চীন পাশে’ বামদের কেরামতি!
০২ আগস্ট ২০২৩, ১১:১৮ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
‘ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে’ প্রবাদবাক্যটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। গল্পটা এমন ‘একজন ফকির গ্রামবাসিকে নিজের কেরামতি দেখাতে বক মারার জন্য মন্ত্র পড়ছিল। ওই সময় শুরু হয়ে তুমুল ঝড়-তুফান। ঝড়-তুফানে আঘাতপ্রাপ্ত হয়ে একটা বক মারা যায়। বক ঝড়ে মারা গেলেও তা ফকিরের কেরামতিতে মারা গিয়েছে বলে প্রতীয়মান হয়। কাকতলীয় ভাবে কেউ কোন কাজের কৃতিত্ব পেলে এই প্রবাদটি বলা হয়। দেশের রাজনীতিতে তিনটি বামদল চীনকে বাংলাদেশের পাশে রাখার যেন কাকতলীয় কেরামতি দেখাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতির কারণে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিরোধ চলছে। ভূ-রাজনীতির কারণে চীন চায় বাংলাদেশে যেন যুক্তরাষ্ট্র প্রভাব বিস্তার করতে না পারে। বাংলাদেশকে চীনের বলয়ে রাখতে সব ধরণের চেস্টাই চালিয়ে যাচ্ছে চীন। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরীক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও সাম্যবাদী দল (এমএল) যেন বাংলাদেশের পাশে চীনকে রাখতে ফকিরের কেরামতি দেখাচ্ছে। যদিও চীন ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্যের সমর্থন করেছেন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলাচ্ছে মন্তব্য করেছেন। চীন আন্তর্জাতিক রাজনীতির মেরুকরণের জন্যই বাংলাদেশের পাশে রয়েছে সেটা বাম নেতারা নিজেদের কেরামতি হিসেবে জাহির করছেন।
জানা যায়, চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল (এমএল) ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) শীর্ষ নেতারা গত ২৪ থেকে ৩০ জুলাই চীনের কুনমিং সফর করেন। এই সফরে নিজ নিজ দলের পক্ষে নেতৃত্ব দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তাঁদের বাইরে তিন দলের বিভিন্ন পর্যায়ের আরো ৯ জন সফরসঙ্গী ছিলেন।
চীন সফরে গিয়ে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা রক্ষায় চীনকে পাশে পাওয়ার আকাঙ্কা দেশটির নীতি নির্ধারকদের কাছে প্রত্যাশা করেছেন। দেশে ফিরে এমন কথাই প্রচার করছেন। জবাবে চীনা কর্তৃপক্ষ বলেছে, উন্নয়ন ও স্থিতিশীলতার ধারাবাহিকতা রক্ষায় তাদের পূর্ণ সমর্থন রয়েছে। বাংলাদেশের নির্বাচনের মতো অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমা হস্তক্ষেপ তারা পছন্দ করছে না।
প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে বৈঠক করতে বেইজিং থেকে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রতিনিধিরা কুংমিং আসেন। তাঁদের সঙ্গে বাংলাদেশের প্রতিটি দলের আলাদা আলাদা বৈঠক হয়।
সফরের আলোচনা সম্পর্কে গণমাধ্যমকে দিলীপ বড়ুয়া বলেন, ‘আমাদের মূল কথা ছিল, সরকারের ধারাবাহিকতা দরকার। চীনা নেতারাও মনে করেন, বাংলাদেশে সরকারের ধারাবাহিকতা থাকলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি আরও বহুলাংশে বেড়ে যাবে। তাই চীন বাংলাদেশের টেকসই অগ্রগতি ও স্থিতিশীলতা রক্ষায় পাশে থাকবে বলে জানিয়েছে।’
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, ‘আমরা নির্বাচন নিয়ে পশ্চিমাদের হস্তক্ষেপের জোরালো বিরোধিতা করছি। চীনারাও জানিয়েছেন, পশ্চিমাদের হস্তক্ষেপ তারা পছন্দ করছেন না।’ জাসদের সভাপতি হাসানুল হক ইনু গণমাধ্যমকে বলেছেন, আগামী নির্বাচন ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমাদের হস্তক্ষেপের বিষয় আলোচনায় এসেছে। চীনারাও বলেছেন, পশ্চিমাদের এ ধরনের তৎপরতার পেছনে যে ভিন্ন কিছু থাকে, সে বিষয়ে তাঁদের অভিজ্ঞতা রয়েছে। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমাদের হস্তক্ষেপ পছন্দ করেন না।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দেওয়া নৈশভোজে বাম নেতাদের একজন এমন অভিমত ব্যক্ত করেন যে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার মিশনে নেমেছে। এই অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে তারা বাংলাদেশে নিজেদের মতো করে দুর্বল নেতৃত্ব বসাতে চায়। এ বিষয়ে চীনা নেতারা জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করবেন না। তবে শেখ হাসিনার সরকারের প্রতি তাঁদের সমর্থন অব্যাহত থাকবে।
এ যেন ‘ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে’ অবস্থা। চীন এমনিতেই যুক্তরাষ্ট্রের বিরোধিতায় বাংলাদেশের শেখ হাসিনার পাশে থাকার কথা জানিয়েছে। অথচ বাম নেতারা ১৪ দলীয় জোটে নিজেদের গুরুত্ব বাড়াতে আওয়ামী লীগকে বোঝাতে চাচ্ছেন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির পর চীনকে বাংলাদেশের পাশে রাখতে তারা কাজ করছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রভিটা গ্রুপের চেয়ারম্যানসহ স্ত্রী-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ভারতীয় উৎসবে অংশ নেবে ছয় ইরানি চলচ্চিত্র
বাগেরহাটে বিএনপির দুই গ্রপের সংঘর্ষ, ৮ বাড়ীতে আগ্নিসংযোগ, আহত ২০
অভিনেত্রীর নেকলেস চুরি, চোর কি তবে রং মিস্ত্রী?
ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
ভৈরব থানার লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মামলায় আসামী অন্তর, ষড়যন্ত্র অব্যাহত
সিলেট কোম্পানীগঞ্জে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মালয়াম অভিনেত্রীকে যৌন হয়রানি, আটক স্বর্ণ ব্যবসায়ী
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে চলবে বিডিআর বিদ্রোহ মামলা
বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে: ফারুক
ট্রাম্পের ছেলে ডনাল্ড জুনিয়রের গ্রিনল্যান্ড ভ্রমণ নিয়ে জল্পনা-কল্পনা
সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: প্রধান উপদেষ্টা
বিয়ের পূর্বে স্ত্রীর অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক থাকা প্রসঙ্গে।
লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া
টিম কম্বিনেশনের জন্য দলের বাইরে ছিলাম: রিশাদ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় রুপসী বিজয়ী
নাগরিক অধিকার না হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না মুফতী ফয়জুল করীম