ঢাকা   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১

চট্টগ্রামে বিএনপি অফিসে হামলা দিনাজপুরে ধাওয়া-পাল্টা-ধাওয়া

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

১৯ জুলাই ২০২৩, ১১:১৫ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৩, ১২:০০ এএম

চট্টগ্রাম নগরীর খুলশী থানার লালখান বাজার এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির অফিসে ভাঙচুর পোস্টার-ব্যানার ছিঁড়ে অগ্নিসংযোগ করে। এসময় বিএনপির ৩০ জন নেতাকর্মী আহত হন। প্রাইভেট কার, পিকআপ, মোটরসাইকেলসহ যানবাহন ভাঙচুর করে তা-ব চালায় আওয়ামী লীগ। এদিকে, দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে হয়। এ ঘটনায় আহত হন ২০ জন। বিএনপির বহনকারী বাস আটকে ছাত্রলীগের নেতাকর্মীরা ভাঙচুর চালান। শেখ হাসিনার পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার ১দফা দাবিতে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, দিনাজপুর, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, মাগুরায় পদযাত্রার কর্মসূচি পালিত হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-

দিনাজপুর অফিস : দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রলীগের নেতাকর্মী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হন ২০ জন। গতকাল দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে দফায় দফায় এ সংঘর্ষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক দফা দাবিতে ঠাকুরগাঁও ও পঞ্চগড় থেকে বিএনপির নেতাকর্মীরা বাসে করে দিনাজপুরে বিভাগীয় পদযাত্রায় যাওয়ার প্রস্তুতি নেন। দুপুরে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীদের বহনকারী একটি বাস আটকে ছাত্রলীগের নেতাকর্মীরা ভাঙচুর তা-ব চালান। এসময় বিএনপির নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করেন। এ ঘটনায় হাবিপ্রবির বিভিন্ন আবাসিক ভবনের জানালা-দরজা ভাঙচুর করা হয়। এরপর থেমে থেকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এসময় চারটি বাস ভাঙচুর করা হয়। সংঘর্ষে দুই পক্ষের ২০ জন আহত হন।

চট্টগ্রাম ব্যুরো জানায়, নগরীতে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির রিজার্ভ করা কয়েকটি বাস ভাঙচুর করা হয়। হামলায় আহত হয়েছেন বিএনপির ছাত্রদলের কমপক্ষে ৩০ জন নেতাকর্মী। নগর বিএনপি নেতারা এ হামলার জন্য যুবলীগ-ছাত্রলীগকে দায়ী করেছেন। গতকাল বুধবার সন্ধ্যার আগে প্রথমে নগরীর লালখান বাজার এবং পরে নাসিমন ভবনস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। দলীয় কার্যালয়ের সামনে থেকে পূর্ব নির্ধারিত পদযাত্রা কর্মসূচি শুরু করে বিএনপি। পদযাত্রা নগরীর দেওয়ান হাটে গিয়ে শেষ হয়। শান্তিপূর্ণ কর্মসূচির প্রায় ঘণ্টা খানেক পর নগরীর লালখান বাজার এলাকায় কর্মসূচি থেকে ফেরার বিএনপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর একটি নির্বাচনী ক্যাম্পে বিএনপির কর্মীরা হামলা করে ভাঙচুর করেছে এমন অভিযোগ এনে বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মী লাঠিসোটা নিয়ে বিএনপির গাড়িবহরে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশের উপস্থিতিতে তারা লাঠি, রড ও জিআই পাইপ নিয়ে বাস ভাঙচুর করে এবং নেতাকর্মীদের পিটিয়ে আহত করে। এরপর মিছিল নিয়ে ছাত্রলীগ কর্মীরা লালখান বাজার থেকে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনের সড়কে আসে। সেখানে অবস্থান নিয়ে দলীয় কার্যালয়ের দিকে ইট-পাটকেল ছোড়ে। দলীয় কার্যালয়ের আশপাশে থাকা বিএনপির ব্যানার, ফেস্টুন খুলে দলীয় কার্যালয়ের সামনে জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রায় ঘণ্টাব্যাপী ওই এলাকায় অবস্থান নিয়ে ভাঙচুর ও বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রলীগ কর্মীরা।

পুলিশ ঘটনার শুরু থেকেই অনেকটা নির্বিকার থাকলেও বিএনপির কার্যালয়ে ঢুকতে ছাত্রলীগ কর্মীদের বাধা দেয়। এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে নগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি শেষে বিনা উসকানিতে ছাত্রলীগ লাঠিসোটা নিয়ে কর্মসূচি থেকে ফেরা নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। তাদের হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছে, অসংখ্য গাড়ি ভাঙচুর হয়েছে। তারা দলীয় কার্যালয়ে ইট-পাটকেল ছুড়েছে। ভেতরে হানা দিয়ে আসবাবপত্র ভাঙচুর করেছে। কার্যালয়ের সামনে অগ্নি সংযোগ করেছে।

এদিকে, তীব্র গণআন্দোলনে আওয়ামী লীগের হৃদকম্পন শুরু হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভীত হয়ে তারা বিএনপির উপর আক্রমণ শুরু করেছে। তবে হত্যা করে আন্দোলন বন্ধ করা যাবে না। সরকারের পতন ঘটিয়ে জনতা ঘরে ফিরবে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ভোট চুরি করতেই দেশের বিভিন্ন জায়গায় পুলিশ ও ডিসির পোস্টিং দিচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, পুলিশের পোস্টিং হচ্ছে, ডিসির পোস্টিং হচ্ছে, ইউএনওর পোস্টিং হচ্ছে। কেন হচ্ছে? আবার ভোট চুরি করতে। জনগণের ভোটের অধিকার হনন করতে। যাদের পোস্টিং করা হচ্ছে, তারা তাদের দলীয় মানুষ। ভুলে যান। বাংলাদেশের জনগণ আপনাদের আর ভোট চুরি করতে দেবে না।

গতকাল বুধবার নগরীর কাজির দেউরি নূর আহমদ সড়কে কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগের একদফা দাবিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কর্মসূচিতে লাখো জনতার ঢল নামে। দুপুরের আগে থেকেই মহানগরী ও জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে বাসে, ট্রাকে, মিছিলে, মিছিলে নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে থাকে। তাদের হাতে ছিল সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন। অনেকে রঙ-বেরঙের পোষাক পরে মিছিল নিয়ে পদযাত্রায় অংশ নেন।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে পদযাত্রা কাজীর দেউরী নূর আহমদ সড়ক থেকে শুরু হয়ে লাভলেইন, জুবিলী রোড়, তিনপুলের মাথা, নিউমার্কেট, স্টেশন রোড়, বিআরটিসি, কদমতলী হয়ে দেওয়ান হাট মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় বিএনপির নেতাকর্মী, সমর্থকদের পাশাপাশি স্বতঃস্ফূর্ত জনতার ঢল নামে। ১৬ জুলাই মেহনতি শ্রমিক জনতার মহাসমাবেশের পর মাত্র তিন দিনের মাথায় পদযাত্রা কর্মসূচিতে আরও একটি বড় ধরনের শোডাউন করলো বিএনপি।

যশোর ব্যুরো জানায়, নড়াইলে কর্মসূচির অংশ হিসেবে গতকাল জেলা বিএনপির উদ্যোগে শহরতলীর মাদ্রাসা বাজার থেকে পদযাত্রা শুরু হয়। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কর্মসূচিতে যুবদল ছাত্রদল সহ বিএনপি ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়। কর্মসূচিটি নড়াইল লক্ষীপাশা মহাসড়ক প্রদক্ষিণ করে মালবাগ মোড়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামসহ প্রমুখ।

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়া শহরের আলফার মোড় থেকে গতকাল সকাল ১১টার দিকে শুরু হয়ে ত্রিমোহনী এলাকায় গিয়ে শেষ হয় বিএনপির পদযাত্রা। এসময় সহযোগী অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। এর আগে সকাল থেকেই কুষ্টিয়া শহরের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আলফার মোড় এলাকায়। এ সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে সতর্ক অবস্থানে ছিল। বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা থেকে,স্টাফ রিপোর্টার জানান, সাতক্ষীরায় কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। গতকাল বুধবার বেলা ১২টায় শহরের আমতলা এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিনেরপোতা এলাকায় গিয়ে শেষ হয়। জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে জেলা যুবদল, কৃষকদল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ এই পদযাত্রায় অংশ নেয়। জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম, যুগ্মসম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানান, মাগুরা জেলা বিএনপি কর্মসূচি ঘটা ভাবে পালন করে। গতকাল সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপির ইসলামপুর পাড়া কার্যালয় থেকে কর্মসূচি শুরু হয়ে শহরের ভায়না মোড়ে শেষ হয়। এ উপলক্ষে সমাবেশে জেলা বিএনপির আহবায়ক আলী আহাম্মদ, যুগ্ম আহবায়ক আলমগীর হেসেন, যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, যুগ্ম আহবায়ক মিতুন রায় চৌধুরী, সদর থানা বিএনপির সভাপতি কুতুব উদ্দিনসহ ছাত্রদল শ্রমিকদল, মহিলাদল, কৃষকদল, মৎস্যজীবী দলের নেতা কর্মীবৃন্দ বক্তব্য রাখেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দেশের হয়ে আর খেলবেন না তামিম

দেশের হয়ে আর খেলবেন না তামিম

গোপালগঞ্জে বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষ

গোপালগঞ্জে বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষ

হেরেই চলেছে ঢাকা, পরাজয়ের বৃত্ত ভাঙল সিলেট

হেরেই চলেছে ঢাকা, পরাজয়ের বৃত্ত ভাঙল সিলেট

মুকসুদপুরে ক্যালেন্ডার বিতরনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ জন

মুকসুদপুরে ক্যালেন্ডার বিতরনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ জন

১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত

১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত

আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল

আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ

ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা

ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা

রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও

রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক

ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।

ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।

ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু

ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু

মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার

মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার

আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব

আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব

সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!

সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!

মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ

মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ

ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ

ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ

কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১

কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১

ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন

ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন

বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত