আজ থেকে ঈদের ছুটি শুরু
২৬ জুন ২০২৩, ১০:৪৫ পিএম | আপডেট: ২৭ জুন ২০২৩, ১২:০১ এএম
প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কিছুটা ছিলো কম। পবিত্র ঈদুল আজহার আগে শেষ কর্মদিবস ছিল গতকাল সোমবার। আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার সরকারি ছুটি। ঈদের ছুটি শেষে আগামী রোবার সরকারি অফিস আদালত খুলবে। পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার নির্ধারিত সরকারি ছুটি ছিল। তবে এই ছুটি একদিন বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ কারণে আজ থেকে ৩০ জুন পর্যন্ত থাকবে ঈদের ছুটি। পরদিন শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি। সে হিসাবে সরকারি চাকরিজীবীরা পাঁচ দিন ছুটি পাচ্ছেন। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও এই পাঁচ দিন বন্ধ থাকবে। আজ মঙ্গলবার ও বুধবার তবে অনেক ব্যাংককের শাখা খোলা থাকবে বলে চিঠি দেয়া হয়েছে।
গত ১৯ জুন মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, মানুষ ঈদুল আজহা যাতে সুষ্ঠুভাবে উদযাপন করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ছুটির অনুমোদন দিয়েছেন। তিনি বলেন, ঈদের আগে সাধারণত একদিন ছুটি থাকে। একদিন ছুটি থাকলে সবাই একসঙ্গে রওনা করে। গত ঈদে আমরা একদিন বাড়তি ছুটি দিয়েছিলাম, দেখেছি ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিক থাকে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যাতে সবাই সুন্দরভাবে বাড়ি যেতে পারেন। সেজন্য সবাইকে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বশেষ গত ঈদুল ফিতরে একদিন ছুটি বাড়ানোর অনুমোদন দেয় মন্ত্রিসভা। রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করা হয়। সে অনুযায়ী ২১, ২২ ও ২৩ এপ্রিল ঈদের ছুটি ছিল। তার আগে ১৯ এপ্রিল ছিল শবে কদরের ছুটি। মাঝে ২০ তারিখ ছুটি ঘোষণা করায় ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ইনকিলাবকে বলেন, ঈদের আগে শেষ কর্মদিবস হলেও আমাদের কাজ স্বাভাবিকভাবে চলছে। বাড়ি যাওয়ার আগে সবাই সবার সঙ্গে ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করছেন।
স্থানীয় সরকার বিভাগের হালিম বলেন, শেষ কর্মদিবস হওয়ায় অফিসে নির্ধারিত সময় পর্যন্ত উপস্থিত থাকার ব্যাপারে সাধারণত ছাড় দেওয়া হয়। এজন্য আজকে অনেকে অফিসে এসে আগেভাগেই চলে গেছেন। সেজন্য উপস্থিতি কিছুটা কম।
মন্ত্রিপরিষদ বিভাগের মামুন হোসেন বরেন, মানুষ যেন ঈদুল আজহা সুষ্ঠুভাবে উদযাপন করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ছুটির অনুমোদন দিয়েছেন। ঈদের আগে সাধারণত একদিন ছুটি থাকে। একদিন ছুটি থাকলে সবাই একসঙ্গে রওয়ানা করে। গত ঈদে আমরা একদিন বাড়তি ছুটি দিয়েছিলাম।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: সিলেটে এড. এমরান আহমদ চৌধুরী
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা
২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ৭৬ দিনের ছুটির তালিকা প্রকাশ
খুলনা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকার পথে যুক্ত হচ্ছে ট্রেন জাহানাবাদ
প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত গ্রহনযোগ্য নির্বাচন দিন
আশুলিয়ায় কিশোর গ্যাং এর হামলায় আহত ৩
মাদারীপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রেসিডেন্টের প্রেস সচিব হলেন সরওয়ার আলম
তোমাদের হাতে উড়তে থাকবে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের বিজয় কেতন - সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মঈন খান
দৌলতপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান : গ্রেফতার-২
ব্রাহ্মণপাড়ায় বোরো ধানের বীজতলা পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা
পাকিস্তানে সামরিক আদালতে ২৫ বেসামরিক ব্যক্তির সাজায় উদ্বিগ্ন ইইউ
ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে সকল অপকর্মের বিচার করতে হবে : কাইয়ুম চৌধুরী