বাবা-ছেলেসহ সড়কে নিহত ৭
২৫ জুন ২০২৩, ১১:০৭ পিএম | আপডেট: ২৬ জুন ২০২৩, ১২:০১ এএম
তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও আরো চারজন আহত হয়েছে। এরমধ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের পদ্মাসেতু উত্তরে পুলিশ সদস্যসহ এক নারী ও টাঙ্গাইলের ধনবাড়িতে দুই কিশোর ও সখিপুরে এক অটোরিকশার চালক নিহত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনÑ
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদের পোশাক কিনতে যাওয়ার সময় ইট বোঝাই ট্রলির ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। নিহত মাসুদ রানা ও একরামুল উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা। গতকাল রোববার এ ঘটনা ঘটে।
নিহত শিশুর ভাই জানান, গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে তার বাবা ছোট ভাইকে বাইসাইকেলের পিছনে নিয়ে ঈদের মার্কেট করার জন্য ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। এ সময় উপজেলার সদর ইউনিয়নের চাঁদেরবাজার নামক স্থানে পৌঁছলে বাইসাইকেলের পিছনে ইট বোঝাই ট্রলি ধাক্কা দিলে ঘটনা স্থলেই মাসুদ মারা যান এবং তার বাবা মারাত্বক আহত হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান।
ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলির চালক মিলন বাবুকে আটক করে থানায় নিয়ে আসে। সে পাশ্ববর্তী নাগেশ্বরী উপজলার এগারো মাথা এলাকার মোকছেদুল হকের ছেলে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের ধনবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। গতকাল রোববার সকালে ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের বাজিদপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের পাঁচনখালী গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে রিফাত ও একই গ্রামের আয়নাল হকের ছেলে অন্তর আলী।
স্থানীয়রা জানায়, ধনবাড়ী উপজেলার বাজিদপুর এলাকায় সকালের দিকে দ্রুত গতিতে একটি মোটরসাইকেল যাওয়ার সময় পথিমধ্যে হঠাৎ একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যায়। ধনবাড়ি থানার ওসি এইচ এম জসিম উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পদ্মাসেতু উত্তর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের পদ্মাসেতু উত্তরে মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ সদস্যসহ ও এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল রোববার সকাল ১০টার দিকে পদ্মা সেতুর উত্তর থানার সামনে এক্সপ্রেসওয়তে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে চিকিৎসক ট্রাফিক পুলিশ কনস্টেবল আব্দুল মোতালেব ও অজ্ঞাত নারীকে মৃত ঘোষণা করেন। আহতদের দ্রুত মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
নিহত পুলিশ সদস্য টাঙ্গাইলের বাসিন্দা ও মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ঘটনার সময় কর্তব্যরত অবস্থায় ছিলেন তিনি। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। আহতরা হলেন, লৌহজং উপজেলার গোয়ালী মান্দ্রা এলাকার নাজিমের ছেলে লাদেন, কাজীর পাগলা এলাকার চুন্নু বেপারীর ছেলে শহিদুল, সিরাজদিখান উপজেলার ইছাপুরা এলাকার মৃত ওফাদউদ্দিনের ছেলে কালু মিয়া।
মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক বজলুর রহমান বলেন, সকাল ১০টার দিকে একটি মাইক্রোবাস পদ্মা সেতুর দিকে যাচ্ছিল। গাড়িটি পদ্মাসেতু উত্তর থানার সামনে পৌঁছালে মহাসড়কের পাশে থাকা একটি অটোরিকশা হঠাৎ এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিল। অটোরিকশাটিকে বাঁচাতে গিয়ে মাইক্রোবাসের চালক গাড়িটি একজন নারী ও পুলিশ সদস্যের ওপর দিয়ে একটি দোকানে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে মোতালেব ও ওই নারী মারা যান। এ ছাড়া দোকানে থাকা তিনজন গুরুতর আহত হন। আহত ও নিহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে।
সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের সখিপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। গতকাল রোববার ভোর ৫টার দিকে পৌর শহরের তালতলা চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের ছোমেদ আলীর ছেলে।
জানা গেছে, দ্রুতগতির একটি ট্রাক তালতলা চত্বরে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা চালক হারুনসহ দুই যাত্রী গুরুতর আহত হন। পথচারীরা তাদেরকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় জনতা ঘাতক চালকসহ ট্রাকটি আটক করে থানায় সোপর্দ করেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রাহাত ফতেহ আলী খানের সম্মানে পাকিস্তান হাইকমিশনারের নৈশভোজ আয়োজন
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কাপ্তাই ভূমিকা রেখেছিলো, আগামীতেও রাখবে : ঢাবি শিবির সেক্রেটারি
সুন্দরবনকেন্দ্রিক দস্যুতা বন্ধে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হচ্ছে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মায়োতে সাইক্লোন চিডোর ধ্বংসযজ্ঞে ফ্রান্সে জাতীয় শোক
সাড়ে ৪মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাঈমের লাশ কবর থেকে উত্তোলন
কলাপাড়ায় অগ্নিকান্ডে দু'টি দোকান পুড়ে ছাই
গাছ আর জিও ব্যাগ পেয়ে খুশি খুলনার ছাদবাগানীরা
খুলনায় একাধিক মামলার আসামী সন্ত্রাসী রকি গ্রেপ্তার
টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
রাজবাড়ীতে পদ্মা নদীর এক বোয়াল ৫২ হাজারে বিক্রি
অচিরেই বিলুপ্ত হবে নেতানিয়াহু শাসন, হুমকি হুতি প্রধানের
এলন মাস্ক কি প্রেসিডেন্ট হতে পারেন? ট্রাম্প বললেন ‘অসম্ভব’
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ এক বুদ্ধি প্রতিবন্ধী নিহত
এবার সাদপন্থিদের ১০ দফা দাবি
সা'দ পন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও আশুলিয়া থানায় স্মারক লিপি প্রদান
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পার্লামেন্টে আপত্তিকর মন্তব্যের জেরে বিজেপি নেতা শুভেন্দুকে জুতোপেটা
সিকদার গ্রুপের ১৫ প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রোকের নির্দেশ
শীতের তীব্রতায় বাড়ছে ডায়রিয়ার প্রকোপ,বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা
চিরিরবন্দরে আগাম জাতের আলুর ভালো ফলন ও দাম পেয়ে কৃষকেরা খুশি