রতিক ঘটনায় যারা জড়িত তাদের তথ্য নানাভাবে সংগৃহিত হচ্ছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, গত বৃহস্পতিবার পাবনায় যে ওসি ও আওয়ামী লীগ-যুবলীগের নেতার নেতৃত্বে, তত্ত্বাবধানে হামলা হয়েছে সেই তথ্যগুলো আমরা পেয়েছি, ফেনীর ঘটনায়ও অনেক তথ্য আমাদের কাছে এসেছে। নানা জায়গায়ও নেতাকর্মীরা পাঠিছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার যেভাবে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকে সম্পূর্ণভাবে তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফলাফলটাকে তাদের পক্ষে নিয়েছিলো ঠিকই কায়দায় আজকে এখন থেকে বিরোধী দলকে সম্পূর্ণভাবে মাঠ থেকে সরিয়ে দেয়ার জন্য কাজ করছে। এবার তারা অনেক আগে থেকে শুরু করেছে যে, মামলা-মোকাদ্দমা, সন্ত্রাস-ত্রাস, বিভিন্ন আইনের মধ্য দিয়ে মিথ্যা মামলা ও গায়েবী মামলা করে আবারো নেতা-কর্মীদেরকে মাঠ থেকে পুরোপুরিভাবে সরিয়ে দেয়ার সেই কাজটি তারা শুরু করে দিয়েছে।
তিনি বলেন, তাদের (সরকার) নীলকশার লক্ষ্য হচ্ছে- একটা নীলনকশার নির্বাচন করা। বিরোধী দলকে পুরো মাঠ থেকে বের করে দেয়া এবং এরপর সেই নীলনকশার নির্বাচন করে আবার ক্ষমতায় আসা-এটাই হচ্ছে মূল লক্ষ্য।
এবার কি পারবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, একেবারেই পারবে না। কারণ এবার জনগণ ইতোমধ্যে রাস্তায় নেমেছে, জনগণ আন্দোলন শুরু করেছে। ইতোমধ্যে আমাদের ১৭ জন মানুষ এই আন্দোলনে রাজপথে প্রাণ হারিয়েছে, আমাদের অসংখ্য নেতা-কর্মী গ্রেফতার হয়েছে।
তিনি বলেন, আন্দোলন চলমান আছে, এই আন্দোলন চলছে। এই আন্দোলন আরো বেগবান হবে, আরো তীব্র হবে। এই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার বাধ্য হবে জনগণের দাবি মেনে নিতে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারকে গতিশীল করতে হবে- উপদেষ্টা শারমীন
এইচএমপিভি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা
পাংশায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
শফিক রেহমান-রহমান মুরুব্বী এক্সপোজড
রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
মেহেরপুর জেলা বিএনপির নেতাদের বাগোয়ান বাসীর সংবর্ধনা
জনগণের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন
কৃষির সাথে যেমন কৃষকের সম্পর্ক তেমনি দেশের জনগনের সাথে বিএনপির সম্পর্ক : শামীম তালুকদার
৪২ চার ও ১৬ ছক্কায় অপরাজিত ৩৪৬!
কুমারখালীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
দেশের ৬০ ভাগ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত থাকলেও কৃষকের স্বার্থে কোনো সংগঠন গড়ে ওঠেনি'
নিজের বিয়ে নিয়ে কি বললেন পড়শী
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী গ্রেফতার
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো
৪২ মিনিটেই নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো
ফেব্রুয়ারিতে পার্স-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান
মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
কসাই থেকে নদীখেকো জাফর
পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার
ফ্যাসিবাদের চোখ রাঙানি উপেক্ষা করে সক্রিয় ছিল ইবি ছাত্রদল