রাজধানীজুড়ে ২০ হাজার ফোর্স
১১ জুলাই ২০২৩, ১১:৩১ পিএম | আপডেট: ১২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
বিএনপির সমাবেশকে ঘিরে কোনো ধরণের নাশকতার আশঙ্কা করছে না পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা। তবে প্রস্তুতির কোন কমতি নেই আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। রাজধানী জুড়ে ২০ হাজার ফোর্স মোতায়েন করা হচ্ছে। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আজকের (বুধবার) সমাবেশকে ঘিরে এ প্রতিক্রিয়া জানিয়েছে পুলিশের পদস্থ এক কর্মকর্তা।
গতকাল রাতে ২৩ শর্তে বিএনপিকে বুধবারের সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে বিএনপিকে। একই সাথে বায়তুল মোকাররমের দক্ষিন গেটে আওয়ামীলীগকে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ। ডিএমপির একজন কর্মকর্তা ইনকিলাবকে বলেন, ২৩টি শর্তসাপেক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। রাতে বৈঠকের পর শর্তসাপেক্ষে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেয়া হয়। অন্যদিকে বুধবার আওয়ামীলীগকেও একই শর্তে সমাবেশ করার অনুমতি হয়েছে। বায়তুল মোকাররমের দক্ষিন গেটে আওয়ামীলীগকে সমাবেশ করার অনুমতি দেয়া হয় পুলিশের পক্ষ থেকে।
সূত্র জানায়, গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি উপস্থিত থেকে নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনারকে। ওই বৈঠকের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত ডিএমপি সদর দফতরে সকল কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে পুলিশ কমিশনার। ওই বৈঠকে সমাবেশে যেন বাধা না দেয়া হয়, সে বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।
সূত্র জানায়, অতীতে বিভিন্ন সময় বিরোধী দলের সমাবেশের আগে মহানগরীতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হলেও এবার তা করা হচ্ছে না। বিএনপির পক্ষ থেকে সমাবেশে ব্যাপক লোক সমাগম ঘটানো হবে। তাই পুলিশ অত্যন্ত সতর্ক অবস্থায় থাকবে।
ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুক ইনকিলাবকে বলেন, বুধবার দুইটি বড় রাজনৈতিক দলের বৃহৎ সভা অনুষ্ঠিত হবে। একটি আওয়ামী লীগের। অন্যটি বিএনপির। দুইটি সভাই কাছাকাছি স্থানে। সভা দুইটিকে কেন্দ্র করেই আমরা নিরাপত্তা ছক প্রণয়ন করেছি। ইতোমধ্যে আমরা সমবেশের স্থান পরিদর্শন করেছি। তিনি বলেন, সমাবেশে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। ইতোমধ্যে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ সদস্যরা কাজ শুরু করেছে। আশা করছি কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সমাবেশ শেষ হবে।
ডিএমপি মিডিয়া সেন্টারের ডিসি ফারুক হোসেন বলেন, সমাবেশকে ঘিরে আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। অগ্রীম গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছি। কেউ গাড়ি ভাংচুর, অগ্নিসন্ত্রাস বা নাশকতা সৃষ্টি করতে পারে কিনা সে বিষয়ে গোয়েন্দারা কাজ করেছে। এখনো পর্যন্ত অপ্রীতিকর কোনো কিছুর তথ্য পাওয়া যাযনি। তবে পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। সমাবেশ ঘিরে ঢাকার বাইরে থেকে কোনো ফোর্স আনা হবে কিনাÑ জানতে চাইলে ডিসি বলেন, আমরা পর্যাপ্ত ফোর্স মোতায়েন করবো। ঢাকার বাইরে থেকে কোনো ফোর্স আনার প্রয়োজন নেই। যানচলাচল স্বভাবিক রাখা এবং অফিস আদালত চালু রাখাসহ নগরবাসীর ভোগান্তি কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সমাবেশে যেন বাধা না দেয়া হয়, সে বিষয়ে পুলিশের উচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায়ে নির্দেশনা দেয়া হয়েছে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের। পাশাপাশি যে কোনো ধরনের নাশকতা এড়াতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের শীর্ষ কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডিএমপি সদর দফতরে পৃথক বৈঠক করেছেন।
ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা ইনকিলাবকে বলেন, সামগ্রিক পরিস্থিতিতে র্যাব, সিআইডি, পিবিআই, শিল্প পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এপিবিএন, নৌ পুলিশ এবং হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটকে নিজ নিজ দায়িত্ব পালনে অধিকতর তৎপর হতে বলা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এরই মধ্যে অগ্রিম নিরাপত্তা ব্যবস্থা গতকাল থেকে শুরু হয়েছে। এসবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে সক্রিয় আছে। মাঠ পর্যায়ে যে কোনো ধরনের লজিস্টিক সাপোর্ট দিতে পুলিশ সদর দপ্তর প্রস্তুত আছে।
তিনি আরো বলেন, বিএনপির সমাবেশ ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য পুলিশ যথেষ্ট তৎপর। মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। যেকোনো পরিস্থিতিতে পুলিশ পেশাদারিত্ব ও আইনানুগ দায়িত্ব পালন করবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া