১ দফা দাবিতে ঢাকাসহ সারাদেশে বিএনপির পদযাত্রা আজ
১৭ জুলাই ২০২৩, ১১:৩৮ পিএম | আপডেট: ১৮ জুলাই ২০২৩, ১২:০১ এএম
স্টাফ রিপোর্টার
সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের ১ দফা দাবি আদায়ে আজ থেকে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। সকাল ১০টা থেকে ঢাকা মহানগরসহ সকল বিভাগীয় ও জেলা পদযাত্রা কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা। ঢাকায় আজ পদযাত্রা গাবতলী থেকে শুরু হয়ে শেষ হবে রায়সাহেব বাজার মোড় (বাহাদুর শাহ পার্ক)। বিএনপি দপ্তর সূত্রে জানা যায়, পদযাত্রাটি গাবতলী, টেকনিক্যাল মোড়, মিরপুর-১, মিরপুর-১০ গোল চত্ত্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও তালতলা, বিজয় স্মরণী, কাওরান বাজার, এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল শাপলা চত্ত্বর, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড় যাবে।
সকাল সাড়ে ১০ টায় গাবতলী এস এ খালেক বাস স্টেশনে পদযাত্রা কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান, সঞ্চালনা ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
একই দাবিতে আগামীকাল আব্দুল্লাপুর থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হবে যাত্রাবাড়ী চৌরাস্তা। দ্বিতীয় দিনের পদযাত্রাটি আব্দুল্লাহপুর, বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রীজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা গিয়ে শেষ হবে।
অন্যান্য দলের পদযাত্রা:
১ দফার দাবি আদায়ে বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনে থাকা আরো ৩৫টি রাজনৈতিক দল ও তাদের জোটও রাজধানীসহ সারাদেশে পদযাত্রা কর্মসূচি পালন করবে। এর মধ্যে- লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) আজকের পদযাত্রা সকাল ১১টায় রাজধানীর পূর্বপান্থপথস্থ এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে থেকে শুরু করে মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন হয়ে মতিঝিলে গিয়ে শেষ হবে। পদযাত্রায় এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম ও মহাসচিব ড. রেদোয়ান আহমেদ উপস্থিত থাকবেন। আগামীকাল সকাল ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে মগবাজার, মালিবাগ রেলগেট, খিলগাঁও হয়ে যাত্রাবাড়ী গিয়ে শেষ হবে।
জাতীয়তাবাদী সমমনা জোট :
আজ বেলা ১২টায় বিজয়নগর আল রাজী কমপ্লেক্স থেকে শুরু হয়ে কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত। আগামীকাল বেলা ১২টায় কমলাপুর স্টেডিয়াম হতে শুরু হয়ে বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা পর্যন্ত।
বাংলাদেশ লেবার পার্টি আজ বেলা ১১টায় পুরানা পল্টনে জমায়েত হয়ে প্রেসক্লাব, দৈনিক বাংলা, মতিঝিল, টিকাটুলী পর্যন্ত পদযাত্রা করবে। আগামীকাল বেলা ১১টায় পুরানা পল্টনে জমায়েত হয়ে নয়াপল্টন, ফকিরাপুল, মানিকনগর পর্যন্ত পদযাত্রা করবে। এতে নেতৃত্ব দেবেস লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
গণফোরাম আজ বিকেল ৩টায় আরামবাগ দলীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা করবে।
এছাড়া গণতন্ত্র মঞ্চ মিরপুর ১২ নম্বর থেকে শুরু করবে। এতে নেতৃত্বে দিবেন গণতন্ত্র মঞ্চ শীর্ষ নেতৃবৃন্দ। ১২ দলীয় জোট বেলা আড়াইটায় কাকরাইল মোড় থেকে মতিঝিল শাপলা চত্ত্বর পর্যন্ত পদযাত্রা করবে। গণ অধিকার পরিষদ (নুরু) বিকাল ৪ পুরানা পল্টন কালভাট রোড দলীয় অফিস সামনে থেকে পদযাত্রা বের করবে। গণ অধিকার পরিষদ (ডক্টর রেজা কিবরিয়া) বেলা ৩ টা জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে, গণতান্ত্রিক বাম ঐক্য জোট
সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে পদযাত্রা বের করে শাহবাগ হয়ে ধানম-ি পর্যন্ত যাবে। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে শাহবাগ পর্যন্ত পদযাত্রা করবে। ###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্তে আটক ৭
মতলব দক্ষিণে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
৫৭৫ কোটি টাকা মুনাফা করেছে রূপালী ব্যাংক
জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের জন্য হেলথকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ঢাবি দাবা প্রতিযোগিতা শুরু
জোকোভিচ-কিরগিওস জুটির বিদায়
গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বাড়ল
হাসিনার বিরুদ্ধে সিনেমা করে হুমকির মুখে তিশা
ডুয়েটে টেকনিক্যাল সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন মোরছালীন বাবলা
‘লেখাপড়া না করে দেশ শাসন করতে গেলে আ.লীগের মতো ভুল করার আশঙ্কা রয়েছে’
বিরলে অবৈধ সুদ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিরলে বুরো বাংলাদেশের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিরলে পৃথকভাবে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
লামায় অবৈধ ৭টি ইট ভাটায় অভিযান ৭লক্ষ টাকা জরিমানা
২৭ জানুয়ারি পবিত্র শব-ই-মিরাজ
সিলেটে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা
মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে