বীজআলু উৎপাদন খামারে এবার আউশ ধান
২১ জুন ২০২৩, ১০:৩৫ পিএম | আপডেট: ২২ জুন ২০২৩, ১২:০১ এএম
নীলফামারীর ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারে জমিতে আউশ ধানের চাষ করে এলাকায় সাড়া জাগিয়েছেন। আউশ ধান একটি লাভজনক ফসল। বছরে বোরো আমনের পাশাপাশি আউশ ধানের বীজ চারা রোপণ করছে ডোমার খামার। চারা রোপণের ১১৫ দিনের মধ্যে ফসল ঘরে তোলা যায়। আউশ উৎপাদন মৌসুমে অত্র খামারে ২৫৫ একর জমিতে ব্রীধান-৯৮ জাতের আউশ ধান চাষ করা হয়েছে। এবং এর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০০ মেট্রিক টন বীজ ধান। এই বীজগুলো যখন কৃষক পর্যায়ে যাবে তখন কমপক্ষে ১৫ থেকে ২০% ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। যাতে জাতীয় খাদ্য নিরাপত্তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আউশ ধান বীজ চাষে ডোমার খামার ২ কোটি ৩০ লাখ টাকা আয় করবে।
ডোমার খামার জন্মলগ্ন থেকে এখানে কখনো আউশ ধানের চাষ করা হয়নি। দিন দিন আউশের আবাদ দেশে হারিয়ে যাচ্ছে। ২৫৫ একরে ৩৩২ মেট্রিক টন ফসলের বীজ উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে। সেখান থেকে ৪০০ মেট্রিক টন ভিত্তি বীজ ধান পাওয়া যাবে। আউশ ধান বীজ থেকে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা আয় হবে। এখানে একর প্রতি খরচ হবে সর্বোচ্চ ৬৫ হাজার টাকা। এবং আয় হবে একর প্রতি ৯০ হাজার টাকা। যান্ত্রিকরণের মাধ্যমে বীজতলা থেকে ধান বীজ বাছাই কাজ করা হয়। এখানে রাইস সীডিং মেশিনে বীজ তলা তৈরী, চারা রোপণ রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে, ধান কর্তন কম্বাইন হার্ভেস্টার মেশিনে, বীজ বাছাই সীড গ্রেডার মেশিনে করা হয়।
সহকারি পরিচালক সুব্রত মজুমদার বলেন, ব্রিধান ৯৮ জাতের আউশ ধান বীজ উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে। এ বছর আমরা শত ভাগ যান্ত্রিক করনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করছি। দেখা গেছে যে আমরা রাইস সীডিং মেশিন দ্বারা এবার বীজ বপন করেছি। বীজগুলো এত ভালো হয়েছে সাধারণত ২০ দিন বয়সের চারা মেইন ফিল্টে রোপণ করতে পেরেছি। সাধারণত রাইস সেটিং ট্রান্সপ্লান্টার মেশিন দ্বারা অনেক ক্ষেত্রে দেখা যায় চারা সারি থেকে সারি চারা থেকে চারা দূরত্ব খুব সমান থাকে। এজন্য আন্ত পরিচর্যা গুলো সহজে করা যায়। ফসল উৎপাদনের যে গ্যাপ এবং সেটাও কিন্তু কমে যাবে এবং উৎপাদন বেশি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। বীজের কোয়ালিটিও ভালো হবে বলে আশা করছি। এবং রাইস কম্বাইন হার্ভেস্টার মেশিন দ্বারা হার্ভেস্ট করে সীড গ্রেডিং মেশিন দ্বারা রাইস গ্রেডিং করে যে উন্নত মানসম্মত বীজ কৃষকের পর্যায়ে আমরা পৌঁছে দিব। এবং দেশে বীজ উৎপাদনের যে চাহিদা তা মিটাতে সক্ষম হবো।
ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের, উপ-পরিচালক মো. আবু তালেব মিঞা বলেন, খোরপোশ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রুপান্তরের ক্ষেত্রে যান্ত্রিক করনের বিকল্প নেই। সেই ধারাবাহিকতায় ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামারে ভালো মানের বীজ আলু উৎপাদন সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোড়দার প্রকল্পের আওতায় চলতি উৎপাদন মৌসুমে ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামারে মানসম্মত বীজ আলু উৎপাদন খামারে ২৫৫ একর জমিতে আউশ ধানের চাষাবাদ করার কার্যক্রম চলমান রয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম