মানবপাচারে আন্তর্জাতিক সিন্ডিকেট
১০ জুন ২০২৩, ১১:০১ পিএম | আপডেট: ১১ জুন ২০২৩, ১২:০০ এএম
বাংলাদেশকে ঘিরে মানবপাচারের দেশীয় ও আন্তর্জাতিক সিন্ডিকেট গড়ে উঠেছে। মানবপাচার প্রতিরোধের প্রধান কাজ হিসেবে বেকারত্ব হ্রাসের প্রতি গুরুত্ব দেয়া জরুরি। যেসব দেশে মানবপাচারের হার বেশি, সেসব দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে মানবপাচার রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে এসব কথা উল্লেখ করা হয়েছে।
ওই প্রতিবেদনে আরো বলা হয়। দেশে বিচারাধীন মানবপাচারের মামলার সংখ্যা দুই হাজার ৭২৯। তদন্তাধীন রয়েছে ৫১৭টি মামলা। সব মিলিয়ে মামলা পেন্ডিং রয়েছে তিন হাজার ২৪৬টি। এসব মামলায় মোট আসামি করা হয়েছে ৩১ হাজার ৫২৩ জনকে। তাদের মধ্যে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৪ হাজার ৫৪১ জনকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মানবপাচারের অভিযোগে ২০২৩ সালের জানুয়ারি মাসে ৬২টি, ফেব্রুয়ারি মাসে ৬১টি এবং মার্চ মাসে ৭৭টি মামলা দায়ের হয় দেশের বিভিন্ন থানায়। এর মধ্যে জানুয়ারি মাসে ৪৪টি মামলা, ফেব্রুয়ারি মাসে ৩৪টি এবং মার্চ মাসে ৩৯টি মামলার নিষ্পত্তি হয়। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তিন মাসে ৩৯টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। অভিযোগপত্র দেওয়া হয় ৭৮টি মামলার।
ইউএনওডিসির মানবপাচার নিয়ে এক প্রতিবেদনে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলার ৫১ শতাংশ মানুষ জীবিকার তাগিদে পাচারকারীদের ফাঁদে পা দেয়। এর মধ্যে মানিকগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, ঝিনাইদহ, নড়াইল, সিলেট, নওগাঁ, মাগুরা, যশোর, খুলনা, নরসিংদী, মাদারীপুর, কক্সবাজার, ঢাকা, নেত্রকোনায় মানবপাচারকারী চক্রের তৎপরতা বেশি। চক্রের খপ্পরে পড়ে বিদেশ গিয়ে শেষে সর্বস্বান্ত হয়ে কেউ ফিরে আসে, কেউ নির্যাতন ভোগ করতে থাকে। বাংলাদেশ থেকে পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বেশি মানবপাচার হয় বলে জানানো হয় প্রতিবেদনে।
মানবপাচার মামলা তদন্ত করছেন এমন কর্মকর্তারা বলছেন, জনশক্তি রফতানির কোনও লাইসেন্স না থাকার পরও লোকজনকে কথার ফাঁদে ফেলে মানবপাচারে সক্রিয় রয়েছে চক্রগুলো। উচ্চ বেতনে চাকরি, বছরে বোনাস, ভালোভাবে থাকা-খাওয়ার ব্যবস্থা এসবের প্রলোভন দেখিয়ে বেকার যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এসব চক্র। তাদের ফাঁদে পড়ে যারা বিভিন্ন দেশে যাচ্ছেন, সেখানে গিয়ে শারীরিক-মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন।
একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে দেশে থাকা পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে নিচ্ছে। এসব চক্রের সদস্যরা এতটাই শক্তিশালী যে তাদের বিষয়ে ভুক্তভোগীরাও কোনও অভিযোগ করতে চান না। এতে মানবপাচারের মামলার তদন্ত করতে গিয়ে তদন্তকারী সংস্থাকে বেশ ঝামেলায় পড়তে হয়। যারা বিদেশ থেকে ফিরে আসেন, তাদের ভয়ভীতি দেখানো হয়। এ জন্য তারাও মুখ খুলতে চান না।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করে পুলিশ সদর দফতরে স্থাপন করা মনিটরিং সেল আরও কার্যকর রাখতে হবে। স্থল ও বিমানবন্দরগুলোয় বিশেষ তল্লাশির ব্যবস্থা রাখতে হবে। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারি বাড়ালে অনেক ক্ষেত্রেই মানবপাচারের মতো ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে। এ ধরনের মানবপাচারের সঙ্গে জড়িত চক্রের সদস্যদের আইনের আওতায় আনার পর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এতে অনেকেই এ ধরনের অপরাধ থেকে দূরে থাকবে। মানবপাচার রোধে শুধু বক্তৃতা, বিবৃতি ও গবেষণা যথেষ্ট নয় বলে জানান তারা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল চালক নিহত
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুষ্টিয়ার আলফা মোড়ে সিএনজি স্ট্যান্ড’ নাম দিয়ে চাঁদাবাজি
জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা : বহিস্কার হলেন শাবির ২৯ শিক্ষার্থী
জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ১৬ দিন
সাতক্ষীরা সীমান্তে ধান চাষে বিএসএফের বাধা, পতাকা বৈঠক অনুষ্ঠিত
পিলখানা হত্যাকাণ্ডের নায়কদের শাস্তি ও ৩ দফা দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন
ইরানের নতুন আত্মঘাতী ড্রোনে আতঙ্কে ইসরাইল!
চাকুরিচ্যুত বিডিআরদের চাকুরিতে পুনর্বহালের দাবি ডিসিকে স্মারক লিপি
গোপালগঞ্জে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন
পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক কমিটিকে “আমরা -৮৪”-বন্ধুদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ
কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবকদল সভাপতির বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগ
সরকারী ট্রেনের শিডিউল বিপর্যয়ের সুবিধা নিচ্ছে বেসরকারি ট্রেন কোম্পানি
একযুগ পর জাপান প্রবাসী দূলাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলো এলাকাবাসী
কিশোরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি নিহত আহত ৫
নতুন করে ভ্যাট আরোপ হবে সরকারের নির্দয় সিদ্ধান্ত : জিএম কাদের
সিকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নবীন বরণ সম্পন্ন
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন