ভারতের অভিযান এবারও ব্যর্থ হবে?
১৯ জুলাই ২০২৩, ১১:২৫ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে আসা রহস্যজনক তামার রঙের সিলিন্ডার আসলে কী? গত তিন দিন ধরে এই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। প্রথমে নীরব থাকলেও পরে এ বিষয়ে মুখ খুলেছে ভারতের ইসরো।
এটি তাদের চন্দ্রযান-৩ বহনকারী রকেট অংশ বলে স্বীকার করেছে তারা। ফলে জল্পনা শুরু হয়েছে এবারও ব্যর্থ হতে পারে ভারতের চন্দ্রাভিযান। মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ইসরো-র এক শীর্ষ কর্মকর্তা। বিশাল তামার রঙের সিলিন্ডারটি মহাকাশযান বহণকারী রকেটের অংশ বলে নিশ্চিত করেছেন তিনি। তবে সেই রকেট চন্দ্রযান ৩-কে নিয়ে মহাশূন্যে পাড়ি দেয়নি বলেও স্পষ্ট করা হয়েছে। ওই কর্মকর্তা বলেন, ‘যে সিলিন্ডারটি অস্ট্রেলিয়ার সৈকতে মিলেছে, তা আমাদের পিএসএলভি রকেটের অংশ। চন্দ্রযান ৩-র সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।’ উল্লেখ্য এলভিএম-৩ রকেটের মাধ্যমে গত ১৪ জুলাই চন্দ্রযান ৩ সফল উৎক্ষেপণ করা হয়। বর্তমানে পৃথিবীর কক্ষপথের একেবারে বাইরের স্তরে রয়েছে চাঁদগামী ভারতের মহাকাশযান।
প্রসঙ্গত, চলতি বছরের ২২ এপ্রিল ইসরো-র তরফে পিএসএলভি রকেট লঞ্চ করা হয়েছিল। এর মাধ্যমে সিঙ্গাপুরের দু’টি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হয়। অস্ট্রেলিয়ার সৈকতে মেলে সিলিন্ডার সেই রকেটের ভগ্নাবশেষ বলেও জল্পনা ছড়িয়ে পড়ে। যা অস্বীকার করেছে ইসরো। বিশেষজ্ঞদের দাবি, সিলিন্ডারটি অন্তত ২০ বছরের পুরনো। জ্বালানি রাখার জন্য সিলিন্ডারটি রকেটে ব্যবহার করা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে।
প্রসঙ্গত, ভারতের এর আগে দুটি চন্দ্রভিযানও ব্যর্থ হয়েছিল। ২০০৮ সালে উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান-১। ২০০৯ সালের ২৯ অগাস্ট চন্দ্রযান-১-এর অরবিটার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় ইসরোর। ২০১৯ সালে চাঁদে পানির উপস্থিতির প্রমাণ পেতে ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছিল চন্দ্রযান-২। কিন্তু সেযাত্রায় একেবারে শেষ মুহূর্তে গিয় ব্যর্থ হয়ে যায় মিশন। চন্দ্রপৃষ্ঠ ছোঁয়ার আগেই ভেঙে গিয়েছিল ল্যান্ডার ‘বিক্রম’। স্থাপন করতে পারেনি রোভার ‘প্রজ্ঞান’-কেও। তারপর চার বছর পর ১৪ জুলাই আবারও চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছে চন্দ্রযান-৩। এবার সেই রকেটের অংশ ভেঙে পড়ায় এ মিশনও ব্যর্থ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সূত্র : বিবিসি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
গ্রেফতার কারা আসামী যুবদল নেতাকে গারদ ভেঙ্গে নিয়ে গেলো শ্রীনগর বিএনপি
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৯
দেশের হয়ে আর খেলবেন না তামিম
গোপালগঞ্জে বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষ
হেরেই চলেছে ঢাকা, পরাজয়ের বৃত্ত ভাঙল সিলেট
১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত
আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন