হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পথচারী আন্ডারপাস নির্মাণসহ ১৬টি প্রকল্প অনুমোদন

মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণের নির্দেশ প্রধানমন্ত্রীর

Daily Inqilab অর্থনৈতিক রিপোর্টার

২০ জুন ২০২৩, ১১:৩৬ পিএম | আপডেট: ২১ জুন ২০২৩, ১২:০০ এএম

মূল্যস্ফীতির কারণে মানুষকে কষ্ট করতে হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণ ও তৃণমূলে সেচ কাজে সোলার প্যানেল বা সৌর বিদ্যুৎ ব্যবহার ছড়িয়ে দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কৃষি উৎপাদনও বাড়াতে হবে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেছেন, প্রতি বছর ৮১ লাখ লিটার ডিজেল লাগে সেচ কার্যক্রমে। এই ডিজেল যাতে সেচে ব্যবহার করতে না হয় সে জন্য সোলার প্যানেল স্থাপন করতে হবে। তবে কেউ যদি বেসরকারিভাবে সোলার প্যানেল স্থাপন করতে চায়। তাহলে কর মওকুফসহ সব ধরনের সহযোগীতা করা হবে। প্রকল্পের জন্য জমি কম ব্যবহার করার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি অর্থ পাওয়ার বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে। এতে দেশি মুদ্রার চাপ কমবে। এছাড়া বজ্রপাতে মৃত্যু কমাতে হাওর অঞ্চলে সেড নির্মাণের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।

গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেওয়ারপার্সন শেখ হাসিনা। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পথচারী আন্ডারপাস নির্মাণসহ ১৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পা সচিব সত্যজিত কর্মকার, পরিসংখ্যান ও তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ইমদাদউল্লা মিয়ান এবং আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন। আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল বাকী, এ কে এম ফজলুল হক প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, নিরাপদ খাবার পানি, স্যানেটারি, স্বাক্ষরতা, গড় আয়ু, ইন্টারনেট ব্যবহার বেড়েছে, যা প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। প্রবাসী আয় একটু বেড়েছে উল্লেখ করে এম এ মান্নান বলেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল পর্যায়ে এসেছে। তাছাড়া মূল্যস্ফীতি কমছে। জুনের শেষে মূল্যস্ফীতি আরও কমবে। তাছাড়া আন্তর্জাতিক বাজারে তেল ও চালের দাম কমছে বলেও জানিয়েছেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেনÑ মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে। এটি নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে।

একনেকে প্রধানমন্ত্রী বলেন, সৌর প্যানেল তৈরির সময় উচু করে স্থাপন করতে হবে। প্যানেলের নিচে খালি জায়গায় বিভিন্ন সবজি, মসলা এবং মাছ চাষ করা যায় কিনা সেটি দেখতে কৃষিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সকলকে একযোগে কাজ করার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, মানুষ অনেক কষ্ট ভোগ করছেন। তাদের জন্য মূল্যস্ফীতি কমাতে হবে। এ জন্য যে যে মন্ত্রণালয়ের কাজ করার সবাই কাজ করুন। পরিকল্পনামন্ত্রী জানান, বজ্রপাতে মৃত্যু কমাতে হাওর অঞ্চলে সেড নির্মাণের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। পাশাপাশি সরকারি অফিস বা প্রকল্প বাস্তবায়নে কম জমি ব্যবহারে নির্দেশও দিয়েছেন তিনি। সেই সঙ্গে পাইপ লাইনে থাকা বৈদেশিক সহায়তার ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান ডলার সংকট সময়ে বৈদেশিক ঋণ বাড়ানো দরকার। ব্রিফিং এ পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, পাইপলাইন অর্থাৎ বিভিন্ন প্রকল্পের আওতায় ইআরডির সঙ্গে বৈদেশিক ঋণ চুক্তির প্রতিশ্রুত অর্থ প্রায় ৫০ বিলিয়ন ডলারের বেশি। এক্ষেত্রে প্রকল্পের বাস্তবায়ন বাড়ালে সেই অর্থ খরচ করা যাবে। এতে একদিকে প্রকল্প বাস্তবায়ন বৃদ্ধি হবে, অপর দিকে এই সংকটময় সময়ে দেশে ডলার ঢুকবে। ব্রিফিং সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম,এ,মান্নান বলেন,নির্বাচনের কারণে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কোন প্রকল্প নেওয়া হচ্ছে না। এই রাস্তাগুলো মানুষের লাইফলাইনের মতো। এগুলো নেতিবাচকভাবে দেখলে চলবে না। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাইকা,এডিবিসহ বিভিন্ন সংস্থা আমাদেরকে বাজেট সহায়তা দেওয়া জন্য বসে আছে। কিন্তু আমরা নিচ্ছি না। কারণ আমরা চাই দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে। এরপর যদি প্রয়েজন হয় তখন আমরা নেব। জনগণের কল্যাণ হলেই কোবল বাজেট সহায়তা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম বলেন, আইএমএফ রিজার্ভ নিয়ে বিশেষ কিছু আবিস্কার করেনি। রিজার্ভ থেকে আমরা যে ঋণ নিয়েছি সেটিতো ফেরত পাবই। তাই এটিও রিজার্ভেল হিসাবে ধরা ছিল। কিন্তু এটি বাদ দিলেও প্রায় ২৪ বিলিয়ন ডলার রিজার্ভ থাকবে। এতেও তিনমাসের আমদানি ব্যয় মেটানো যায়। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রিজার্ভের অর্থ পাচার হওয়াটা এতক সহজ বিষয় নয়। যারা বলে তারাই জানেন কেন বলে। এ বিষয়ে আমাদের কিছু জানা নেই।

আন্ডারপাস নির্মাণসহ ১৬ প্রকল্প অনুমোদন
হযরত শাহশালজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নির্মাণ করা হচ্ছে আন্ডারপাসসহ ১৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ২৪ হাজার ৩৬২ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১২ হাজার ৮৭৩ কোটি ১১ লাখ টাকা। বৈদেশিক ঋণ ১১ হাজার ১১ হাজার ৪৭২ কোটি ৮৮ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার তহবিল থেকে ১৬ কোটি ১৫ লাখ টাকা টাকা ব্যয় করা হবে। ব্রিফিং এ জানানো হয়, বিমানবন্দর থেকে হাজীক্যাম্প বা রেল স্টেশনে সহজে এবং নিরাপদে যাতায়াতের জন্য আন্ডারপাশ তৈরি করা হবে। এতে সড়ক দুঘর্টনা যেমন কমবে তেমনি রাস্তায়ও যান জট কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এই আন্ডারপাস দিয়ে জনসাধারণ মানুষ মেট্রোরেল স্টেশন, বিআরটি স্টেশন, বিমানবন্দর টার্মিনাল ১,২ এবং ৩ এ যাতায়াত করতে পারবে। ‘বিমানবন্দর এলাকায় পথচারী আন্ডারপাস নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ১৮৩ কোটি টাকা। আগামী জুলাই মাস থেকে শুরু হয়ে ২০২৫ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেড। প্রকল্পের আওতায় এক হাজার ৭০ মিটার এই পথচারি আন্ডারপাস নির্মাণ করা হবে।

একনেকে অনুমোদিত অন্য প্রকল্প গুলো হচ্ছে, সৌর বিদ্যুৎ চালিত পম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প। বিসিএস (কর) একাডেমীর ভৌত অবকাঠামো উন্নয়ন। জার্মানীর বর্লিনে বাংলাদেশ চ্যান্সারী কমপ্লেক্স নির্মাণ। সুনামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরিগঞ্জ-হবিগঞ্জ মহাসড়কের শাল্লা-জলসুখা সড়কাংশ নির্মাণ। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প। নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৪। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ঈশ্বরদী-পার্বতীপুর সেকশনের স্টেশনগুলোর সিগন্যালিং ও ইন্টারলকিং ব্যবস্থার প্রতিস্থাপন ও আধুনিকীকরণ প্রকল্প। ইকনোমিক এ্যাসলারেশন এন্ড রিজিলিয়েন্স ফর নিট প্রজেক্ট। রুরাল কানেকটিভিটি ইম্প্রভমেন্ট প্রজেক্ট (আরসিআইপি)। চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-চিলমারী উপজেলা সদর দপ্তরের সাথে সংযোগকারী সড়কে তিস্তা নদীর উপর ১৪৯০ মিটার দীর্ঘপিসি গার্ডার সেতু নির্মাণ। রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালী করণ প্রকল্প। আরও আছে নোয়াখালী, ফেনী ও লক্ষœীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং গ্রামীণ মাটির রাস্তাগুলো টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্প।##


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
সম্প্রীতির জন্য রাখাইন রাজ্যে টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন অপরিহার্য: পররাষ্ট্র উপদেষ্টা
বঙ্গবন্ধু রেলসেতুর নাম বদলে হলো ‘যমুনা রেলসেতু’
আরও

আরও পড়ুন

সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১

সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১

আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের

আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের

ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ

ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ

শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া

শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন

টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন

রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর

রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর

রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর

রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর

বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই

বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই

লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়

লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়

কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট

ঝিকরগাছায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা প্রতিষ্ঠান

ঝিকরগাছায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা প্রতিষ্ঠান

কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?

কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?

গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু

গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু

যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর

নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর

৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান

৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান

এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক