ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহি না
১৯ জুলাই ২০২৩, ১১:৩০ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
মহান আল্লাহ পাক নিখিল বিশ্বের ¯্রষ্টা এবং অনন্ত বিজ্ঞানী। ভূম-ল ও নভোম-লের দিন, মাস এবং বছর গণনা ও সময় নির্ধারণের বিষয়টি তিনি সৃষ্টির আদি লগ্নেই স্থিরীকৃত করে দিয়েছেন। এতদপ্রসঙ্গে আল কুরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আসমানসমূহ ও জমীনের সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধানে আল্লাহর কাছে গণনায় মাস বারটি, এর মধ্যে চারটি হলো নিষিদ্ধ মাস। এটাই প্রতিষ্ঠিত দ্বীন। কাজেই এর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। (৯ নং সূরা আত্ তাওবাহ: আয়াত ৩৬-এর প্রথমাংশ)।
এই আয়াতাংশের অর্থ ও মর্মের প্রতি গভীর দৃষ্টিতে তাকালে যে তত্ত্ব ও তথ্য সুস্পষ্ট দিবালোকের মতো ফুটে উঠে, তা হলো এই। যেমনÑ (এক) এই আয়াতাংশের দ্বারা এ ইঙ্গিত করা হয়েছে যে, মাসগুলোর ধারাবাহিকতা নির্ধাারিত হয়েছে আসমান ও জমীনের সৃষ্টি পরবর্তী মুহূর্তেই। আর এখানে কী কিতাবিল্লাহ বলে আরো সুস্পষ্ট করা হয়েছে যে, বিষয়টি সৃষ্টির প্রথম দিনেই তাকদীরে সুনির্দিষ্ট করা আছে। আর সে অনুসারে লওহে মাহফুজে লিখিতও রয়েছে।
(দুই) আর এ কথাও বলে দেয়া হয়েছে যে, আল্লাহর নিকট গণনায় মাস হলো বারটি। এখানে উল্লেখিত ইদ্দত শব্দের অর্থ গণনা। আর শাহরুন-এর বহুবচন হলো শুহুর। এতে করে আয়াতের সারমর্ম হলোÑ আল্লাহর কাছে মাসের সংখ্যা বারটি নির্ধারিত। এতে কম-বেশি করার কারো সুযোগ নেই। জাহেলিয়াত যুগের লোকেরা এই নির্ধারণকে পরিবর্তন করলেও তোমরা (বিশ্বাসীরা) তা বদলাতে পার না। তোমাদের কাজ হবে আল্লাহর এ নির্দেশ মোতাবেক সেটাকে ঠিক রেখে আনুগত্য প্রদর্শন করা।
(তিন) হিজরী দশম সালে বিদায় হজ্জের সময় মিনা প্রান্তরে প্রদত্ত ভাষণে রাসূলুল্লাহ (সা:) নিষিদ্ধ ও সম্মানিত মাসগুলোকে চিহ্নিত করে বলেনÑ তিনটি মাস হলো ধারাবাহিক, যথাÑ যিলকদ, যিলহজ্জ ও মহররম। অপরটি হলো রজব। (সহীহ বুখারী: ৩১৯৭, সহীহ মুসলিম: ১৬৭৯)। হযরত আবু বাকরাহ (রা:) বলেন, রাসূলুল্লাহ (সা:) বলেছেন, নিশ্চয়ই সময় আবার ঘুরে তার নির্দিষ্ট পদ্ধতিতে ফিরে এসেছে, সে পদ্ধতিতে আল্লাহ পাক আসমান ও জমীন সৃষ্টি করেছেন, সে দিনের মতো। মাসের সংখ্যা বারটি। তন্মধ্যে চ্রটি হচ্ছে নিষিদ্ধ বা মর্যাদাপূর্ণ মাস। তিনটি পরপর যিলকদ;, যিলহজ্জ ও মহররম। আর হচ্ছে মুদার গোত্রের রজব মাস, যা যুমাদাস সানী ও শাবান মাসের মাঝখানে থাকে। (সহীহ বুখারী: ৪৬৬২; সহীহ মুসলিম: ১৬৭৯)
(চার) আর এ কথাও প্রণিধানযোগ্য যে বছরের বারটি মাসের ধারাবাহিকতা নির্ধারণ ও সম্মানিত মাসগুলোর সাথে সম্পৃক্ত হুকুম আহকামকে সৃষ্টির প্রথম পর্বের আল্লাহর নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ ও সঙ্গতিশীল রাখাই হলো দ্বীন ইসলাম। এতে কোনো মানুষের কম-বেশি কিংবা পরিবর্তন-পরিবর্ধন করার প্রয়াস অসুস্থ বিবেক ও মন্দ স্বভাবের আলমত। আর এর দ্বারা আরো প্রমাণিত হয় যে, মাসগুলোর ধারাবাহিকতা এবং মাসগুলোর যে নাম ইসলামী শরীয়াতে প্রচলিত তা মানব রচিত পরিভাষা নয়, বরং মহান রাব্বুল আলামীন যে দিন আসমান ও জমীন সৃষ্টি করেছেন, সে দিনই মাসের তরতীব, নাম ও বিশেষ মাসের সাথে সংশ্লিষ্ট হুকুম আহকাম সুনির্দিষ্ট করে দিয়েছেন। এর মাঝে যে বা যারা পরিবর্তন সাধনের চেষ্টা-তদবির করবে, তাদের অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত বলে মনে করাটাই সমীচীন হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
গ্রেফতার কারা আসামী যুবদল নেতাকে গারদ ভেঙ্গে নিয়ে গেলো শ্রীনগর বিএনপি
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৯
দেশের হয়ে আর খেলবেন না তামিম
গোপালগঞ্জে বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষ
হেরেই চলেছে ঢাকা, পরাজয়ের বৃত্ত ভাঙল সিলেট
মুকসুদপুরে ক্যালেন্ডার বিতরনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ জন
১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত
আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১