ঢাকা   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১

পদযাত্রাতেও মানুষের ঢল নামাতে চায় বিএনপি

Daily Inqilab ফারুক হোসাইন

১৬ জুলাই ২০২৩, ১১:০৫ পিএম | আপডেট: ১৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের ১ দফা দাবি আদায়ে কাল থেকে মাঠে নামছে বিএনপি। এদিন ঢাকা মহানগরসহ সকল বিভাগীয় ও জেলা পদযাত্রা কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা। গত ১২ জুলাই নয়াপল্টনের সমাবেশে লাখো মানুষের ঢল, মেহনতী মানুষের পদযাত্রা ও তারুণ্যের সমাবেশে ব্যাপক মানুষের অংশগ্রহণের পর এবার ঢাকার পদযাত্রাতেও দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের ঢল নামাতে চায় দলটি। এজন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভা, লিফলেট বিতরণ করছেন কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।

গত ১২ জুলাই নয়াপল্টনের সমাবেশ থেকে ১ দফা (সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা) ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দাবি আদায়ে ওই সমাবেশ থেকেই ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন তিনি। এর মধ্যে ১৮ জুলাই ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগীয় ও জেলা শহরে একই সঙ্গে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে। ১৯ জুলাই কেবল ঢাকা মহানগরে পদযাত্রা করবে বিএনপি।

এর মধ্যে ঢাকায় ১৮ জুলাই পদযাত্রা গাবতলী থেকে শুরু হয়ে শেষ হবে রায়সাহেব বাজার মোড় (বাহাদুর শাহ পার্ক)। বিএনপি দপ্তর সূত্রে জানা যায়, পদযাত্রাটি গাবতলী, টেকনিক্যাল মোড়, মিরপুর-১, মিরপুর-১০ গোল চত্ত্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও তালতলা, বিজয় স্মরণী, কাওরান বাজার, এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল শাপলা চত্ত্বর, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড় যাবে।

আর ১৯ জুলাই আব্দুল্লাপুর থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হবে যাত্রাবাড়ী চৌরাস্তা। দ্বিতীয় দিনের পদযাত্রাটি আব্দুল্লাহপুর, বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রীজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা গিয়ে শেষ হবে।

মহানগর বিএনপি সূত্রে জানা যায়, পদযাত্রা কর্মসূচি সফল করতে ইতোমধ্যে মহানগর উত্তর ও দক্ষিণের পক্ষ থেকে থানা ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে যৌথ সভা করা হয়েছে। সভায় ১২ জুলাই সমাবেশ সফল করতে নেতাকর্মীরা যেভাবে ভূমিকা রেখেছিলেন ঠিক একই রকম ভূমিকা পালন করতে নির্দেশনা দেয়া হয়েছে। এই কর্মসূচিতে শুধু নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষও যেন স্বত:স্ফূর্তভাবে অংশ নেয় সেজন্য প্রতিটি ওয়ার্ড ও থানায় থানায় প্রচারণা, লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর বেইলি রোড এলাকায় এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামসহ দক্ষিণের নেতাকর্মীরা নয়াপল্টনে লিফলেট বিতরণ করেছেন।

এসময় রুহুল কবির রিজভী বলেন, আগামী ১৮ এবং ১৯ তারিখে বিএনপির পদযাত্রা কর্মসূচি এই অবৈধ সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন সরকারের দাবিতে। এই দাবিতে আমাদের অবিরাম পথযাত্রা চলবে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত।

পদযাত্রার প্রস্তুতি সম্পর্কে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি, আমাদের কর্মসূচির কথা বলছি। সকলেই ব্যাপক উৎসাহ দেখাচ্ছেন। আশা করি সমাবেশের মতো পদযাত্রাতেও বিপুল সংখ্যক মানুষের ঢল নামবে।

মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেন, বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষের কোন আস্থা নেই। তারা এই রেজিমের পরিবর্তন চান। এজন্য বিএনপি যখনই কর্মসূচি ডাক দিচ্ছে তারা দলে দলে ছুটে আসছেন, অংশ নিচ্ছেন। আমাদের আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের যে ১ দফা দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন সেই দাবি আদায়ে পদযাত্রাসহ আগামী দিনের যে কোন কর্মসূচিতেও নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, মানুষ এই সরকারের দুঃশাসনে অতিষ্ট। এজন্য লক্ষ্য করলে দেখবেন যখনই কোন প্রতিবাদের সুযোগ পেয়েছে তারা অংশগ্রহণ করেছে। গতবছরের আগস্ট থেকে বিএনপি যে ধারাবাহিকভাবে আন্দোলনের কর্মসূচিগুলো পালন করছে তার প্রতিটিতে আগেরটির তুলনায় মানুষের অংশগ্রহণ বেড়েছে। কারণ মানুষ এই সরকারের দুঃশাসন, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন থেকে মুক্তি চায়।
আলাল বলেন, বিএনপি ১ দফা ঘোষণার মধ্য দিয়ে সরকারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। এখন দেশের জনগণ যেকোন মুহূর্তে তাদেরকে মাঠের বাইরে বের করে দেবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের

চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের

পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম

পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম

ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী

ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী

আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী

আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী

হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই

হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই

ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার

ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার

ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে

ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে

কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক

কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক

জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে

জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে

শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ

শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ

ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

গাজীপুরে বিএনপি নেতার উপর  হামলা

গাজীপুরে বিএনপি নেতার উপর হামলা

চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার

চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার

বিভিন্ন বিভাগ ছোট হচ্ছে পাকিস্তানে

বিভিন্ন বিভাগ ছোট হচ্ছে পাকিস্তানে

আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি

আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি

গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স

গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স

৪ ভূখ-কে অন্তর্ভুক্ত করে ইসরাইলি মানচিত্র প্রকাশ

৪ ভূখ-কে অন্তর্ভুক্ত করে ইসরাইলি মানচিত্র প্রকাশ

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

চলতি বছর বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার পূর্বাভাস

চলতি বছর বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের নাম মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ

যুক্তরাষ্ট্রের নাম মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ