মন্ত্রণালয়ের কাজে সমন্বয়হীনতা দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৮ জুলাই ২০২৩, ১১:২৬ পিএম | আপডেট: ১৯ জুলাই ২০২৩, ১২:০০ এএম
বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের সমন্বয়হীনতা দূর করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে প্রকল্পের কাজে যেন ওভারল্যাপিং না হয়, সেই বিষয়েও সাবধানতা অবলম্বন করতে বলেছেন। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ নির্দেশনা দেন বলে বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান। একনেকে আমার গ্রাম আমার শহরের একটি পাইলট প্রকল্পসহ ১৫টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এসব বাস্তবায়নে ব্যয় হবে ১৮ হাজার ১০ কোটি ১২ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ১৯২ কোটি ৭ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৫ হাজার ২৩৩ কোটি ৪৩ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার তহবিল থেকে ৫৮৪ কোটি ৬২ লাখ টাকা ব্যয় করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার। এছাড়া আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য ইমদাদ উল্লাহ মিয়ান, একে এম ফজলুল হক এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড.শাহনাজ আরেফিনসহ কমিশনের অন্য সদস্যরা।
পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী প্রকল্পের কাজ সমন্বয় করতে বলেছেন। তিনি বলেছেন, নির্দিষ্ট আইন মেনে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। প্রকল্পের কাজে যেন ওভারল্যাপিং না হয়। ওভারল্যাপিং হলে অপচয় হয়, অপচয় আমরা চাই না। এক প্রকল্পের কাজ এক মন্ত্রণালয়ের নয়, এতে অনেক মন্ত্রণালয় সম্পৃক্ত থাকতে পারে। সবাইকে এক হয়ে কাজ করতে হবে। প্রকল্পের কাজ ওভারল্যাপিং হলে অর্থের অপচয় হয়। একই নামে যেন একাধিক প্রকল্প না আসে। বিভিন্ন মন্ত্রণালয়ের কাজে সমন্বয়হীনতা দূর করতে হবে। যার যার প্রকল্প সে বাস্তবায়ন করবে, তবে সমন্বয় করে কাজ করতে হবে। একনেক সভায় নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির বিষয়টি তোলা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে নির্মান সামগ্রীর দাম বাড়ায় সময় সময় রেট সিডিউল সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, জিনিস পত্রের দাম বাড়ায় নির্মাণ সামগ্রীর দাম বেড়েছে। ফলে যেসময় প্রকল্প নেওয়া হয়েছিল সেই তুলনায় এখন খরচ বৃদ্ধি পেয়েছে। ফলে প্রকল্পের কাজ সুষ্ঠভাবে বাস্তবায়নে স্বার্থে সময়ের সঙ্গে রেট সিডিউল সমন্বয় করতে হবে।
প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, উচ্চ আদালতে ট্যাক্স সংক্রান্ত অনেক মামলা পেন্ডিং আছে। আইন মন্ত্রণালয়কে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। কীভাবে এগুলো আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা যায়, সেই বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী।
একনেক সভায় প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে এম এ মান্নান বলেন, পরিবেশ রক্ষা করে উপকূল নিয়ে সাবধানে প্রকল্প নিতে হবে। বাংলাদেশের উপকূল কাদামাটির উপকূল। উপকূলকে ডিস্টার্ব করা যাবে না। অন্যান্য দ্বীপ, বিশেষ করে ভোলা দ্বীপে প্রকল্প নিতে হবে সাবধানে। মৌসুমি সবজি ও ফল সংরক্ষণের প্রকল্প নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের চমৎকার ফসল হয়, এগুলোর জন্য সংরক্ষণাগার নির্মাণ করতে হবে। কৃষি ও খাদ্যমন্ত্রীকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী আরও জানান, ডলারের দাম বাড়ায় এর দাম সমন্বয় করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ভ্যাট ও ট্যাক্স বিষয়ে যেসব মামলা রয়েছে সেসব মামলা আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত নিস্পত্তি করতে বলেছেন তিনি। অপর একটি প্রকল্প অনুমোদন করতে গিয়ে শেখ হাসিনা বলেন, উপকূলীয় এলাকায় যেকোন প্রকল্প করতে গেলে সাবধানে হাত দিতে হবে। কারণ সেখানে কাঁদামাটির বিষয় আছে। সেই সঙ্গে শতশত চ্যানেল আছে। অনেক জীব বসবাস করে। তাই ওই এলাকায় কাজ করতে গেলে সাবধান, জ্জ বার ভাবতে হবে। এছাড়া মৌসুমী শাকসবজি ও ফল সংরক্ষণসহ বিদেশের মতো ফল শুকিয়ে বাজারজাত করারও নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ভিয়েত নাম, লাওস ও থাইল্যান্ডের মতো ফল শুকিয়ে প্রক্রিয়াজাত করতে হবে। পরিকল্পনামন্ত্রী জানান, একই এলাকায় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দ্বৈততা পরিহার করতে হবে। ওভার লেপিং হলে অপচয়ের সম্ভাবনা থাকে। এটা পরিহার করতে হবে। আমার গ্রাম আমার শহর প্রকল্প বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এই পাইলট প্রকল্পটি শেষ হওয়ার পর একই নামে যেন আর নতুন প্রকল্প না আসে। কেননা এটা একটি সমন্বিত প্রক্রিয়া। সব মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করবে। তবে যারাই গ্রামে কাজ করবে তাদের এবং ওইসব মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় থাকতে হবে। এখানে আলাদা প্রকল্প নেওয়ার কোন দরকার নেই।
এম এ মান্নান বলেন, বিবিএস এর দুটি জরিপের ফল যেমন আইসিটি জরিপ ও প্রায়োগিক স্বাক্ষরতা জরিপের ফলাফল বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। নারীরা এগিয়ে যাওয়ায় তিনি খুশি হয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, বিদ্যুৎ খাত নিয়ে যে প্রতিবেদন প্রকাশ হয়েছে সেটির ব্যাখা আমরা পত্রিকায় প্রতিবাদ আকারে দিয়েছি। এ বিষয়ে খাঁজখবর চলছে। কোন কর্মকর্তাকে ওএসডি করার বিষয় আমার জানানেই। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যে, এরপর যেন আউট সোসিং এর সময় আরও দক্ষ কোম্পানিকে নিয়োগ করা হয়। তারা যাতে প্রকৃত চিত্র তুলে আনতে পারে।
আমার গ্রাম আমার শহরসহ ১৫ প্রকল্প অনুমোদন
একনেকে অনুমোদিত প্রকল্প গুলো হলো বড়পুকুরিয়া, বগুড়া-কালিয়াকৈর ৪০০ কেভি লাইন প্রকল্প। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন,ঝিনাই, ঘাঘট, বংশী এবং নাগদা নদীর প্রবাহ পুনরুদ্ধারের জন্য শুস্ক মৌসুমে নদীর প্রবাহ নিশ্চিতকরণ, নৌ-পথের উন্নয়ন ও বন্যা ব্যবস্থাপনা প্রকল্প। আরও আছে উলিপুর-চিলমারি সংযোগ সড়ক নির্মাণ। বেসরকারি ভবনগুলোর রেজিলিয়েন্সির জন্য ডিজাইন এবং নির্মাণের গুণগত মান বৃদ্ধিকরণ। পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প। বাংলাদেশ সুপ্রীম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্প। বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন। ডাবল লিফটিং পদ্ধতিতে পদ্মা নদীর পানি বরেন্দ্র এলাকায় সরবরাহ ও সেচ সম্প্রসারণ প্রকল্প। টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হটিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্প। ভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে উড়িরচর-নোয়াখালী ক্রস ড্যাম নির্মাণ । চট্টগ্রাম জেলাস্থ পোল্ডার নং ৭২ এর ক্ষতিগ্রস্ত বাঁধের স্থায়ী পুনর্বাসন ঢাল সংরক্ষণ। দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধা নির্মাণ এবং আমার গ্রাম আমার শহর পাইলট গ্রাম উন্নয়ন প্রকল্প।
পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার জানান, প্রকল্পটির মাধ্যমে শহরের মতো গ্রামেও আবাসনের জন্য ফ্ল্যাট সুবিধা, ইউনিয়নের রাজস্ব আহরণ ব্যবস্থা, সাংস্কৃতিক কেন্দ্র, পানি ও স্যানিটেশন এবং টেকসই জ্বালানির ব্যবস্থা গড়ে তোলা হবে। তিনি বলেন, প্রাথমিকভাবে ১৫টি ইউনিয়নে পাইলট প্রকল্পটি বাস্তবায়নে ৮০০ কোটি টাকা ব্যয় করা হবে। পর্যায়ক্রমে তা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। প্রকল্পটির মাধ্যমে প্রাথমিকভাবে তিনটি গ্রামে ৬১৬টি ইউনিট বা ৬৮টি চারতলা আবাসন ভবন নির্মাণ করা হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, যাত্রীদের চরম ভোগান্তি
'ইত্যাদি' তে ভাঙচুর-মারামারির অভিযোগ ভূয়া
খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রাজশাহী
মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে: সিলেটবাসীকে আজহারী
নোয়াখালীর কোম্পানীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও গুলি’সহ আটক ১
২০২৪ সালে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম
মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার
এমন একটি ছবি শুধু ভাবায় না, কাঁদায়ও: মুশফিকুল ফজল আনসারী
কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০বছরপূর্তি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত
কিশোরগঞ্জে ধুমধামে করে এক অসহায় মেয়ের বিয়ে দিলেন ছাত্রদল নেতা
দিল্লিতে দূষণ-কুয়াশার কারণে ভ্রমণ ব্যবস্থা বিপর্যস্ত ,যাত্রীদের ভোগান্তি
বাগেরহাটে লখপুর গ্রুপের কর্মহীন শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ
নিকলীতে দশ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘গণঅভ্যুত্থানে আহত ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, আরও যাবেন ২৮ জন’
১০ কোটিতে মাল্টার পাসপোর্ট নেওয়ার চেষ্টা টিউলিপের চাচীর
জামিন বাতিল করে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি
পাকিস্তানকে ছেড়ে ভারতের দিকে ঝুঁকছে তালেবান?
টাঙ্গাইলে জিয়া মঞ্চে ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ
পলাতক ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি, অভিযানে সেনাবাহিনী-পুলিশ-র্যাব