বগুড়ায় ১জনের মৃত্যু চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৭৪জন আক্রান্ত

ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১১ জুলাই ২০২৩, ১১:১১ পিএম | আপডেট: ১২ জুলাই ২০২৩, ১২:০০ এএম

দেশে ডেঙ্গু জ্বর ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। মৃত্যের সংখ্যাও বেড়ে যাচ্ছে। দেশের বিভিন্ন হাসপাতালে সোমবার (১০ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১১ জুলাই) পর্যন্ত এক হাজার ৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। যা এ বছর একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৮ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৪২৬ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। এর বাইরে রাজধানীর বিভিন্ন ক্লিনিকে শত শত রোগী চিকিৎসা নিচ্ছেন। ক্লিনিকে পরীক্ষা করিয়ে হাজার হাজার রোগী বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরো সাত জনের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে ২৪ ঘণ্টায় এর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে এতজন মারা যায়নি। এ নিয়ে ডেঙ্গুতে দেশে চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৩ জনের মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট তিন হাজার ৩০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে দুই হাজার ৩০৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সারাদেশে এখন পর্যন্ত ১৪ হাজার ৮৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১০ হাজার ২৯২ জন এবং ঢাকার বাইরে চার হাজার ৬০৫ জন।
এ ছাড়া হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৫১১ জন। এর মাঝে ঢাকায় সাত হাজার ৯২১ এবং ঢাকার বাইরে তিন হাজার ৫৯০ জন। এর আগে, চলতি মৌসুমের ডেঙ্গু পরিস্থিতিকে আশঙ্কাজনক বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী গতবছর ডেঙ্গু মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন।
সারাদেশে বেড়েছে ডেঙ্গু জ্বরের আতঙ্ক। এরমধ্যে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এছাড়া বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক বৃদ্ধ মারা গেছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনÑ
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৭৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন করে আক্রান্তদের মধ্যে ৩৭ জন সরকারি ও ৩৭ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯৮ জন চিকিৎসাধীন আছেন। চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ১৪ জন। মারা গেছেন ১৩ জন।
বগুড়া ব্যুরো জানায়, বগুড়াতেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। এতে আক্রান্ত হয়ে এক বৃদ্ধ মারা গেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত হাফিজার রহমান নন্দীগ্রাম উপজেলার কুমিড়ার বাসিন্দা।
মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিক আমিন কাজল জানান, গত বুধবার হাফিজার রহমানের জ্বর আসে। তিনি শনিবার বগুড়া শহরের একটি ক্লিনিকে ভর্তি হন। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। সেখান থেকে গত সোমবার দুপুরে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ডেঙ্গুর প্রতিক্রিয়ায় তার রক্তচাপ বেড়ে গিয়েছিল। এ ছাড়া দেহে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য ছিল না। গতকাল মঙ্গলবার সকালে তিনি মারা যান। তিনি আরও বলেন, ‘হাফিজার রহমানের নাতি ঢাকার একটি স্কুলে পড়াশোনা করে। ঈদের ছুটিতে সে জ্বর নিয়ে নানাবাড়ি আসে। হাফিজার রহমানের মৃত্যুর কারণ হিসেবে ওই ঘটনাকেও পর্যবেক্ষণ করা হচ্ছে।’
বগুড়ায় বর্তমানে তিনজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে দু’জন এবং শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন। এ ছাড়া জেলায় এখন পর্যন্ত ৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন বলে জানা গেছে।
শরীয়তপুর জেলা সংবাদদাতা জানান, শরীয়তপুর সদর হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। যাদের অধিকাংশই বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন। আবার অনেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চলে যাচ্ছেন। এদিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়ার জন্য খোলা হয়নি আলাদা কোন ওয়ার্ড। এ কারণে অন্য রোগীদের সাথে রেখেই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
শরীয়তপুর সদর হাসপাতাল সূত্র জানায়, শরীয়তপুর সদর হাসপাতালটি ১০০ শয্যার। গতকাল মঙ্গলবার হাসপাতালে ভর্তি রোগী রয়েছেন ২৩৩ জন। ১০০ রোগী শয্যা পেলেও বাকি ১৩৩ জন রোগিকে মেঝে ও করিডোরে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। শরীয়তপুর সদর হাসপাতালে গত ২৪ জুন প্রথম ডেঙ্গু রোগী ভর্তি হন। এ পর্যন্ত ৫৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল মঙ্গলবার সদর হাসপাতালে ১৭ জন রোগী ভর্তি রয়েছেন। প্রতিদিন বহিঃবিভাগে ৫০ থেকে ৬০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন।
সদর হাসপাতালের নারী ওয়ার্ড ও পুরুষ ওয়ার্ডের শয্যায় এসব রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। সেখানে তাদের জন্য আলাদা কোন ব্যবস্থা রাখা হয়নি। কোন রোগীকে মশারি টাঙ্গিয়েও রাখা হচ্ছে না। শরীয়তপুর সদরের পালং ইউনিয়নের ভুচুরা গ্রামের মনিকা আক্তার এক সপ্তাহ যাবৎ অসুস্থ। ৭ জুলাই সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে তার ডেঙ্গু শনাক্ত হয়। মনিকা আক্তার বলেন, জ্বর না কমার কারণে খারাপ কিছু হয়েছে এমন সন্দেহ হয়। হাসপাতালে রক্ত পরীক্ষা করে জানতে পারি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি।
সদর উপজেলার বুড়িরহাট এলাকার মৃত আজিজ সরদারের স্ত্রী মালেকা বেগম ৩ জুলাই থেকে জ্বরে আক্রান্ত। স্বজনরা ৮ জুলাই সদর হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। নারী ওয়ার্ডে থেকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুমন কুমার পোদ্দার বলেন, শরীয়তপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু রোগীদের জন্য এখনো আলাদা কোন ওয়ার্ড খোলা হয়নি। সাধারণ ওয়ার্ডে রেখেই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতি এমন থাকলে দু-একদিনের মধ্যেই আলাদা একটি ওয়ার্ড খোলা হবে। বহিঃবিভাগে ও আন্তঃবিভাগে ডেঙ্গু রোগীদের সঠিকভাবেই চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ডেঙ্গু পরীক্ষার কিটের স্বল্পতা রয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
আরও

আরও পড়ুন

জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে

জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে

হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা

হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা

সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক

সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা

সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী

সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী

খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল

খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল

থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান

থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান

হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই

হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই

সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন

সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন

সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি

সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি

‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’

‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’

আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক

আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক

বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম

বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম

ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩

ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩

নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ

নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ

হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী

হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী

হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম

হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম

চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক

চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক

ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া

১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া