রাজনীতি করার অপরাধে ভাইকে মেরে ফেলা হয়েছে
২৬ জুন ২০২৩, ১০:৩৬ পিএম | আপডেট: ২৭ জুন ২০২৩, ১২:০১ এএম
সে বিএনপি করে এটাই তার অপরাধ। যদি বিএনপি করা অপরাধ হয়, তাহলে দেশে কেন দুই দল? এক দল থাকাই তো দরকার। গতকাল সোমবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে ‘ভয়েস অব ভিকটিম ফ্যামিলি’ এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন হাফিজা আক্তার। তিনি পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামানের স্ত্রী। পুলিশ নির্যাতন করে আসাদুজ্জামানকে মেরে ফেলেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী হাফিজা আক্তার।
‘পুলিশ হেফাজতে’ মারা যাওয়া বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নেতা–কর্মীদের স্বজনেরা এই মানববন্ধনে অংশ নেন। তারা অভিযোগ করে বলেন, রাজনীতি করার কারণেই আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে তাদের স্বজনদের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর বিচার দাবি করেন তারা। মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা ‘স্টপ কিলিং ইন পুলিশ কাস্টডি’, ‘স্টপ টর্চার ইন পুলিশ স্টেশন’, ‘উই ওয়ান্ট ইন্টারন্যাশনাল ইনকোয়ারি’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড বহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন হারিয়েছে, হারিয়েছে সংবাদপত্রের স্বাধীনতা। যারা গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতাসহ নাগরিক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করছে তারা বর্তমান অসহ্য যন্ত্রণায় দিনযাপন করছে। বর্তমান শাসকগোষ্ঠী জনগণ কর্তৃক ধিক্কৃত হয়ে রাজনৈতিক পরিস্থিতির টালমাটাল অবস্থার সৃষ্টি করে সহিংসতা আর হত্যাকেই শ্রেষ্ঠ সমাধান হিসেবে মনে করছে। তারা বলেন, বিএনপিসহ গণতন্ত্রকামী মানুষদের বিরুদ্ধে সরকারি সন্ত্রাসী বাহিনী যেমন টার্গেট কিলিং করছে, ঠিক তেমনিভাবে গত এক দশকের বেশি সময় যাবত বর্তমান ভোটবিহীন অবৈধ সরকারের পোষা আইন রক্ষাকারী বাহিনী গুম, খুন ও গ্রেপ্তারের পর রিমান্ডে অত্যাচারের মাধ্যমে খুনের সাথে জড়িয়ে পড়েছে।
মানববন্ধনে অংশ নিয়ে সুমি আক্তার বলেন, তার স্বামী চট্টগ্রাম ছাত্রদলের নেতা নুরুল আলমকে ২০১৭ সালের মার্চ মাসে রাতে তুলে নেওয়া হয়। এর এক দিন পর নুরুলের লাশ কর্ণফুলী নদীতে পাওয়া যায়। বিচারের দাবি সরকারের কানে ঢুকছে না উল্লেখ করে সুমি আক্তার বলেন, তারা বিচার না দেখে যেতে পারলেও সন্তানরা যেন বিচার দেখে যেতে পারে।
গত বছরের ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ওয়াদুদ খন্দকারকে ধরে নিয়ে নির্যাতন করে মেরে ফেলা হয় বলে অভিযোগ করেন তাঁর ভাই জাহিদ খন্দকার। তিনি জানান, তার ভাই একটি দোকান চালাতেন এবং বিএনপির সমর্থক ছিলেন।
বরিশালের বাসিন্দা মো. ইউনূসের ছেলে রেজাউল করিম ছিলেন শিক্ষানবীশ আইনজীবী। ইউনূসের অভিযোগ, পুলিশ তার ছেলেকে মিথ্যা মালা দিয়ে অত্যাচার করে মেরে ফেলেছে। অসুস্থ হয়ে গেলে হাসপাতালে ভর্তি করে। সেখানে সে মারা যায়। মামলা করলেও বিচার পাননি এমন অভিযোগ করে ইউনূস বলেন, তার কোল যারা খালি করেছে, বিশ্বের কাছে তাদের বিচার চান তিনি।
ছাত্রদল নেতা মাহবুবুর রহমানের (বাপ্পি) বোন ঝুমুর জানান, তার ভাইকে ধরার জন্য তাদের পুরো পরিবারকে গ্রেফতার করা হয়। তাকেও ১০ দিন রিমান্ডে নেওয়া হয়। রাজনীতি করার অপরাধে তার ভাইকে মেরে ফেলা হয়েছে। ঝুমুর জানতে চান, রাজনীতি করা ছাড়া তার ভাইয়ের কী দোষ ছিল?
ঢাকার লালবাগ ওয়ার্ডের বিএনপি নেতা আনোয়ার হোসেনের ছেলে আনান হোসেন বলেন, তার বাবাকে ধরে নিয়ে নির্যাতন করে হাসপাতালে ভর্তি করে। নির্যাতনের কারণে চোখ ক্ষতিগ্রস্ত হয়, চোখ খুলতে পারতেন না। আনোয়ার হোসেন ভালো চিকিৎসাও পায়নি এ অভিযোগ করে আনান বলেন, তার বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাবা তাদের জীবনে আর ফিরে আসবেন না। এ হত্যার বিচার চান তিনি। মানববন্ধনে বিভিন্ন জেলা থেকে আসা আরও কয়েকজন স্বজনহারা ভুক্তভোগী বক্তব্য রাখেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?
চাঁদপুর মেঘনায় মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১
পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান
জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা
২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ৭৬ দিনের ছুটির তালিকা প্রকাশ
খুলনা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকার পথে যুক্ত হচ্ছে ট্রেন জাহানাবাদ
প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত গ্রহনযোগ্য নির্বাচন দিন
আশুলিয়ায় কিশোর গ্যাং এর হামলায় আহত ৩