আন্দোলনে কালবৈশাখী ঝড়ের মতো সব উড়ে যাবে : রিজভী
০২ আগস্ট ২০২৩, ১১:৪৭ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা.জুবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে গতকাল বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। তারেক রহমান ও জুবাইদা রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে আগামীকাল শুক্রবার বেলা দুইটায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি। একই ইস্যুতে আজ সারাদেশের সকল জেলা ও মহানগরে বিক্ষোভ করবে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল।
আদালত রায় ঘোষণার পর গতকাল বুধবার বিকেলে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ওই মিছিল শেষে কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। তিনি বলেন, আগামী শুক্রবার বেলা দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে। বিএনপির বিক্ষোভ মিছিলের সময় নয়াপল্টনসংলগ্ন নাইটিঙ্গেল মোড়ে বিপুলসংখ্যক পুলিশ ছিল। তবে মিছিলে বাধা দেয়নি পুলিশ।
নয়াপল্টনে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সভার সভাপতি ছিলেন আবদুস সালাম। এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। দলটির এই ভাইস চেয়ারম্যান বলেন, তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে যে রায় হয়েছে, এটি ফরমায়েশি রায়। এই রায় সাধারণ মানুষ মেনে নেবে না। আপনাকে (শেখ হাসিনা) ক্ষমতা থেকে হটিয়ে বাংলার মাটিতে আপনার বিচার করা হবে। আপনি (শেখ হাসিনা) প্রস্তুত থাকুন।’
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে প্রহসনের রায় দেওয়া হয়েছে। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী দল হিসেবে পরিচিত। তারা (আওয়ামী লীগ) তারেক রহমানকে এতটাই ভয় পায়, তিনি (তারেক রহমান) কখন এ দেশে ছুটে আসেন, এমন অজানা আতঙ্ক ও ভয়ে থাকে।
তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে বিচারকরা যে ফরমায়েসী রায় দিয়েছেন তা কালবৈশাখী ঝড়ে উড়ে যাবে। কারণ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে এই রায় দেয়া হয়েছে।
বিএনপি টাকা কোথায় পায়, প্রধানমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে রিজভী উল্টো প্রশ্ন রেখে বলেন, ধানমন্ডিতে ভবন, গুলিস্তানে আলোকসজ্জিত ১০ তলা যে ভবন (আওয়ামী লীগ অফিস) তৈরি করেছেন সে টাকা কোথায় পেয়েছেন। এছাড়া আজকের রংপুরের সমাবেশে এক হাজার টাকা করে লোক আনা হয়েছে, এই টাকা কোথায় পেলেন?
তিনি বলেন, তারেক রহমান ও জুবাইদার বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে তা দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণের তীব্র আন্দোলনের মুখে এরাই কালবৈশাখী ঝড়ের মতো উড়ে যাবে। তিনি বলেন, বিএনপি›র সমাবেশে জনতার ঢল দেখে শেখ হাসিনা ভয়ে এ রায় দিতে বাধ্য করেছে।
সভায় আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। উপস্থিত ছিলেন- উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। এদিকে তারেক রহমান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলার রায় ঘোষণার আগে থেকেই বিএনপির নেতা-কর্মীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বেলা আড়াইটার পর নেতা-কর্মীদের ভিড় বাড়তে থাকে। সাড়ে তিনটার পর নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শুরু করেন।
বিভিন্ন সংগঠনের প্রতিবাদ: তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে সাজা দেয়ার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। বিএনপির সাবেক মহিলা এমপিরা এক বিবৃতিতে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দুদকের মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডাঃ জুবাইদা রহমান ক্ষমতাসীন আ›লীগ সরকারের নগ্ন প্রতিহিংসার শিকারের নজির হলো আদালতের ফরমায়েশি রায়। তারা বলেন, অবৈধ সরকারের নীল নকশায় পরিচালিত একটি তথাকথিত বিচার প্রক্রিয়ায় তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডাঃ জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। যৌথ বিবৃতি দেয়া বিএনপি দলীয় সাবেক এমপিদের মধ্যে অন্যতম হলেন- বেগম সেলিমা রহমান, বেগম খালেদা রব্বানী, শিরিন সুলতানা, সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, সুলতানা আহমেদ, বিলকিস ইসলাম, নিলোফার চৌধুরী মনি, হেলেন জেরিন খান, রেহানা আক্তার রানু, শাম্মী আক্তার, রেজিনা ইসলাম, নেওয়াজ হালিমা আরলি, বিলকিস জাহান শিরিন, জাহান পান্না, নার্গিস আলী, ফাহিমা হোসেন জুবলি, এ্যাডভোকেট রিনা পারভীন, ইয়াসমিন আরা হক প্রমুখ।
লেবার পার্টি : জিয়া পরিবারের বিরুদ্ধে ফরমায়েশী রায়ের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান বলেছেন, সরকার নির্বাচন থেকে দুরে রাখতেই দলদাশ আদালতকে ব্যবহার করে শহীদ জিয়ার যোগ্য উত্তরসুরী দেশনায়ক তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে মিথ্যা ও বানোয়াট মামলায় সাজানো রায় দিয়েছে। জনগন ফরমায়েশী রায় ঘৃনাভরে প্রত্যাখান করেছে।
সম্মিলিত পেশাজীবী পরিষদ: সংগঠনটির আহবায়ক প্রফেসর ড.এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গনি চৌধুরী বুধবার এক যৌথ বিবৃতিতে বলেন, জাতীয় নির্বাচনের আগে সরকারি নীল নকশা অনুযায়ী রাজনৈতিক প্রতিহিংসার বশবতী হয়ে এ রায় দেয়া হয়েছে। এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিরোধী দলের অনেক নেতাকে ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।এধরণের ফরমায়েশি রায়ের কারণে বিচার বিভাগের ওপর মানুষের সর্বশেষ আশাটুকু শেষ হয়ে যাচ্ছে।
ইউট্যাব: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের দেওয়া রায়কে উদ্দেশ্যেপ্রণোদিত ও ফরমায়েশি আখ্যা দিয়ে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে বলেন, ২০০৭ সালে ১/১১ এর জরুরি সরকারের সময় তারেক রহমান দম্পতির বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল তা ছিল সম্পূর্ণরুপে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারণ তথাকথিত জরুরি সরকার ছিল বর্তমান আওয়ামী সরকারেরই আন্দোলনের ফসল। একটা অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটি দ্রুত নিষ্পত্তি করে আজ রায় ঘোষণা করা হলো সেই পুরনো কৌশলে। এটি একটি ফরমায়েশি রায়। ক্ষমতা হারানোর ভয়ে ভীত আওয়ামী লীগ সরকার যেভাবে চেয়েছে আদালত সেভাবে লিখে এখানে উপস্থাপন করেছে মাত্র। যে মামলা চলার মতো আইনগত কোনো উপাদান নেই সেই মামলার রায় ঘোষণা করে মূলত এই মুহূর্তের সবচেয়ে অন্যতম একজন জনপ্রিয় নেতাকে হেয় প্রতিপন্ন এবং একজন বরেণ্য চিকিৎসক ও কার্ডিওলোজিস্ট ডা. জুবাইদা রহমানের সম্মান ক্ষুন্ন করা হলো।
ড্যাব: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবাইদা রহমানকে সাজা দিয়ে সরকার একদলীয় স্বৈরশাসন কায়েমের নীল সকশা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির সভাপতি ডা. হারুন আল রশীদ মহাসচিব ডা. মো. আব্দুস সালাম বুধবার এক বিবৃতিতে এই অভিযোগ করেন।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দল, ইউট্যাব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, জাতীয়তাবাদী আইনছাত্র ফোরাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম আদালতের এই রায়ের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। এছাড়া সারাদেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। ###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রভিটা গ্রুপের চেয়ারম্যানসহ স্ত্রী-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ভারতীয় উৎসবে অংশ নেবে ছয় ইরানি চলচ্চিত্র
বাগেরহাটে বিএনপির দুই গ্রপের সংঘর্ষ, ৮ বাড়ীতে আগ্নিসংযোগ, আহত ২০
হাসিনার পরিবারকে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে
অভিনেত্রীর নেকলেস চুরি, চোর কি তবে রং মিস্ত্রী?
ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
ভৈরব থানার লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মামলায় আসামী অন্তর, ষড়যন্ত্র অব্যাহত
সিলেট কোম্পানীগঞ্জে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মালয়াম অভিনেত্রীকে যৌন হয়রানি, আটক স্বর্ণ ব্যবসায়ী
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে চলবে বিডিআর বিদ্রোহ মামলা
বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে: ফারুক
ট্রাম্পের ছেলে ডনাল্ড জুনিয়রের গ্রিনল্যান্ড ভ্রমণ নিয়ে জল্পনা-কল্পনা
সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: প্রধান উপদেষ্টা
বিয়ের পূর্বে স্ত্রীর অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক থাকা প্রসঙ্গে।
লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া
টিম কম্বিনেশনের জন্য দলের বাইরে ছিলাম: রিশাদ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় রুপসী বিজয়ী