কক্সবাজারে ৩য় এলএনজি টার্মিনাল
১৪ জুন ২০২৩, ১১:১৯ পিএম | আপডেট: ১৪ জুন ২০২৩, ১১:১৯ পিএম
কক্সবাজারের মহেশখালীতে ৬০০ এমএমসিএফ ক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন করবে সামিট অয়েল অ্যান্ড শিপিং গ্রæপ। গতকাল অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ সংক্রান্ত একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে। অন্যদিকে বিদ্যুৎ ও শিল্পখাতে গ্যাস সরবরাহের জন্য এক কার্গো এলএনজি আমদানি এবং দেশের ১৪ হাজার ২০০ কমিউনিটি ক্লিনিকের জন্য ওষুধ ক্রয়ের পৃথক দু’টি প্রস্তাবসহ ১২ ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে এক হাজার ৬২৯ কোটি ৯৯ লাখ টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেয়া হয়।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
তিনি বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কক্সবাজারের মহেশখালীতে দৈনিক ৬০০ এমএমসিএফ ক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। তিনি বলেন, দেশের বিদ্যমান ও ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটানোর লক্ষ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের জন্য অধিক পরিমাণ এলএনজি আমদানির সুবিধার্থে কক্সবাজারের মহেশখালীতে আরও ১টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিদ্যুৎ ও জ্বালানির দ্রæত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন, ২০২১ এর আওতায় কক্সবাজারের মহেশখালীতে দৈনিক ৬০০ এমএমসিএফ ক্ষমতাসম্পন্ন ৩য় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য সামিট অয়েল অ্যান্ড শিপিং কো. লি. একটি প্রস্তাব দাখিল করে। প্রস্তাবটি সভায় গ্রহণযোগ্য বিবেচিত হয়। দেশে বর্তমানে দুটি এলএনজি টার্মিনাল রয়েছে। মহেশখালীতে প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার এ দুটি টার্মিনাল নির্মাণ করে ইউএসএ-এর এক্সেলরেট এনার্জি এবং সামিট গ্রæপ। এর মধ্যে মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে ২০১৬ সালের ১৮ জুলাই পেট্রোবাংলার সঙ্গে চুক্তি করে এক্সিলারেট এনার্জি। নির্মাণ শেষে ২০১৮ সালের ১৯ আগস্ট গ্যাস সরবরাহ শুরু করে কোম্পানিটি। ১৫ বছর মেয়াদি এ টার্মিনাল দিয়ে গ্যাস সরবরাহের চুক্তি রয়েছে ২০৩২ সাল পর্যন্ত। তবে এরই মধ্যে এ টার্মিনাল চুক্তির মেয়াদ ২০৩৮ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।
একই প্রযুক্তি মেনে মহেশখালীতে ভাসমান স্থানীয় জ্বালানি খাতের কোম্পানি সামিট গ্রæপ এলএনজি টার্মিনাল নির্মাণে ২০১৭ সালের ২০ এপ্রিল মাসে চুক্তি করে। এরপর ২০১৯ সালের ৩০ এপ্রিল মাসে গ্যাস সরবরাহ শুরু করে কোম্পানিটি। এ টার্মিনালের মেয়াদ রয়েছে ২০৩৩ সাল পর্যন্ত। কক্সবাজারের মহেশখালী উপক‚লে স্থাপিত এ দুটি ভাসমান এলএনজি টার্মিনালের সরবরাহ সক্ষমতা মোট ১ হাজার (৫০০+৫০০) এমএমসিএফডি।
এছাড়াও সভায় ২০২৩-২০২৪ অর্থবছরে জিটুজি চুক্তির আওতায় সংযুক্ত আর আমিরাত থেকে ৩ লাখ ৯০ হাজার মেট্টিক টন ইউরিয়া সার, কাতার থেকে ৪ লাখ ৮০ হাজার মেট্টিক টন ইউরিয়া সার, সউদী আরব থেকে ৫ লাখ ১০ হাজার মেট্টিক টন ইউরিয়া সার আমদানির তিনটি প্রস্তাবে নীতিগত অনুমোদন।
অতিরিক্ত সচিব জানান, দেশের ১৪ হাজার ২০০টি কমিউনিটি ক্লিনিকের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ওষুধ ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি। ১৪ হাজার ২০০টি কমিনিউটি ক্লিনিকের জন্য ২৭ প্রকার ওষুধ পিপিআর ২০০৮ অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ক্রয়ের নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।
সাঈদ মাহবুব বলেন, কর্ণফফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ১৯তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। কাফকোর সঙ্গে চুক্তি অনুযায়ী সারের মূল্য নির্ধারণ করে ১৯তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয় করা হবে। প্রতি মেট্রিক টন ৩১৯ দশমিক ৮৭৫ ডলার হিসেবে এই সার কিনতে ব্যয় হবে ৯৫ লাখ ৯৬ হাজার ২৫০ মার্কিন ডলার। সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় যা ১০৪ কোটি ৪৩ লাখ ৫৯ হাজার ৮৮৭ টাকা।
তিনি বলেন, রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে ১২ম লটে ৩০ হাজার মেট্রিক টন (১০ শতাংশ+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার (অপশনাল) আমদানির অপর একটি প্রস্তাবেও অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ৯৪ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৬১৭ টাকা।
সভায় রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার থেকে ১৭তম লটে ৩০ হাজার মেট্রিক টন (১০ শতাংশ+) ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব। চুক্তি অনুযায়ী প্রতি মে. টন ৩০০ দশমিক ৩৩ মার্কিন ডলার হিসেবে ৩০ হাজার মে. টন ইউরিয়া সার ক্রয়ে ব্যয় হবে ৯০ লাখ ৯ হাজার ৯০০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ৯৮ কোটি ৫ লাখ ৪৭ হাজার ৪১৭ টাকা।
তিনি বলেন, চট্রগ্রামের আগ্রাবাদ সিজিএ কলোনিতে ৬৫০ বর্গফুটের ২টি ২০তলা আবাসিক ভবন এবং ৮৫০ ব. ফুটের ১টি ২০ তলা আবাসিক ভবন (২২৮ ফ্ল্যাট) নির্মাণের ভেরিয়েশন প্রস্তাবেঅনুমোদন দিয়েছে কমিটি। নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে ভবন তিনটি নির্মানে ১১০ কোটি ৮৩ লা ২৩ হাজার ৩৯৫ টাকায় চুক্তি হয়। কিন্তু চুক্তির বাইরে অতিরিক্ত কাজ হওয়ায় ব্যয়ও বেড়েছে। ফলে ভেরিয়েশন বাবদ ৮ কোটি ৪ লাখ ৭৫ হাজার ২৮৭ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।
এছাড়াও চট্রগ্রামের আগ্রাবাদ সিজিএ কলোনিতে ৮৫০ বর্গফুটের ৩টি ২০তলা আবাসিক ভবন (২২৮টি ফ্ল্যাট) নির্মাণের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়ে কমিটি। নির্মাতা সংস্থার সঙ্গে ভবন ৩টি নির্মানে ১২৪ কোটি ৫৭ লাখ ১ হাজার ৩৯৫ টাকায় ক্রয়ের চুক্তি হয়। চুক্তি অনুসারে কাজ বাস্তবায়নকালে টেন্ডারভুক্ত/টেন্ডার বহির্ভূত কিছু আইটেম হ্রাস/বৃদ্ধি হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১ কোটি ৫৪ লাখ ২৬ হাজার ৯৭৭ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
অতিরিক্ত সচিব বলেন, চট্রগ্রামের আগ্রাবাদ সিজিএ কলোনিতে ১০০০ বর্গফুটের ৩টি ২০তলা আবাসিক ভবন (২৮৮টি ফ্ল্যাট) নির্মাণের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পটি বাস্তবায়নে নির্মাতা সংস্থার সঙ্গে ১৬০ কোটি ৩ লাখ ২২ হাজার ৮১২ টাকায় ক্রয়ের চুক্তি করা হয়। চুক্তি অনুসারে কাজ বাস্তবায়নকালে টেন্ডারভুক্ত/টেন্ডার বহির্ভ‚ত কিছু আইটেম হ্রাস/বৃদ্ধি হওয়ায় ভেরিয়েশন বাবদ ২১ লাখ ২০ হাজার ১৬৫ টাকা ব্যয় হ্রাস করে সংশোধিত চুক্তিমূল্য ১৫৯ কোটি ৮২ লাখ ২ হাজার ৬৪৬ টাকার ক্রয় প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবে ১২ হাজার ৫০০ মেট্টিক টন চিনি আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় হবে ৬৪ কোটি ৫২ লাখ ১৯ হাজার টাকা। এছাড়াও ৮০ লাখ লিটার সয়াবিন তেল আমদানির অপর একটি প্রস্তাবেও অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ১২৯ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭
রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ
ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের
দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত