ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ
০২ জুলাই ২০২৩, ১১:২৬ পিএম | আপডেট: ০৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে জাহাজের গ্রিজার আব্দুস সালাম হৃদয়ের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল রোববার দুপুরে ক্ষতিগ্রস্ত জাহাজের ইঞ্জিন কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
হৃদয় হবিগঞ্জ জেলার মাদবপুর এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে সাগর নন্দিনী ২ জাহাজে গ্রিজার পদে কাজ করেন। উদ্ধার হওয়া জাহাজের গ্রিজার আব্দুস সালাম হৃদয়ের মামা হবিগঞ্জের শফিকুল ইসলাম বলেন, আমার ভাগ্নের লাশ দুপুরে উদ্ধার করেছে কোস্টগার্ড। ইঞ্জিন কক্ষে লাশটি আটকে ছিল। সকালে ডুবুরি দল ইঞ্জিন কক্ষে গেলেও তারা লাশের সন্ধান দিতে পারেনি। দুপুরে আমার ভাগ্নে হৃদয়ের লাশ পেয়েছি। লাশটি শনাক্ত করতে সক্ষম হয়েছি। আশাকরি অন্তত লাশ নিয়ে বাড়িতে ফিরতে পারবো।
জাহাজটি থেকে ১১ লাখ লিটার তেলের মধ্যে চার লাখ লিটার পেট্রোল ও ডিজেল সরিয়ে ডিপোতে নেওয়া হয়েছে। রোববার সকাল থেকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টর্গাড ও বিআইডব্লিউটিএ এর উদ্ধার কর্মীরা। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ইতোমধ্যে তাঁরা কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন।
এদিকে, এখনো নিখোঁজ রয়েছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা ও জাহাজের মাস্টার রুহুল আমিন খান, সুপার ভাইজার চাঁদপুর সদরের মাসুদুল আলম বেল্লাল ও জাহাজের চালক পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সরোয়ার হোসেন।
বরিশাল কোস্টগার্ডের অপারেশন অফিসার মো. শাফায়েত ইনকিলাবকে বলেন, বিস্ফোরণের ফলে জাহাজের একটি পাট উড়ে পানির নিচে চলে গেছে। আমরা পানির নিচে ওই জিনিসটা শনাক্ত করতে সক্ষম হয়েছি। পানির নিচে যেগুলো আছে, তা অত্যন্ত ধারালো আঁকাবাঁকা হয়ে আছে। সে কারণে গভীরে যাওয়া যাচ্ছে না। নিখোঁজদের সন্ধানে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি।
পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান বলেন, আমরা ইতোমধ্যেই তেল ডিপোতে নেওয়ার কাজ করছি। চার লাখ লিটার তেল সরিয়ে নেওয়া হয়েছে। দেখুন আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, যাতে নিখোঁজদের খুঁজে বের করা যায়। এখানে আমাদের আন্তরিকতার কোন ঘাটতি নেই। যতদিন পর্যন্ত লাশ পাওয়া না যাবে, ততদিন পর্যন্ত নদীতে অভিযান চালানো কথা বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর নন্দিনি-২ নামের জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর তীরে তেলের ডিপুতে তেল খালাস করা জন্য ১১ লাখ লিটার পেট্রোল ও ডিজেল ভর্তি করে আসে। জাহাজটি নোঙর করা অবস্থায় নদীর অপর প্রান্তে শনিবার দুপুর দুইটার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। আগুনে দগ্ধ হয় জাহাজের শ্রমিক শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭), ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)। তাঁরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ধামরাইয়ে সাবেক পৌর মেয়র উপজেলা আ' লীগের সাধানর সম্পাদক গোলাম কবির গ্রেফতার
আগামীকাল প্রকাশিত হচ্ছে নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল
২০২৫ সালে মুক্তি পেতে যাচ্ছে অমিতাভ রেজার 'রিকশা গার্ল' সিনেমা
ধামরাইয়ে সাবেক পৌর মেয়র উপজেলা আ' লীগের সাধানর সম্পাদক গোলাম কবির গ্রেফতার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
পাঠ্যপুস্তক থেকে নোংরা শব্দ বাদ দিতে হবে শিক্ষা ব্যবস্থাকে অধিকাংশ মানুষের চেতনার আলোকে সাজাতে হবে
নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত শ্রমিকদল নেতার ৬ দিন পর মৃত্যু
১০ মামলার আসামী সিলেট মহানগর আ‘লীগ নেতা বিজিত গ্রেপ্তার
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
নারী উদ্যোক্তাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মসূচি
হিমেলের দুচোখ হারানো মামলা মির্জাপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আল্লাহর একাত্ববাদ কায়েম করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে
কুয়াকাটায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬৭ হাজার জরিমানা
ভ্রমণকারীদের জন্য মেডিকেল ডেবিট কার্ড নিয়ে এল ভিসা ও ব্র্যাক ব্যাংক পিএলসি
সংস্কারবিহীন নির্বাচন দেশে নব্য ফ্যাসিবাদের জন্ম দেবে
নেত্রকোনার পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
আটঘরিয়ায় নারীর মৃতদেহ উদ্ধার
রামপালে ইউপি চেয়ারম্যান নাসির বরখাস্ত
রাজবাড়ীর কালুখালীতে এনআরবিসি ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান শাখায় অপ্রীতিকর ঘটনা