বাড়ছে কাঁচামরিচের দাম
২৬ জুন ২০২৩, ১০:৪৬ পিএম | আপডেট: ২৭ জুন ২০২৩, ১২:০১ এএম
কাঁচামরিচের দাম বাড়ছে। গতকাল সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে বেড়েছে কাঁচামরিচের দাম। বিভিন্ন বাজারে প্রকারভেদে কাঁচামরিচ প্রতি কেজি ৩২০ থকে ৪০০ টাকা বিক্রি হয়। হঠাৎ এই দাম বাড়ার কারণ বলতে পারছেন না খুচরা ব্যবসায়ীরা। তাদের অভিযোগ করছেন, কৃত্রিম সঙ্কট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে।
তবে পাইকারি বিক্রেতারা বলছেন, খড়া ও বৃষ্টিতে মরিচ খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে দাম বেড়েছে। এমন পরিস্থিতিতে সরকার ভারত থেকে কাঁচামরিচি আমদানির অনুমতি দিয়েছে। সোমবার দিনাজপুরের হিলি বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আনা শুরু হয়েছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এক পোয়া কাঁচামরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ এক কেজির দাম ৪০০ টাকা। রোববারও এক কেজি মরিচ ৩০০ টাকায় বিক্রি হয়। একদিনের ব্যবধানে ১০০ টাকা বেড়ে যায়।
একজন ক্রেতা জানান, এক কেজি কাঁচামরিচ ৪০০ টাকা, ভাবা যায়! যেখানে ৪০০ টাকা হলে ৬ কেজি চাল কেনা যায় সেখানে ১ কেজি কাঁচামরিচের দাম ৪০০ টাকা। এক শ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী ইচ্ছামতো জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আরেক ক্রেতা বলেন, কাঁচামরিচের দাম বাড়ার পেছনে খুচরা ব্যবসায়ীদের কোনো হাত নেই। আমাদের ধারণা, বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে। তবে পাইকারি ব্যবসায়ীরা জানান, কাঁচামরিচের দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজির সুযোগ নেই। চাহিদার থেকে সরবরাহ কম থাকলে দাম বাড়বে এটাই স্বাভাবিক। তারা বলেন, বৃষ্টি ও খড়ায় দেশের বিভিন্ন স্থানে মরিচ খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে দাম বেড়েছে।
চার দিন আগেও সেখানে কাঁচামরিচ খুচরা প্রতি কেজি ১০০-১২০ টাকা দরে বিক্রি হয়েছে। রোববার তিনগুণ বেড়ে ৩২০ টাকায় বিক্রি হয়। সবজি ব্যবসায়ী বলেন, চার দিন আগে বাজারে কাঁচামরিচ পাইকারি হিসাবে কেজি ১০০-১২০ টাকা দরে বিক্রি করেছি। কিন্তু হঠাৎ পাইকারি বাজার থেকে তিনগুণ দাম দিয়ে ক্রয় করতে হচ্ছে। বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছি।
এদিকে, প্রায় ১০ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে একটি ট্রাক কাঁচামরিচ নিয়ে হিলি স্থলবন্দরে প্রবেশ করে। মরিচের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় সরকার আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দেশের বাজারে দাম কমবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বর্তমানে হিলির খুচরা বাজারে ২০ টাকা কমে ১৮০ টাকা দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: সিলেটে এড. এমরান আহমদ চৌধুরী
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা
২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ৭৬ দিনের ছুটির তালিকা প্রকাশ
খুলনা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকার পথে যুক্ত হচ্ছে ট্রেন জাহানাবাদ
প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত গ্রহনযোগ্য নির্বাচন দিন
আশুলিয়ায় কিশোর গ্যাং এর হামলায় আহত ৩
মাদারীপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রেসিডেন্টের প্রেস সচিব হলেন সরওয়ার আলম
তোমাদের হাতে উড়তে থাকবে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের বিজয় কেতন - সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মঈন খান
দৌলতপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান : গ্রেফতার-২
ব্রাহ্মণপাড়ায় বোরো ধানের বীজতলা পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা
পাকিস্তানে সামরিক আদালতে ২৫ বেসামরিক ব্যক্তির সাজায় উদ্বিগ্ন ইইউ
ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে সকল অপকর্মের বিচার করতে হবে : কাইয়ুম চৌধুরী
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব এর জনসভা জনসমুদ্রে পরিণত
ভারতের সাথে চুক্তি সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর
খুনি হাসিনাকে ফিরিয়ে এনে গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড বিচার নিশ্চিত করতে হবে-বাংলাদেশ ইসলামী দল
উগ্রবাদী সাদপন্থীদের বিচার নিশ্চিতকরণ এবং কার্যক্রম বন্ধের দাবিতে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি
কালিয়াকৈর নিট এশিয়ায় টেক্সটাইলে ভয়াবহ অগ্নিকান্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানায় আগুন