প্রাইভেটকারের লুকিং গ্লাস ভাঙায় লেগুনাচালককে পিটিয়ে হত্যা
০৩ আগস্ট ২০২৩, ১১:৩৪ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৩, ১১:৩৪ পিএম
প্রাইভেটকারের সঙ্গে একটি লেগুনার ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের ডান পাশের লুকিং গøাসটি ভেঙে যায়। আর তখনি প্রাইভেটকার আরোহী কয়েকজন যুবক নেমে পড়েন। ভাংগা লুকিং গøাস দিয়েই লেগুনার চালকের মাথায় একের পর আঘাত করেন। সঙ্গে কিল ঘুষি। এতে রক্তাক্ত জখম অবস্থায় অচেতন হয়ে পড়েন লেগুনা চালক। এরপর প্রাইভেটকার নিয়ে দ্রæতই ঘটনাস্থল ত্যাগ করেন এর আরোহীরা। আহত ওই চালককে সহকর্মীরা নিয়ে যান হাসপাতালে। ততক্ষণে তার মৃত্যু হয়। গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিংমলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত লেগুনা চালকের নাম সবুজ। ৩৫ বছর বয়সী সবুজ ফার্মগেট থেকে নিউমার্কেট রুটে লেগুনা চালাতেন। পুলিশ বলছে, প্রাইভেটকার ও এর একাধিক আরোহীকে সনাক্ত করা গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। এদিকে ময়না তদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার হত্যার শিকার সবুজের লাশ দাফনের উদ্দেশ্যে তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় পাঠানো হয়েছে। গ্রীনরোড স্টাফ কোয়ার্টারে এক আত্মীয়ের বাসায় থাকতেন তিনি। তার দুটি সন্তান রয়েছে।
গতকাল ঢাকা মেডিকেল মর্গে একই রুটের আরেক লেগুনা চালক জামাল হোসেন বলেন, নিহত সবুজ নিউমার্কেট-ফার্মগেট এলাকায় গাড়ি চালাতেন। গ্যাস শেষ হয়ে যাওয়ায় তারা লেগুনাটি আরেকটি লেগুনার পেছনে বেঁধে সিএনজি পাম্পে যাচ্ছিলেন। পথে পান্থপথ এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে লেগুনার ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের লুকিং গøাস ভেঙে যায়। এতে ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকারের থাকা তিন থেকে চার জন ব্যক্তি প্রাইভেটকার থেকে নেমে ভাঙা লুকিং গøাস দিয়ে সবুজের মাথায় আঘাত করে এবং সবাই মিলে মারধর করে। এতে সবুজ অচেতন হয়ে পড়লে তারা প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় সবুজকে অপর লেগুনা চালক ফারুক ফার্মগেট লেগুনা স্ট্যান্ডে নিয়ে যায়। সেখান থেকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সবুজ মারা যান।
তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে গাড়ি শনাক্ত হয়েছে। গাড়িতে যারা ছিলেন তাদের বিষয়েও তথ্য পেয়েছে পুলিশ। তদন্ত চলছে। আশা করছি খুব শিগগিরই তাদের গ্রেফতার করতে পারবো।
এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে যাত্রাবাড়ী চন্দনকোঠা এলাকায় এলাকায় বাসের ধাক্কায় আবুল খায়ের (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
আবুল খায়ের যশোরের কোতোয়ালির নীলগঞ্জ সাহাপাড়া গ্রামের কাঞ্চন মোল্লার ছেলে। বর্তমানে পরিবার নিয়ে শ্যামপুর পোস্তগোলা কুলিবাগান এলাকায় ভাড়া থাকতেন।
নিহত আবুল খায়েরের ভাই মফিজুর রহমান জানান, তার ভাই ভ্যানে করে বিভিন্ন মালামাল আনা-নেওয়ার কাজ করতেন। দুপুরে পোস্তগোলা থেকে লোহার প্লেট নিয়ে যাত্রাবাড়ী এলাকায় যাচ্ছিলেন। পথে চন্দনকোঠা শেখপাড়া ফ্লাইওভারের নিচে এলে নড়াইল এ´প্রেস নামে একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বাগমারায় বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা
ভুয়া ‘ব্র্যাড পিট’-এর প্রেমে পড়ে ৯ কোটি টাকা খোয়ালেন ফরাসি মহিলা
কসবায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটিতে কিশোর খুন
সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিক খুন
ইবি শিক্ষার্থীকে মারধর, গড়াই ও রূপসা পরিবহনের পাঁচ বাস আটক
বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা
পুতুলকে ডব্লিউএইচও থেকে অপসারণে অনলাইনে স্বাক্ষর গ্রহণ চলছে, ব্যাপক সাড়া
বরেন্দ্র অঞ্চলে কৃষি, সেচ ও সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
পুলিশের দুই এএসআই’য়ের মদ্যপ অবস্থায় অশ্লীল নৃত্য ভাইরাল: বিভাগীয় মামলার প্রস্তুতি
এবার চট্টগ্রাম মাতানোর পালা
ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
প্রেক্ষাগৃহের পরে 'দরদ' এবার ওটিটিতে
সকল সমস্যার সমাধান বাস্তবায়ন করতে চাই: নবাগত ডিসি জাহিদুল ইসলাম
কুয়েটের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২৪ এপ্রিল
রাজশাহীর পুঠিয়ায় ৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ, যুবক গ্রেফতার
রাজশাহীতে যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষন, বাবা নিহত
খুবির অধীনে পাইকগাছা কৃষি কলেজ, ডিপ্লোমাধারীদের জন্য চালু হবে বিএসসি
তাবলীগ জামায়াতের উভয়পক্ষের বৈষম্য সংকট সমাধানের দাবীতে সংবাদ সম্মেলন
টিউলিপের পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ নজরুল