দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ আজ
০৬ জুলাই ২০২৩, ১১:১৯ পিএম | আপডেট: ০৭ জুলাই ২০২৩, ১২:০১ এএম
সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আজ বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। নেতৃবৃন্দ বলেন, মুসলিম বিশ্ব থেকে সুইডেনের দূতাবাস বন্ধ করে দিতে হবে এবং মুসলিম দেশগুলোকেও সুইডেন থেকে তাদের দূতাবাস সরিয়ে নিয়ে সুইডেনকে চরম শিক্ষা দিতে হবে। এছাড়া সুইডেনের সকল পণ্য বর্জন করতে হবে।
ইসলামী আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণ : সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। দলের নেতৃবৃন্দ এ বিক্ষোভ কর্মসূচি সফল করার আহবান জানিয়েছে। বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে সুইডেনে পবিত্র কোরআনে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুইডেনের সকল পণ্য বর্জন এবং দেশটির বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিতে মুসলিম উম্মাহর প্রতি আহবান জানানো হয়েছে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানরী : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম গতকাল এক বিবৃতিতে আজকের বিক্ষোভ সমাবেশ সফল করার আহবান জানিয়ে বলেন, সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনকে অপমান করে সুইডেন অত্যন্ত জঘন্য কাজ করেছে। তিনি বলেন, পৃথিবীর কোটি কোটি মুসলমান এই মূহুর্তে মুসলিম রাষ্ট্রপ্রধানদের কাছে এই ধৃষ্টতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ প্রত্যাশা করছে। মুসলিম বিশ্ব থেকে সুইডেনের দূতাবাস বন্ধ করে দিতে হবে এবং মুসলিম দেশগুলোকেও সুইডেন থেকে তাদের দূতাবাস সরিয়ে নিয়ে সুইডেনকে চরম শিক্ষা দিতে হবে। এছাড়া সুইডেনের সকল পণ্য বর্জনেও দাবি জানান তিনি।
জামায়াতে ইসলামী বাংলাদেশ : সুইডেনে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় আজ শুক্রবার দেশব্যাপী প্রতিবাদ মিছিল করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল করার আহŸান জানান।
তিনি বলেন, সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনা বিশ্বের কোটি কোটি মুসলমানকে মর্মাহত করেছে। এই অন্যায় ঘটনার প্রতিবাদ জানানো সকল ধর্মপ্রাণ মুসলমানের ঈমানী দায়িত্ব। বাংলাদেশের মানুষ যাতে এই প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণভাবে করতে পারে সে জন্য আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি : সম্প্রতি সুইডেনে সন্ত্রাসী কুলাঙ্গার পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে চরম আঘাতের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা ছরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।
গতকাল বৃহস্পতিবারএক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আমার মুসলমান কিন্তু অনন্য সকল ধর্মীয় মত ও ধর্মগ্রন্থকে সম্মান করি। ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী অন্য ধর্মে আঘাত করা বা হেয় প্রতিপন্ন করা ইসলাম ধর্মের শিক্ষা নয়। বাক স্বাধীনতার নামে পবিত্র কোরআন পুড়ানোর জঘন্য মর্মান্তিক কুকর্মের পিছনে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা রয়েছে এটা কোন ভাবেই হাল্কা করে দেখার সুযোগ নেই। তার প্রমাণ সুইডিশ সরকার অপরাধীর বিরুদ্ধে কোন ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করেনি।
নেতৃদ্বয় বিশ্ব মুসলিম উম্মাহকে রাষ্ট্রীয় পদক্ষেপের মাধ্যমে এর সমুচিত জবাব দেয়ার আহবান জানান নইলে সারা বিশ্বে ধর্মীয় সংঘাত শুরু হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলন: সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর কামরাঙ্গীরচর মাদরাসা থেকে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশ ও মিছিলে সভাপতিত্ব করবেন দলের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ কোরআন প্রেমিক সর্বস্তরের তাওহীদের জনতা। ইসলামী আন্দোলন ঢাকা জেলা দক্ষিণ : সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদ হিসেবে সুইডেনের পণ্য এবং মুসলিম বিশ্ব থেকে সুইডেনকে বয়কট করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ সভাপতি আলহাজ হাফেজ জয়নুল আবেদীন,সহসভাপতি আলহাজ সুলতান আহমেদ খান, সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারী আলহাজ শাহীন আহমদ। নেতৃবৃন্দ আজকের বিক্ষোভ সমাবেশ সফল করার আহবান জানিয়েছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করলেন উপদেষ্টা
বগুড়ার ধুনট পল্লীতে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা ছিনতাই
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ
সিদ্দিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
নাচোলে পিয়ারাবাগানে এক গৃহবধূ খুন
৫ জানুয়ারি থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু
নোয়াখালীর সুবর্ণচরে মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের
কারখানায় আগুন, পরিদর্শনে হাতেম
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
শ্রীপুরে ভুয়া মেজর আটক
প্রশ্ন: কিসব কারণে বিয়ের বরকত নষ্ট হয়ে যায়?
মানবাধিকার প্রতিষ্ঠার অনুপম দৃষ্টান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা:)
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)