মার্কিন রাষ্ট্রদূতের আচরণ সীমা অতিক্রম
০২ আগস্ট ২০২৩, ১১:৪৩ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের আচরণ সীমা অতিক্রম করেছে। সর্বশেষ গতকাল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনায় নির্বাচন কমিশনের ক্ষমতা ও তাদের গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে মার্কিন রাষ্ট্রদূত যেভাবে প্রশ্ন করেছেন তা জবাবদিহি চাওয়ার সামিল এবং যেকোনও বিচারেই চরম ঔদ্ধত্যপূর্ণ। গতকাল বুধবার দলের পলিটব্যুরো সভায় ওয়ার্কার্স পার্টি এই অভিমত প্রকাশ করে। এতে সভাপতিত্ব করেন দলটির সভাপতি রাশেদ খান মেনন। এ দিকে গতকাল রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত ১৪ দলের সমাবেশে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমি বলতে চাই, যুক্তরাষ্ট্র থামো। তোমরা তোমাদের নির্বাচন সামলাও। আমরা আমাদের নির্বাচন সামলাবো। এ সময়ও তিনি মার্কিন রাষ্ট্রদূতের বাংলােেদশর নির্বাচন কমিশনে গিয়ে জবাবদিহি চাওয়ার সমালোচনাও করেন। ওয়ার্কার্স পার্টির সভায় ১৪ দলের ঐক্যকে আরও জোরদার করে দেশের সর্বপর্যায়ে এগিয়ে নেওয়ার এবং যথাসময়ে শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
গতকাল বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দলের সমাবেশ শুরু হয়। সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, গত মঙ্গলবার বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নির্বাচন কমিশনে গিয়ে জবাবদিহি চেয়েছেন। কিছু দলকে নিবন্ধন কেন দেওয়া হয়নি, ইসির ক্ষমতা কমে গেছে কিনা? এসব বিষয়ে। আমি বলতে চাই, যুক্তরাষ্ট্র থামো। তোমরা তোমাদের নির্বাচন সামলাও। আমরা আমাদের নির্বাচন সামলাবো। তিনি বলেন,বিএনপি জনগণের ওপর নির্ভর করে নয়, জনগণকে জিম্মি করে ক্ষমতায় যেতে চায়। বিএনপি নির্ভর করছে তাদের প্রভু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ওপর। বিএনপি জনগণকে জিম্মি করে ক্ষমতায় আসতে চায় বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
মেনন বলেন, ইউরোপীয় ইউনিয়ন ঢাকায় এসে কাদের সঙ্গে আলাপ করলো? হ্যাঁ, বুঝলাম তারা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে আলাপ করেছে। কিন্তু তারা নিবন্ধনবিহীন জামায়াতের সঙ্গে আলাপ করেছে।
মার্কিন রাষ্ট্রদূতের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচন কমিশনারের কাছে যেন জবাবদিহি করেছেন। তার প্রশ্নে মনে হয়েছে যেন প্রভু এসেছেন আমাদের দেশে।
এ সময় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, মার্কিন সা¤্রাজ্যবাদের ওপর নির্ভর করে ক্ষমতায় আসতে চায় বিএনপি-জামায়াত। তারা মার্কিন সা¤্রাজ্যবাদের সঙ্গে ষড়যন্ত্র করে এ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার শিরীন আখতার বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বেই নির্বাচনকালীন সরকার থাকবে, আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ থেকে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে।
সমাবেশে দেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে উল্লেখ করে আগামীতেও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট নেতারা। জোটের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু সমাবেশে বলেন, গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে বিভিন্ন ধুয়া তুলে ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে। আমরা চাই, এ দেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে। কোনো ধরনের অসাংবিধানিক ধারা চলবে না। তিনি বলেন, ছাত্র যুবক জনতাসহ সবাই ঐক্যবদ্ধ থেকে যেমন বিগত নির্বাচনগুলোতে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করেছে। একইভাবে আগামী দিনেও সবাই ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে।
সমাবেশে আরও বক্তব্য দেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, ন্যাপের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারুক, জাতীয় পার্টি জেপির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রভিটা গ্রুপের চেয়ারম্যানসহ স্ত্রী-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ভারতীয় উৎসবে অংশ নেবে ছয় ইরানি চলচ্চিত্র
বাগেরহাটে বিএনপির দুই গ্রপের সংঘর্ষ, ৮ বাড়ীতে আগ্নিসংযোগ, আহত ২০
হাসিনার পরিবারকে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে
অভিনেত্রীর নেকলেস চুরি, চোর কি তবে রং মিস্ত্রী?
ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
ভৈরব থানার লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মামলায় আসামী অন্তর, ষড়যন্ত্র অব্যাহত
সিলেট কোম্পানীগঞ্জে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মালয়াম অভিনেত্রীকে যৌন হয়রানি, আটক স্বর্ণ ব্যবসায়ী
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে চলবে বিডিআর বিদ্রোহ মামলা
বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে: ফারুক
ট্রাম্পের ছেলে ডনাল্ড জুনিয়রের গ্রিনল্যান্ড ভ্রমণ নিয়ে জল্পনা-কল্পনা
সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: প্রধান উপদেষ্টা
বিয়ের পূর্বে স্ত্রীর অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক থাকা প্রসঙ্গে।
লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া
টিম কম্বিনেশনের জন্য দলের বাইরে ছিলাম: রিশাদ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় রুপসী বিজয়ী