ওয়াগনারের বিদ্রোহ পেছন থেকে ছুরিকাঘাত : পুতিন
২৪ জুন ২০২৩, ১১:৩২ পিএম | আপডেট: ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনীর প্রধান সহযোগী ও রাশিয়াভিত্তিক বেসরকারি সামরিক কোম্পানি পিএমসি ওয়াগনারের বিদ্রোহকে ‘বিশ্বাসঘাতকতা’ উল্লেখ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। গতকাল মস্কো থেকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে ওয়াগনার প্রধানের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের অভিযোগ এনেছে ক্রেমলিন। একই সাথে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা রমজান কাদিরভ বিদ্রোহী ওয়াগনার গ্রুপকে দমনের ঘোষণা দিয়েছেন।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পিএমসি ওয়াগনারের বিদ্রোহকে ‘পেছন থেকে ছুরিকাঘাতের’ সঙ্গে তুলনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। সেই সঙ্গে যারা দেশের অভ্যন্তরে ‘বিদেশি শত্রুদের’ এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে রাশিয়ার স্বার্থে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। গত শুক্রবার পিএমসি ওয়াগনারের শীর্ষ কমান্ডার ইয়েভগেনি প্রিগোজিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দিয়ে মস্কোর নেতৃত্বকে উচ্ছেদ করতে ওয়াগনার গ্রুপের ২৫ হাজার যোদ্ধা নিয়ে ইউক্রেন থেকে মস্কো অভিমুখে পদযাত্রা শুরু করেন। তার এই ঘোষণার পর গতকাল জাতির উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন ভøাদিমির পুতিন। তবে পুরো ভাষণে একবারও পিএমসি ওয়াগনার এবং এই কোম্পানির শীর্ষ কমান্ডার ইয়েভগেনি প্রিগোজিনের নাম উচ্চারণ করেননি তিনি।
সংক্ষিপ্ত বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার নাগরিক, সশস্ত্র বাহিনীর সদস্য, আইনপ্রয়োগকারী বাহিনীর সদস্য, সৈনিক ও কমান্ডারÑ যারা এখন যুদ্ধক্ষেত্রে নিজ নিজ অবস্থানে থেকে যুদ্ধ করছেন, প্রতিপক্ষের হামলার পাল্টা জবাব দিচ্ছেনÑ আমি জানি, তারা বীরত্বের সঙ্গে তাদের লড়াই চালিয়ে যাচ্ছেন। আমি তাদের সবার কাছে আজ আবেদন জানাচ্ছি। ‘ামি সেই সব সেনা সদস্যের প্রতিও আবেদন জানাচ্ছি, যাদেরকে সশস্ত্র বিদ্রোহের মতো গুরুতর অপরাধে সংশ্লিষ্ট হতে বাধ্য করা বা উসকানি দেওয়া হচ্ছে। আজ আমি রাশিয়ার সব অঞ্চলের কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করেছি। পুতিন বলেন, আপনারা সবাই জানেন, এমন একটি যুদ্ধে আমরা জড়িয়ে পড়েছিÑ যার ফলাফলের ওপর নির্ভর করছে রাশিয়ার জনগণের ভাগ্য। তাই এ যুদ্ধে রাশিয়ার সব বাহিনী ও শক্তির মধ্যে ঐক্য, সংহতি এবং দায়িত্ববান থাকা খুবই জরুরি। যখন সবকিছু আমাদের বিরুদ্ধে সেসময় নিজেদের মধ্যকার যে কোনো কলহ-বিবাদের সুযোগ শত্রুরা নিতে পারে এবং আমাদেরকে কোনঠাসা করতে তা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। ‘যেসব তৎপরতা আমাদের ঐক্যে ফাটল ধরায়, তা আমাদের জনগণ এবং যেসব সহযোদ্ধা (ইউক্রেনে) কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন— তাদের কাছে ধর্মত্যাগের মতো। সম্প্রতি যে ঘটনাটি ঘটলÑ তা রাশিয়া এবং রাশিয়ার জনগণকে পেছন থেকে ছুরিকাঘাতের শামিল। ‘বর্তমানে যে ঘটনাটির মুখোমুখি আমরা হয়েছি, সেটি পুরোপুরি বিশ্বাসঘাতকতা এবং এ ধরনের বিশ্বাসঘাতকতাসহ যেকোনো হুমকি থেকে আমরা আমাদের জনগণ ও দেশকে রক্ষা করতে বদ্ধপরিকর।
ওয়াগনার প্রধানের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ মস্কোর
ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার মিলিশিয়া বাহিনী ওয়াগনার-এর প্রধানের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের অভিযোগ এনেছে ক্রেমলিন। এ অভিযোগ আনার কয়েক ঘণ্টা পর গতদকাল বাহিনীটির প্রধান ইয়েভগেনি প্রিগোজিন জানিয়েছেন, তার ওয়াগনার বাহিনীর যোদ্ধারা ইউক্রেন থেকে সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় প্রবেশ করেছে এবং তারা মস্কোর সামরিক বাহিনীর বিরুদ্ধে যেতে প্রস্তুত। বার্তা সংস্থা তাস জানিয়েছে, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রিগোজিনের মধ্যে দীর্ঘ দিন ধরে চলা অচলাবস্থার খবর সামনে আসার পরই রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেছে। বেসরকারি সামরিক কোম্পানি ওয়াগানারের বাহিনীগুলোকে প্রিগোজিনের আদেশ অগ্রাহ্য করতে এবং তাকে গ্রেপ্তার করার আহ্বান জানিয়েছে এফএসবি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টেলিগ্রাম অ্যাপে পোস্ট করা এক অডিও রেকর্ডিংয়ে প্রিগোজিন বলেছেন, ওয়াগনার যোদ্ধারা রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভে প্রবেশ করেছে। তিনি বলেছেন, তিনি ও তার লোকেরা তাদের পথে যেই দাঁড়াবে তাকেই ধ্বংস করে দেবে। প্রিগোজিন তার বাহিনী ইউক্রেনের সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় প্রবেশ করেছে বলে দাবি করলেও এ পর্যন্ত এর কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে বিবিসি জানিয়েছে। এর আগে প্রিগোজিন কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করে বলেছেন, রাশিয়ার সামরিক নেতৃত্ব শুক্রবার ক্ষেপণাস্ত্র ছুড়ে তার বাহিনীর বহু সেনাকে হত্যা করেছে। তিনি তাদের শাস্তি দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তার পদক্ষেপ সামরিক অভ্যুত্থান না বলে দাবি করেছেন তিনি। কিন্তু ধারবাহিক কয়েকটি অডিও বার্তায় অত্যন্ত উত্তেজিত স্বরে তিনি ধারণা দিয়েছেন, তার ২৫ হাজার মিলিশিয়ার শক্তিশালী একটি দল মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বকে অপসারণ করার পথে রয়েছে। রয়টার্স জানিয়েছে, এসব বার্তায় তার কণ্ঠস্বর বিভিন্ন রকম মনে হয়েছে এবং সেটি তারা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। নিরাপত্তা বিভাগের এক সূত্র উদ্ধৃত করে তাস জানিয়েছে, শুক্রবার রাতে মস্কোর সরকারি ভবনগুলো, পরিবহন স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ওয়াগনারকে দমনের ঘোষণা চেচেন নেতা কাদিরভের
রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা রমজান কাদিরভ বিদ্রোহী ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপকে দমনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ওয়াগনারকে থামাতে প্রয়োজনে সর্বোচ্চ শক্তি ব্যবহার করা হবে। রমজান কাদিরভ আরও বলেছেন, প্রেসিডেন্ট পুতিন বিদ্রোহ নিয়ে যা যা বলেছেন সেগুলোকে সমর্থন জানান তিনি। ২০০৭ সাল থেকে রাশিয়ার চেচনিয়া অঞ্চলকে শাসন করে আসছেন রমজান। ২২ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা পুতিনের আস্থাভাজন হিসেবে পরিচিত তিনি। ওয়াগনার সেনাদের মতো ইউক্রে যুদ্ধে অংশ নিয়েছিল চেচেন সেনারাও। সে সময় প্রিগোজিন ও রমজান কাদিরভের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তবে প্রিগোজিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমালোচনা করার পর, তার সঙ্গে দূরত্ব তৈরি করেন রমজান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ এক বুদ্ধি প্রতিবন্ধী নিহত
এবার সাদপন্থিদের ১০ দফা দাবি
সা'দ পন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও আশুলিয়া থানায় স্মারক লিপি প্রদান
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বাংলাদেশ নিয়ে কটুক্তি করা বিজেপি নেতা শুভেন্দুকে জুতাপেটা
সিকদার গ্রুপের ১৫ প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রোকের নির্দেশ
শীতের তীব্রতায় বাড়ছে ডায়রিয়ার প্রকোপ,বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা
চিরিরবন্দরে আগাম জাতের আলুর ভালো ফলন ও দাম পেয়ে কৃষকেরা খুশি
‘রেমিট্যান্স এ্যাওয়ার্ড-২০২৪’ পেল হংকংয়ে বসবাসরত ১০ বাংলাদেশি নারী
বিডিআর বিদ্রোহ : ঘটনা তদন্তে সাত সদস্যের কমিশন গঠন
মার্কিন সিইও হত্যাকাণ্ড, সামাজিক মাধ্যমে ভুল তথ্যের বিপজ্জনক প্রভাব
গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ
ঝিনাইদহে বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব : উপদেষ্টা আসিফ নজরুল
সান্ধ্য আইন বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নে
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর
আফগানিস্তানে ফের দূতাবাস চালু করছে সৌদি
হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!
প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি
শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু