তিন জেলায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত
০৫ জুলাই ২০২৩, ১১:১৭ পিএম | আপডেট: ০৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জ, নীলফামারীর, শেরপুরে বন্যা দেখা দিয়েছে। এসব জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা জানান, উজানে ভারী বর্ষণের ফলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেই সঙ্গে বাড়ছে অভ্যন্তরীণ করতোয়া, ফুলজোড় ও বড়াল নদীর পানি। গতকাল সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১.৬০ মিটার। গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩.১২ মিটার। গত ২৪ ঘণ্টায় ২৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৬৮ সে.মি. মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও অভ্যন্তরীণ করতোয়া, ফুলজোড়, ইছামতি নদীসহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে যমুনায় পানি বাড়ার ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ফসল ডুবে যাওয়ার আশঙ্কা করছে চর এলাকার কৃষকরা। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, উজানে ও দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টির কারণে যমুনার পানি বাড়ছে। এতে চরাঞ্চলের নিম্নভূমিগুলো প্লাবিত হচ্ছে। ইতোমধ্যে অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়তে শুরু করেছে।
ডোমার (নীলফামারী) উপজেলা সংবাদদাতা জানান, উজানের পাহাড়ী ঢলে তিস্তার পানি বাড়লেও বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল দুপুর থেকে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডিমলা ও জলঢাকা উপজেলার নদী তীরবর্তী অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাষ কেন্দ্র সূত্র জানায়, গতকাল দুপুর থেকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
একদিকে কয়েকদিনের টানা বর্ষণ অন্যদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ও খালিশাচাপানি, ঝুনাগাছ চাপানি ইউনিয়ন ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা ও শৌলমারী ইউনিয়নের ২০টি গ্রামের ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিশুদ্ধ খাবার পানি অভাবে মানুষজন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। পানিবন্দি এসব মানুষ হাঁস-মুরগী, গরু-ছাগল, নিয়ে পড়েছে চরম বিপাকে। বাড়ি-ঘর, আবাদি জমির ফসল, গাছ-পালা পানিতে তলিয়ে যাওয়ায় তারা তিস্তার বাঁধে আশ্রয় নিয়েছে।
নালিতাবাড়ী (শেরপুর) উপজেলা সংবাদদাতা জানান, ঈদের দুদিন আগে থেকেই বর্ষণ। কখনো টানা আবার কখনো থেমে থেমে বৃষ্টি। এই বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে নদীর পানি। ধেয়ে আসছে পাহাড়ি ঢল। পানিতে টইটুম্বর নদী ফলে নিম্নাঞ্চলের মাঠঘাট, খাল-বিল প্লাবিত হচ্ছে। শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতি ও শ্রীবরদীর নদীগুলো দিয়ে ধেয়ে চলছে পাহাড়ি ঢল। একদিকে বৃষ্টি অপরদিকে পাহাড়ি ঢলের পানিতে নিচু অঞ্চলের মাঠ-ঘাট, খাল-বিল, ডোবা তলিয়ে যাচ্ছে। বিশেষ করে নালিতাবাড়ীর যোগানিয়া, কলসপাড় ও মরিচপুরান ইউনিয়নের নিচু অঞ্চলে ঢলের পানিতে থৈ থৈ করছে। উজানে বৃষ্টির কারণে ভোগাই, চেল্লাখালী, মহারশি নদী ঢলের পানিতে প্রাণ ফিরে পেয়েছে। বৃষ্টির পানিতে ধসে গেছে গেরামারা গ্রামের বড় দুটি সেতু সংলগ্ন পাকা রাস্তার কিছু অংশ। এসব অঞ্চলে প্রতিদিন বাড়ছে পানি। ফলে নিম্নাঞ্চলের মানুষ রয়েছে বন্যার শঙ্কায়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ব্রাহ্মণপাড়ায় আতঙ্কের আরেক নাম অবৈধ ট্রলি ট্রাক্টর
টেস্টে ফেরা আরও দীর্ঘ হচ্ছে রশিদের
দেশের ৯৮ ভাগ মানুষ মুসলমান, ২ ভাগ অন্য ধর্মাবলম্বী: বিশ্ব জরিপ সংস্থা
কাপ্তাইয়ে চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চে শুভ বড় দিন উদযাপন
ক্ষমতাচ্যুত আ.লীগ জনগণ থেকে সম্পূর্ণরুপে বিচ্ছিন্ন ছিল: আমিনুল হক
চার দিন ধরে স্কুল ছাত্রী নিখোঁজ, থানায় অপহরণের অভিযোগ
মুন্সীগঞ্জে হত্যা মামলায় ২ ইউপি চেয়ারম্যান গ্রেফতার
তোরেসকেও হারাল বার্সা
সিলেটে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন
সৌদিতে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের ২ যুবক নিহত
বরগুনা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সোহেল হাফিজ সভাপতি, সালেহ্ সম্পাদক
চাঁদপুরে জাহাজে নিশংস হত্যাকাণ্ড: ৭ দিনের রিমান্ডে ইরফান
টঙ্গীতে হত্যার প্রতিবাদে সোনারগাঁওয়ের বিক্ষোভ সমাবেশ
মাদারীপুরের শিবচরে ঘর পেয়ে খুশি বাক ও শ্রবন প্রতিবন্ধি আলেকজান বেগম
পুঠিয়া-দূর্গাপুরের সাবেক সাংসদ ডা. মনসুর রহমানের বিরুদ্ধে দুদকের মামলা
সরকারি পৃষ্ঠপোষকতাসহ পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে কুষ্টিয়ায় নেই পর্যটকের ভিড়
পিলখানা হত্যাকাণ্ড দিয়ে শুরু হয়েছিল হাসিনার ফ্যাসিবাদের যাত্রা: মাওলানা শাহজাহান
আটঘরিয়ায় জমিজমা সংক্রান্ত পূর্ব শক্রতার জেরে প্রকাশ্যে অবসরপ্রাপ্ত প্রকৌশলীকে কুপিয়ে জখম
মনোহরগঞ্জে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলেন উপজেলা প্রশাসনের ৯ কর্মকর্তা
হুথির হামলায় পালানোর সময় ৯ ইসরায়েলি আহত