নদীর বেঁচে থাকার অধিকার আছে
২৩ জুলাই ২০২৩, ১১:৫৪ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৩, ১১:৫৪ পিএম
১৯৯৬ সালে ৩০ বছরের জন্য গঙ্গাচুক্তি সই করেছিল বাংলাদেশ ও ভারত। ওই চুক্তির নবায়নের জন্য আলোচনা শুরু হবে আগামী দুই-তিন বছরের মধ্যে। নদীর বেঁচে থাকার অধিকার আছে এবং সেজন্য পদক্ষেপ নিতে হবে। পানি ও নদী বিষয়টি বর্তমানে ভ‚-রাজনীতির অংশ এবং এখন বাংলাদেশকে সেভাবে তৈরি হতে হবে। এবারের আলোচনা আর আগের বারের মতো হবে না। গঙ্গাচুক্তি নবায়নের রসায়ন এবার সম্পূর্ণ ভিন্ন হবে দাবি করছেন বিশেষজ্ঞরা।
গতকাল রোববার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত দক্ষিণ এশিয়ার নদীবিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা একথা বলেন। সাবেক পররাষ্ট্র সচিব ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর মো. শহীদুল হক বলেন, গঙ্গাচুক্তি নবায়নের রসায়ন এবার সম্পূর্ণ ভিন্ন হবে। গঙ্গার পানিচুক্তির জন্য দুই দেশের মধ্যে আলোচনা আগামী দুই থেকে তিন বছরের মধ্যে শুরু হবে। ১৯৯৬ সালে যেভাবে গঙ্গাচুক্তি নিয়ে আলোচনা হয়েছিল, সেভাবে এখন আলোচনা হবে না। এখন মানুষের সম্পৃক্ততা অনেক বেশি থাকবে, যেটি ১৯৯৬ সালে ছিলো না। ওই সময়ে বিচ্ছিন্নভাবে এবং সবার অন্তরালে আলোচনা হয়েছিল। এবার সেটি হবে না। শহীদুল হক বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব মধুর সম্পর্ক থাকলেও নদী ও পানি সংক্রান্ত বিষয়টি দ্বিপক্ষীয় সম্পর্কে রাজনৈতিকভাবে অত্যন্ত জটিল বিষয়। একইসঙ্গে এটি একটি নিরাপত্তা বিষয়। তিনি বলেন, উত্তর-পূর্ব ভারত-বাংলাদেশ- বঙ্গোপসাগর করিডোর নিয়ে আলোচনা চলছে। এই ব্যবস্থা কার্যকরী করতে হলে দুটি জিনিস দরকার। প্রথমটি হচ্ছে অভিবাসন ও চলাচল (মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি) এবং দ্বিতীয়টি হচ্ছে পানি। আমরা কি এই নিরবচ্ছিন্ন করিডোর তৈরি করতে পারবো?’ পানি ও নদী বিষয়টি বর্তমানে ভ‚-রাজনীতির অংশ এবং এখন বাংলাদেশকে সেভাবে তৈরি হতে হবে বলে তিনি জানান।
সাবেক এই পররাষ্ট্র সচিব বলেন, ভ‚-রাজনীতি ভালো বা মন্দ শব্দ নয়। এটি একটি খেলা এবং এটি সবদেশ খেলে থাকে। কেউ ভালো খেলে কেউ খারাপ খেলে। এটি নির্ভর করে কে কত ভালো খেলোয়ার। ক‚টনীতিকদের ভ‚-রাজনীতিকে ভয় পেলে চলবে না। বরং এটিকে ব্যবহার করে দেশের জন্য মঙ্গলজনক সুবিধা আনতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, আমরা বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলে থাকি, কিন্তু মন-মানসিকতায় আমরা ভ‚মিকেন্দ্রিক। যদি আমরা আমাদের অবকাঠামো দেখি, সেটি প্রায় সবকিছু ভ‚মিকেন্দ্রিক। যখন আমরা আন্তঃনদীর কথা বলি, সেটি ভ‚-রাজনীতির অংশ। যখন দুই দেশ আলোচনা করে, সেটি অবশ্যই রাজনীতি।
অধ্যাপক ইমতিয়াজ বলেন, পানি শুধুমাত্র অক্সিজেন ও হাইড্রোজেন মিশ্রন নয়। বর্তমানে এর সঙ্গে আরও চারটি বিষয় জড়িত– পাওয়ার, পলিটিক্স, প্রফিট এবং পলিউশন। ভ‚-রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে অর্থনৈতিক কারণে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ আগেও ছিল, কিন্তু তখন অর্থনৈতিক সক্ষমতা কম ছিলে। কিন্তু এখন সেটি বেড়েছে।
অ্যাকশন এইডের বাংলাদেশ প্রধান ফারাহ কবির বলেন, পানিকে আমরা সাধারণ সম্পদ হিসেবে বিবেচনা করি। কিন্তু এখানে সাধারণ মানুষের অধিকার কম। আগে পানির প্রাচুর্য থাকলেও এখন জলবায়ু পরিবর্তনের কারণে পানির স্বল্পতা দেখা দিয়েছে। আগে যেভাবে বৃষ্টি হতো এখন আর সেভাবে হয় না। ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রতীপ চট্টোপ্যাধ্যায় বলেন, পানিকে জাতীয় সম্পদ নয়, বরং প্রাকৃতিক সম্পদ হিসেবে বিবেচনা করা দরকার। নদীর বেঁচে থাকার অধিকার আছে এবং সেজন্য পদক্ষেপ নিতে হবে।##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
তামিমকে বিসিবির ধন্যবাদ
গণহত্যাকারীদের বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে: সারজিস
দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল
গাঁজা সেবনের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে শাস্তি
উইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে ৭ পরিবর্তন, নেই আফ্রিদি
সুইজারল্যান্ডে গ্লোবাল এসএমই সামিট অনুষ্ঠিত হবে আগামী ২৩-২৫ এপ্রিল
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী
ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা
মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত
গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু
কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর
পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার
স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত
শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা
বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান
ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের
শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ
অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর
এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি
হ্যানয় গ্র্যান্ড মাস্টার্স-২ দাবায় ফাহাদের হার