ভারত গেলেন ক্যাসিনোর সম্রাট
১৬ জুলাই ২০২৩, ১০:৫৫ পিএম | আপডেট: ১৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আবেদন শুনানির একদিন আগে ভারত পাড়ি জমিয়েছেন ক্যাসিনোকা-ের আলোচিত চরিত্র বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী স¤্রাট। গতকাল রোববার ছিল স¤্রাটের বিদেশযাত্রার অনুমতি বাতিল সংক্রান্ত আবেদনের শুনানি। এর ঠিক একদিন আগেই ভারতের উদ্দেশ্যে দেশত্যাগ করেন তিনি। আবেদনের শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামি ১ আগস্ট। চিকিৎসার জন্য বিদেশযাত্রার জন্য আদালতের অনুমতি নেন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন মামলার আসামি ইসমাইল হোসেন চৌধুরী স¤্রাট। অনুমোদন স্থগিত চেয়ে গত ১৩ জুলাই হাইকোর্টে আবেদন করে দুর্নীতি দমন কমিশন। শুনানির একদিন আগে স¤্রাটের দেশত্যাগ করার বিষয়টি গতকাল আদালতের দৃষ্টিতে আনা হয়। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির হায়াতের ডিভিশন বেঞ্চ আবেদন শুনানির উপরোক্ত তারিখ ধার্য করেন।
দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। স¤্রাটের পক্ষে অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী শুনানি করেন। আদালত থেকে বেরিয়ে আসামিপক্ষের আইনজীবী জানান, আদালতের অনুমতি নিয়ে ১৫ জুলাই চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়েছেন স¤্রাট। আগামী ২৫ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে। স¤্রাট নিজেই আমাকে এমনটি জানিয়েছেন। আমি যেটুকুন জানি তা আদালতকে জানিয়েছি।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, স¤্রাট গত বছরের মে মাসে অসুস্থতার সার্টিফিকেট দেখিয়েছেন। তখন স¤্রাটের আইনজীবী বলেন, ভিসা পাওয়ায় শনিবার তিনি চিকিৎসার জন্য বিদেশ চলে গেছেন।
গত ১ জুন স¤্রাটকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন বিচারিক আদালত। সেইসঙ্গে আদালত স¤্রাটের পাসপোর্ট তার জিম্মায় দেয়ার আদেশ দেন। ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমামের কোর্টে মামলার বিচার চলছে।
বিদেশযাত্রার আবেদনে স¤্রাটের আইনজীবী বলেন, স¤্রাট কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আগেই আবেদন করেছিলেন তিনি। একইসঙ্গে পাসপোর্ট তার জিম্মায় দেয়ার অনুমতি চাওয়া হয় আদালতের কাছে। শুনানি নিয়ে আদালত আদেশ দিয়েছেন।
আইনজীবী আফরোজা আরও জানান, স¤্রাটের পাসপোর্ট তার জিম্মায় দেয়ার আদেশ হয়েছে। তবে আদালত শর্ত দিয়েছেন, পাসপোর্ট হাতে পাওয়ার পর চিকিৎসার জন্য স¤্রাট একমাস বিদেশে অবস্থান করতে পারবেন। তিনি তার পাসপোর্ট সর্বোচ্চ দুইমাস নিজের জিম্মায় রাখতে পারবেন। পরে তাকে তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে।
অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর স¤্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তার বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ২৬ নভেম্বর স¤্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।
চার্জশিটে তার বিরুদ্ধে ২শ’ ২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এছাড়া ২১৯ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
চার হাজার কোটি টাকা আত্মসাত অনুসন্ধানে দুদক
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৫
রাজধানীর সাইনবোর্ডে এলাকায় ট্রাক চাপায় পথচারীর মৃত্যু
৭ মাসেও মালয়েশিয়াগামী কর্মীরা টাকা-পাসপোর্ট ফেরত পায়নি
জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচার দাবিতে জাবি শিক্ষার্থীর আমরণ অনশন
উচ্চ স্বরে হইচই করায় সারদা পুলিশ একাডেমির ৮ এসআইকে তলব
ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু
তারেক রহমানের ৩১ দফায় শিক্ষকদের সুখবর আছে -ডা. মাজহার
মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশিকায় ট্রান্সজেন্ডার গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত
জাবিতে শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর মাফরুহী সম্পাদক প্রফেসর বোরহান
নগরবাসীকে পানিতে কষ্ট দিতে সরকারবিরোধী চক্র সক্রিয়
মতলবে নুরুল হুদা স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে ওমর সানি
ফুলবাড়িয়ায় ২ দুই কর্মকর্তাকে বরখাস্ত ও ঠিকাদারে লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন
গুরুদাসপুরে অবৈধ ৯টি ইট ভাটায় ২৮ লাখ টাকা জরিমানা
না ফেরার দেশে জুলিয়েট, স্তব্ধ হলিউড
বিএনপি নেতা গয়েশ্বর রায়ের স্ত্রী মারা গেছেন
নোয়াখালীর সুবর্ণচরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন
কেরানীগঞ্জে আটিবাজারে জায়গা দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
সিদ্ধান্ত প্রত্যাখ্যান চিকিৎসকদের, অবরোধ অব্যাহত
নগরবাসিকে পানিতে কষ্ট দিতে সরকারবিরোধী চক্র সক্রিয়