ওলকচু চাষে লাভবান মাগুরার চাষিরা
২৭ জুলাই ২০২৩, ১০:৫৪ পিএম | আপডেট: ২৮ জুলাই ২০২৩, ১২:০১ এএম
মাগুরায় ওলকচু চাষে কৃষকরা হচ্ছেন লাভবান। ওলকচু চাষ করে সফলতায় কচুগ্রাম হিসেবে পরিচিত হয়ে উঠেছে মাগুরা জেলার মাগুরা সদর উপজেলার দারিয়াপুর গ্রাম। মাগুরায় এই প্রথমবারের মতো ওলকচু চাষ করে সাফল্য অর্জন করেছেন সদরের হাজীপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের শতাধিক কৃষক। বাড়ির পাশে পতিত জমিতে, লিচু, আম বাগানের মধ্যে ও মাঠে ওলকচু চাষ করছেন এ এলাকার প্রায় শতাধিক কৃষক।
বীজ বপন করার পর সাধারণত ৫-৬ মাসে পরিপূর্ণ হয় ওলকচু। মাটির নিচে এ ফসলটি পরিপক্ক হলে ১০-১২ কেজি ওজন হয়। বর্তমানে জেলায় এ চাষ কম হলেও লাভ বেশি হওয়ায় দিন দিন চায়ে কৃষকদের আগ্রহ বাড়ছে। মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামে গিয়ে দেখা যায় প্রায় ৩৬ বিঘা জমিতে এ ওলকচু চাষ করা হয়েছে। এলাকার কৃষকরা বলছেন, চাষে পরিশ্রম বেশি এবং পরিপক্ক হয়ে উঠতে সময় লা লেও এ ফসলটির জেলা ও জেলার বাইরে অনেক কদর রয়েছে। আগে মানুষ এ ফসলটি তেমন খেত না, কিন্তু বর্তমানে সব সম্প্রদায়ের মানুষের কাছে চাহিদা রয়েছে ওলকচুর। ভর্তা, ভাজি ও তরকারিতে মাছের সাথে রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। তাই বর্তমানে ওলকচুর চাহিদা বাড়ছে।
গ্রামের ওলকচু চাষী ভক্ত কুমার বিশ্বাস জানান, তিনি প্রথমবারের মতো ৬ বিঘা জমিতে ওলকচু চাষে সাফল্য পেয়েছেন। গতবছর এ চাষে তার কিছুটা অনাগ্রহ ছিল। কিন্তু জেলা কৃষি বিভাগের পরামর্শে আবার চাষ শুরু করেন। চাষে কিছুটা পরিশ্রম আছে। তাই ধৈর্য্য সহকারে আবাদ করলে সাফল্য আসে। তিনি জেলা কৃষি বিভাগ থেকে বিনামূল্যে বীজ পাওয়ার পর ফাল্গুন-চৈত্র মাসে মাঠে বীজ রোপণ করেন। বীজ রোপণের পর মাঠের পরিচর্যা আরো বাড়ান। তারপর বীজ থেকে চারা গজালে ও ধীরে ধীরে বড় হলে গাছের আগাছা পরিস্কার করতে হয়। ওলকচু উঠতে দুই মাস বাকী। আগামী ভাদ্র মাসের শেষে অর্থাৎ আশ্বিন মাসের শুরুতে ওলকচু ওঠাতে হবে।
কৃষকরা জানান, মাটির নিচ থেকে ওলকচু ওঠাতে হলে প্রথমে কোদালের সাহায্যে গোড়া খুঁজতে হবে। একটি ওলকচু ১০-১২ কেজি পর্যন্ত হয়ে থাকে। তাই শ্রমিক দিয়ে এ কাজ করতে হয়। ৬ বিঘা জমি থেকে ওলকচু ওঠাতে ২ সপ্তাহ লাগে। বিঘাপ্রতি চলতি বছর ১৮০-২০০ মণ ওলকচু পাবেন বলে তারা আশা করছেন। একজন কৃষক জানিান, চলতি বছর তার শ্রমিক ও খরচ বাদে ৮ লাখ টাকা লাভ হবে বলে মনে করছেন। বর্তমানে মাগুরা জেলার ওলকচু জেলার চাহিদা মিটিয়ে ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, দিনাজপুর, বরিশাল, ফরিদপুর, মাদারীপুরসহ বিভিন্ন জেলায় যাচ্ছে। বর্তমানে ওলকচুর চাহিদা বাড়ছে। তাই তাদের গ্রামের অনেকে এখন চাষে আগ্রহী হয়ে উঠছে।
একই গ্রামের কৃষক উজ্জল বিশ্বাস বলেন, তিনি এবার ২ বিঘা জমিতে এ ওলকচু চাষ করেছে। গত বছর ১ বিঘায় এ চাষে ভালো লাভবান হয়েছি তাই এ বছর আরো ১ বিঘা বেশি আবাদ করেছি। তিনি জানান, তাদের গ্রামের অনেকে এখনওলকচু চাষ করছে। একটু পরিশ্রম বেশি, কারণ এ ফসলটি মাটির নিচে থেকে খুঁড়ে বের করতে হয় তাই শ্রমিক মজুরি অনেক বেশি। বিঘাপ্রতি শ্রমিকের খরচ রয়েছে ২ হাজার টাকা। প্রতি ওলকচু গাছে ১০-১২ কেজি হয়। তাই তাদের খরচ অনেকাংশে উঠে আসে। সব কিছু বাদে লাভ ভালো হয়।
মাগুরা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত ) মো: মোশাররফ হোসেন বলেন,ওলকচু একটি কন্দাল জাতীয় ফসল। মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি বছর জেলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের কাজ অব্যাহত রেখেছে। এ বছর জেলায় ৪৮ হেক্টর জমিতে এ চাষ হয়েছে। এ চাষে হেক্টর প্রতি উৎপাদন হবে ৩০ টন। এ চাষে পরিশ্রম থাকলেও লাভ বেশি হওয়ায় দিন দিন এ চাষে জেলার কৃষকরা আগ্রহ বাড়াচ্ছে। জেলা কৃষি বিভাগ এ চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার প্রদান করেছে। এ চাষে প্রাথমিক পযার্যে মাটিতে গর্ত করে গোরব সার, খড়কুটা, টিএসটি ও ডি এ ইউরিয়া একত্রে মিশিয়ে মাটি প্রস্তুত করতে হবে। তারপর বীজ রোপণের পর যতœ বাড়াতে হবে। একটি পরিপক্ক ওলগাছে ১০-১২ কেজি ওল পাওয়া যায়। সাধারণ নিচু ও ছায়াযুক্ত স্থানে এ চাষ ভালো হয়। ওলকচু চাষে জেলার কৃষকদের আগ্রহ বাড়লে আগামীতে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হবে বলে জানান কৃষি বিভাগের এ কর্মকর্তা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাদারীপুর সদর হাসপাতালের লাশ কাটার মর্গটির এখন বেহাল দশা
খালেদা জিয়ার জন্য কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
ঐক্যবদ্ধ না থাকলে , বিভক্ত হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে- শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান
শাক-সবজি উৎপদান করে এলাকায় সাড়া ফেলেছে
জিরানী-আমতলা সড়কে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
বিরলে অতিরিক্তি সচিব ড. নুরুন নাহারের কৃষি প্রকল্প পরিদর্শন
মহেশপুর ভারতের কবল থাকা কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধার করলো বিবিজি
বিআরডিবিকে অধিদফতরে রূপান্তর করা হবে : আসিফ মাহমুদ
মুসলিম দেশগুলোকে খণ্ড-বিখণ্ড করার ঘৃণ্য পরিকল্পনা ইসরাইলের
যখনই নির্বাচন হোক বিএনপিই ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ
কুমিল্লায় তিন ফসলি কৃষিজমি রক্ষায় মতবিনিময় সভা
স্নাতকধারীদের জন্য বিনামূল্যে আইটি প্রশিক্ষণ দেবে আইএসডিবি-আইএসইডব্লিউ, থাকছে কর্মসংস্থানের সুযোগ
নরসিংদীতে তাঁত বোর্ড চেয়ারম্যানসহ ১৪ কর্মকর্তা অবরুদ্ধ
বিএনপি মহাসচিবের সাথে ইলিয়াস কাঞ্চনের সাক্ষাৎ
অ্যামিকাস কিউরি হিসেবে মতামত দিতে বেলা ও দুই আইনজীবীর নাম ঘোষণা
বিক্ষোভের মুখে মোংলায় বিএনপির কমিটি গঠন স্থগিত
নোয়াখালীতে অবৈধ বালু মহাল বন্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ
নোবিপ্রবিতে ‘বাংলাদেশে বয়স্কদের স্বাস্থ্য ও পরিচর্যা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
জুনে নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিন : দুলু
তালেবানের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের সমালোচনা করল ভারত