মেজবানি ভূঁরিভোজ অতঃপর ধরা
০২ আগস্ট ২০২৩, ১১:১৮ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
প্রবাসীর বাড়ি থেকে নগদ ৮ লাখ টাকা আর ৮০ ভরি স্বর্ণালংকার চুরির পর ওই টাকায় কোরবানির গরু কেনেন চোর দলের নেতা। বাবার মৃত্যুবার্ষিকীতে আয়োজন করেন ভোজের। মেজবানি খাওয়ানো হয় কয়েশ মানুষকে। অপর একজন ভাগের টাকায় কিনেন একটি মোটরসাইকেল। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের হাতে ধরা পড়ার পর চোর চক্রের ৪ সদস্য এসব তথ্য জানায়।
চাঞ্চল্যকর চুরির ঘটনাটি তদন্তে নেমে ১০ দিনের মধ্যেই জড়িত ৪ জনকে গ্রেফতারের পাশাপাশি কিছু মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে পিবিআই। গ্রেফতার ৪ জন হলেন, হেলাল উদ্দিন, মো. সালাউদ্দিন, মো. সোহাগ এবং আবুল কাশেম বাচা। হেলাল, সালাউদ্দিন ও আবুল কাশেমের বাড়ি নোয়াখালী। সোহাগের বাড়ি সন্দ্বীপ উপজেলায়। আবুল কাশেম বর্তমানে মীরসরাইয়ে স্থায়ীভাবে বসবাস করেন। বাকি ৩ জন চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় থাকেন।
গত ৮ জুন বিকেল ৫টা থেকে পরদিন সন্ধ্যা ৭টার মধ্যে কোনো একসময় রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে ইয়াছিন নগর গ্রামে প্রবাসী আব্দুল কাদেরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় রাউজান থানায় দায়ের করা মামলায় তিনি অভিযোগ করেন, তার বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল সেট, ক্যামেরা, ল্যাপটপসহ প্রায় ৫৫ লাখ ৪৩ হাজার ৫০০ টাকার মালামাল চুরি হয়েছে।
আব্দুল কাদের বলেন, আমি ৩২ বছর বিদেশে ছিলাম। দেশে ফিরে পাকা বাড়ি তৈরি করি। আমার বাড়ি খুবই সুরক্ষিত, সিসি ক্যামেরা লাগানো ছিল। ঘটনার দিন আমরা পরিবারের সবাই একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। আগেরদিন বৃষ্টির মধ্যে গাছ ভেঙ্গে পড়ে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সুযোগে ঘরের লোহার গেট ও মূল দরজা ভেঙ্গে চোর হানা দেয়।
এ ঘটনায় দায়ের করা মামলার দেড় মাসেও কোনো অগ্রগতি না হওয়ায় গত ১৯ জুলাই আদালতে তদন্তসংস্থা পরিবর্তনের আবেদন জানান আব্দুল কাদের। আদালতের নির্দেশে ২০ জুলাই মামলা তদন্তের দায়িত্ব নেয় পিবিআই। ১০ দিনের মধ্যে চুরির সঙ্গে জড়িতদের এবং তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গত মঙ্গলবার গভীর রাত পর্যন্ত টানা দুইদিন নগরীর বায়েজিদ বোস্তামি, হাটহাজারী ও মীরসরাইয়ে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়।
তাদের তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে নগরীর পাহাড়তলী থানার কর্নেলহাট এলাকার শতাব্দি জুয়েলার্স থেকে ৫ ভরি এবং হাটহাজারীর মীরা জুয়েলার্স থেকে আরো ৪ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এছাড়া গ্রেফতার ৪ জনের কাছ থেকে চুরি করা ডিজিটাল ক্যামেরা, দুটি মোটরসাইকেল, একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল সেট উদ্ধার করে পিবিআই।
পিবিআই চট্টগ্রাম জেলার এসপি নাজমুল হাসান বলেন, গ্রামের একটি বাড়িতে চুরির ঘটনা, এটি একেবারেই ক্লুলেস ছিল। রাউজানে যে কৌশলে চুরির ঘটনা ঘটেছে, দেখা গেছে একইভাবে গত কয়েক মাসে হাটহাজারী-ফটিকছড়িতেও চুরির ঘটনা ঘটেছে। তখন আমরা তদন্তে বিভিন্ন কৌশল প্রয়োগ করে একটি আন্তঃজেলা চোরচক্রকে শনাক্ত করতে সক্ষম হই। এই চক্রের সদস্যরা দিনে বাড়ি রেকি করে। গভীর রাতে অটোরিকশায় গিয়ে চুরি করে।
রাউজানে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় নেতৃত্ব দেয় আবুল কাশেম। তার সঙ্গে ছিল হেলাল ও বেলাল নামে দুই ভাই। দুটি অটোরিকশা নিয়ে তারা চুরি করতে গিয়েছিল। এর একটি সালাউদ্দিন চালিয়েছেন, অন্যটি একরাম নামে আরেকজন চালায়। সোহাগ চুরি করা মোবাইল কিনেছিলো। তার হেফাজত থেকে মোবাইল উদ্ধার হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত বেলাল ও একরাম এখনো পলাতক আছে।
পিবিআই জানায়, চুরি করা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার বিক্রি টাকা থেকে তারা প্রত্যেকে আড়াই লাখ টাকা করে পেয়েছে বলে জানিয়েছে। আবুল কাশেম জানিয়েছে, সে চুরির টাকা থেকে কোরবানির গরু কিনে। তার বাবা একবছর আগে মারা গেছেন। মৃত্যুবার্ষিকীতে সে ভোজের আয়োজন করে। কয়েকশ মানুষকে খাওয়ানো হয়। গ্রেফতার হেলাল চুরির টাকায় একটি মোটরসাইকেল কিনেছে। হেলাল ও বেলাল তারা দুই ভাইয়ের পেশা চুরি করা। জীবনে তারা চুরি ছাড়া আর কিছুই করেনি। চুরির টাকায় দুই ভাইয়ের সংসার চলে বলেও জানায় পিবিআই।
চুরি করার সময় অটোরিকশা চালিয়েছে চালক সালাউদ্দিন। পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে সে নিজেকে নির্দোষ দাবি করে। কারণ চোরদের নিয়ে চুরির উদ্দেশে যাওয়াকে তার চাকরি বলে মনে করে সে। জিজ্ঞাসাবাদে সে বলে, আমি নিজে তো চুরি করিনি, অটোরিকশা চালিয়ে ভাড়া পেয়েছি। এখানে আমার দোষ কোথায়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রভিটা গ্রুপের চেয়ারম্যানসহ স্ত্রী-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ভারতীয় উৎসবে অংশ নেবে ছয় ইরানি চলচ্চিত্র
বাগেরহাটে বিএনপির দুই গ্রপের সংঘর্ষ, ৮ বাড়ীতে আগ্নিসংযোগ, আহত ২০
হাসিনার পরিবারকে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে
অভিনেত্রীর নেকলেস চুরি, চোর কি তবে রং মিস্ত্রী?
ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
ভৈরব থানার লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মামলায় আসামী অন্তর, ষড়যন্ত্র অব্যাহত
সিলেট কোম্পানীগঞ্জে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মালয়াম অভিনেত্রীকে যৌন হয়রানি, আটক স্বর্ণ ব্যবসায়ী
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে চলবে বিডিআর বিদ্রোহ মামলা
বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে: ফারুক
ট্রাম্পের ছেলে ডনাল্ড জুনিয়রের গ্রিনল্যান্ড ভ্রমণ নিয়ে জল্পনা-কল্পনা
সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: প্রধান উপদেষ্টা
বিয়ের পূর্বে স্ত্রীর অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক থাকা প্রসঙ্গে।
লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া
টিম কম্বিনেশনের জন্য দলের বাইরে ছিলাম: রিশাদ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় রুপসী বিজয়ী