দেশে-বিদেশে কোথাও সরকারের জন্য কোনো সুখবর নেই
২৫ জুন ২০২৩, ১১:৩৪ পিএম | আপডেট: ২৬ জুন ২০২৩, ১২:০১ এএম
দেশে-বিদেশে কোথাও সরকারের জন্য কোন সুখবর নেই বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, সরকার ও সরকারি দল লুটপাটে অর্জিত তাদের সীমাহীন অর্থবিত্তের নিরাপত্তার আতঙ্কে ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে। এজন্য জবরদস্তি করে ক্ষমতা টিকিয়ে রাখতে যেয়ে সরকার দেশের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। তবে জনগণের ঐক্যবদ্ধ গণসংগ্রাম অচিরেই এই সরকারকে বিদায় দেবে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে ‘রাজনৈতিক সঙ্কট, চলমান গণআন্দোলন ও জনপ্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় জাতীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের গত ১৫ বছরের দুঃশাসনে দুর্নীতিবাজ ও দুর্বত্তরা পরাক্রমশালী হয়ে উঠেছে, রাজনীতির দূর্বৃত্তায়ন ঘটেছে। ভোটের ব্যবস্থা ও নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের রাস্তা বন্ধ করে আওয়ামী লীগ রাষ্ট্রের অবশিষ্ট ন্যূনতম গণতান্ত্রিক কাঠামো ভেঙ্গে দিয়েছে। সরকার ও সরকারি দল এই সময়কালে দেশে আদিম লুটপাটের এক স্বর্গরাজ্য কায়েম করেছে। এখন তারা তাদের সীমাহীন অর্থবিত্তের নিরাপত্তার আতঙ্কে ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, সরকারি দল গায়ের জোরে ক্ষমতায় থাকতে যেয়ে দেশের নিরাপত্তাও বিপন্ন করে তুলছে, দেশে বাইরের হস্তক্ষেপের পথ তৈরী করছে। সেন্টমার্টিন লিজের কথা বলে তারা আন্দোলনে বিভ্রান্তি সৃষ্টি করে নিজেদের রক্ষা করতে তিনি চায়।
তারা বলেন, জনগণের সম্মতিহীন এই সরকারকে দেশের মানুষ আর কোনভাবেই নিতে পারছে না। অতি দ্রুত এই সরকারকে বিদায় নিতে হবে।তারা ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ পরিবর্তনের একেবারে ন্যূনতম ইস্যুতে রাজপথে সকল বিরোধী দল ও জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানান।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, জাতীয় ফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ডা. ফয়জুল হাকিম, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, গণফোরামের প্রচার ও তথ্য বিষয়ক মঈনুদ্দিন মধু এবং গণতন্ত্র মঞ্চের নেতা, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম। সভা পরিচালনা করেন জেএসডি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চের নেতা শহীদুল্লাহ্ কায়সার, বহ্নিশিখা জামালী, সিরাজ মিয়া, হাবিবুর রহমান রিজু, বাচ্চু ভূইয়া, হাসিবউদ্দিন হাসিব প্রমুখ।
সভার সভাপতি আ স ম আবদুর রব বলেন, এই সরকার ও তাদের দুর্নীতিবাজদের পালিয়ে যেতে দেয়া যাবেনা। সকল অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।
শরীফ নূরুল আম্বিয়া বলেন, প্রশাসন ও বিভিন্ন সরকারি সরকারি প্রতিষ্ঠানের লোকেরা এখন রাজনীতি আর ব্যবসার সাথে জড়িয়ে পডেছে। তিনি আন্দোলনের পথে এই সরকারকে বিদায় দেবার ডাক দেন। টিপু বিশ্বাস সরকার হটানোর পাশাপাশি লুটেরা ব্যবস্থা পরিবর্তনের সংগ্রাম জোরদার করার আহবান জানান।
মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার নানা কৌশলে ক্ষমতায় থেকে যেতে চায়। কিন্তু মানুষ এবার এই সরকার বিদায় দিতে বদ্ধপরিকর।
সাইফুল হক বলেন, বাইডেন-মোদি বৈঠক থেকেও এই সরকারের জন্য কোন ভালো খবর আসেনি। ভারতও এদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে ২০১৪ আর ২০১৮ সালের মত এই সরকারকে টিকিয়ে রাখতে এগিয়ে আসবে না।
জোনায়েদ সাকি বলেন, এই সরকারের পায়ের নীচে আর মাটি নেই। গণআন্দোলনের পথে এবার এই ফ্যাসিবাদ বিদায় দিতে রাজপথে যুগপৎ ধারায় বিরোধী দলসমূহের ঐক্যবদ্ধ গণসংগ্রাম জোরদার করতে হবে।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন
একনেকে দুই হাজার কোটি টাকায় ১০ প্রকল্প অনুমোদন
মার্কিন বিমানবাহী রণতরী হামলা হুথিদের, যুদ্ধবিমান ভূপাতিত
ময়মনসিংহে সরকারি প্রতিষ্ঠান থেকে অস্ত্রসহ মাদক উদ্ধার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও রাজনীতি নিয়ে জাতীয় সেমিনার
লোহাগড়ায় কাঠ বোঝাই নসিমন উল্টে হেলপার নিহত
বাসার আল-আসাদ ও আসমা’র ডিভোর্সের সংবাদ প্রত্যাখ্যান রাশিয়ার
রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় মহানগরী জামায়াতের আমিরসহ আহত ৩
ব্রাহ্মণবাড়িয়া বিদুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু
রাজশাহীতে ছাত্রীনিবাসে নি¤œমানের খাবার, গভীর রাতে রাস্তায় নেমে ছাত্রীদের বিক্ষোভ
কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত
টিকটক-এ ৭ কোটি বারের বেশি দেখা হয়েছে স্বল্পদৈর্ঘ্যের ওয়েব সিরিজ ‘প্রেমের বিকাশ’
'সম্মিলিত প্রচেষ্টায় নগরীর যানজট নিরসন করা হবে' ---বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ
অস্তিত্ব সংকটে ট্রাম্প টাওয়ারসহ ৩৫ বিলাসবহুল ভবন
রাজশাহী সীমান্তে গভীর রাতে বিএসএফের দফায় দফায় গুলি বর্ষন
আজীবন সন্মাননা পাচ্ছেন আবদুল হাদি-খুরশিদ আলম
প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে আগামীকাল ২৪ ডিসেম্বর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু: যাত্রীদের মাঝে ব্যপক সাড়া
বাংলাদেশের কাছে ২০০ কোটি রুপি পায় ত্রিপুরা, জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
লক্ষ্মীপুরে দুই নারীকে পিটুনি, অভিযুক্ত যুবক গ্রেপ্তার