চাপে রাজস্ব আহরণ
১১ জুন ২০২৩, ১১:২৯ পিএম | আপডেট: ১২ জুন ২০২৩, ১২:০০ এএম
চাপে পড়েছে দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব আহরণ। লক্ষ্যমাত্রার চেয়ে এখনো ১১ হাজার ২৬০ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। তবে গতকাল রোববার পর্যন্ত প্রতিষ্ঠানটি ৫৮ হাজার ২৬০.৮৬ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। গত বছরের একই সময়ে রাজস্ব আদায় হয় ৫৪ হাজার ৭৮৬.৭৪ কোটি টাকা। আগের বছরের তুলনায় চলতি বছরের একই সময়ে তিন হাজার ৪৭৪.১২ কোটি টাকা বেশি রাজস্ব আহরণ করা হয়েছে। প্রবৃদ্ধির হার ৬.৩৪ শতাংশ। লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে থাকলেও বৈশি^ক অর্থনৈতিক মন্দায় প্রায় সাড়ে ছয় শতাংশ প্রবৃদ্ধি অর্জন করায় কিছুটা স্বস্তিতে কাস্টম হাউসের কর্মকর্তারা।
২০২২Ñ২০২৩ অর্থ বছরের চলতি মাসে ছয় হাজার ৮৪০ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা রয়েছে। মাসের প্রথম আট দিনে আদায় হয়েছে এক হাজার ৬৩০ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রা দুই হাজার ১৫৭ কোটি টাকার চেয়ে ৫২৭ কোটি টাকা কম। এ নেতিবাচক ধারা অব্যাহত থাকলে চলতি অর্থ বছর শেষে রাজস্ব আহরণের ঘাটতি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরভিত্তিক রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান কাস্টম হাউসের চলতি অর্থ বছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ২০৬ কোটি টাকা। গত অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল ৫৯ হাজার ১৫৯ কোটি টাকা। আগের বছর লক্ষ্যমাত্রা ছিল ৬৪ হাজার ৭৫ কোটি টাকা।
মূলত দেশের প্রধান সমুদ্র বন্দরকেন্দ্রিক আমদানি চালানের ওপর রাজস্ব আহরণ করে চট্টগ্রাম কাস্টম হাউস। দেশের মোট আমদানি-রফতানির ৯২ শতাংশ হয়ে থাকে চট্টগ্রাম বন্দর দিয়ে। জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর খাতের সবচেয়ে বেশি রাজস্ব যোগান দানকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউস। ফলে এ কাস্টম হাউসের রাজস্ব আহরণের ওপর এনবিআরের রাজস্ব আয় প্রভাব ফেলে। রাজস্ব আয় কম হলে সরকারের ব্যয় নির্বাহে ব্যাংক ঋণের পরিমাণ বেড়ে যায়। ব্যাংক থেকে সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণের ফলে বেসরকারি খাতে এর নেতিবাচক প্রভাব পড়ে। ব্যাহত হয় উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান।
কাস্টম হাউসের কর্মকর্তারা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ও বৈশি^ক অর্থনীতির মন্দার কারণে রাজস্ব আদায় কিছুটা চাপের মুখে রয়েছে। চলতি অর্থ বছরের শুরুতে সরকার ডলার সাশ্রয়ে বিলাসী পণ্যের আমদানি অনুৎসাহিত করে। বিলাসী এবং নিত্যপ্রয়োজনীয় নয় এমন পণ্যের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করা হয়। এতে আমদানি কিছুটা কমে যায়। আবার ডলার সঙ্কটের কারণেও আমদানি কম হয়েছে। এর সার্বিক প্রভাব পড়েছে রাজস্ব আহরণে। এরপরও গত বছরের চেয়ে রাজস্ব আহরণ বেশি হয়েছে।
কাস্টম হাউসের পরিসংখ্যান বলছে, ডলার সঙ্কটের কারণে এলসি খুলতে না পারায় সার্বিকভাবে আমদানি কমে গেছে। গেল এপ্রিলে আগের অর্থ বছরের এপ্রিলের তুলনায় আমদানি পণ্যের ভলিয়ম ১৮ শতাংশ, বন্ড পণ্য আমদানি ১৭ শতাংশ, বিল অব এন্ট্রি কমেছে ১৮ শতাংশ। গাড়ি, স্ক্র্যাপ জাহাজ, ক্লিংকার, চিনি, ভোজ্যতেল, জ্বালানি তেল, ইত্যাদি পণ্য আমদানি ক্ষেত্রে বেশি রাজস্ব আদায়ের ২০টি পণ্যের তালিকায় গেল এপ্রিলে এক হাজার ১৯ কোটি টাকা রাজস্ব কম আদায় হয়েছে। কারণ এ খাতে পণ্য আমদানি কমে গেছে। ডলার সঙ্কটের কারণে উচ্চবিলাসী পণ্যের পাশাপাশি জ্বালানি খাতের পণ্য আমদানিও কমে গেছে। রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়ার আরও একটি কারণ হল- জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে পেট্রোবাংলার বিপুল রাজস্ব বকেয়া রয়েছে। এসব রাজস্ব আদায় হলে প্রবৃদ্ধি আরও বাড়বে বলে জানান কাস্টম হাউসের কর্মকর্তারা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
আমার খাবার কি ফর্টিফায়েড?
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
নির্বাচনে কারা যোগ্য, সে সিদ্ধান্ত নেবে ইসি: বদিউল আলম মজুমদার
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
রেমিট্যান্সে সুবাতাস: ডিসেম্বরের ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার
প্রশাসন ক্যাডারের ‘ইয়াং অফিসার্স’ ফোরামের সভাপতি শুভ, সাধারণ সম্পাদক জয়
ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ’র উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’
তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ
রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ হতে দেয়া যাবে না
বিপিএল মিউজিক ফেস্ট: যান চলাচলে যে নির্দেশনা ডিএমপির
গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের একটি বাটন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
সোনারগাঁওয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
আনজার গ্রুপের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠকদের সংবর্ধনা
মির্জাপুরে রাস্তায় বাঁশের বেড়া দেয়ায় জনদুর্ভোগ এলাকাবাসির মানববন্ধন
মেধা বৃত্তির ফলাফল ঘোষণা করলো উষা