বরিশালে সবগুলো নদীর পানি বিপদসীমার ওপরে
০৩ আগস্ট ২০২৩, ১১:৩৬ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৩, ১১:৩৬ পিএম
শ্রাবণের পূর্ণিমার ভরা কোটালে ভর করে ফুসে ওঠা সাগরের জোয়ারের সাথে গত কয়েক দিনের মাঝারি থেকে ক্ষনস্থায়ী ভারী বর্ষণে বরিশাল অঞ্চলের সবগুলো নদ-নদী দুক‚ল ছাপিয়ে বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। খোদ বরিশাল মহানগরীর অনেক এলাকা গত দুদিন ধরে বৃষ্টি আর কির্তনখোলার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ভঙ্গুর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সাথে কির্তনখোলা নদী পানি গ্রহণ না করায় নগরীর অনেক রাস্তাঘাটই গত তিন ধরে প্লাবিত।
বরিশাল কৃষি অঞ্চলের মাঠে থাকা প্রায় পৌণে ২ লাখ হেক্টরের উঠতি আউশ এবং অর্ধলক্ষাধিক হেক্টরের আমন বীজতলা ছাড়াও গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি মারাত্মক হুমকির মুখে। এ দুটি দানাদার ফসল থেকে প্রায় ২৩ লাখ টন চাল পাবার লক্ষ্য রয়েছে এবার।
সমাপ্ত প্রায় খরিপ-১ মৌসুমে বরিশাল অঞ্চলে আউশ আবাদ লক্ষ্যমাত্রার মাত্র ৭৭ ভাগ অর্জিত হওয়ায় প্রায় ৫.৮৮ লাখ টন আউশ চাল পাবার লক্ষ্য অর্জনে চরম অনিশ্চয়তাকে বিরূপ আবহাওয়া আরো তরান্বিত করছে। ইতোমধ্যে বিস্তির্ণ এলাকার উঠতি আউশ ও আমন বীজতলা জোয়ার এবং বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর-ডিএই তার মাঠ কর্মীদের ক্ষয়ক্ষতির বিবরণ পেস ছাড়াও ফসল রক্ষায় এসময়ে করণীয় সম্পর্কে কৃষকদের পরামর্শ প্রদানের নির্দেশ দিয়েছে।
গত ৩ দিনে বরিশাল অঞ্চলের প্রায় সবগুলো নদ-নদীর পানি ১০-১৫ সেন্টিমিটার পর্যন্ত বেড়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজী বিভাগের দায়িত্বশীল সূত্রে জানা গেছে। পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলে তার ২৩টি গেজ স্টেশন থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মির্জাগঞ্জে পায়রা ও বুড়িশ^র নদীর পানি ১২ সেন্টিমিটার, আমতলীতে ১০ সেন্টিমিটার, বরগুনার বিষখালী নদীর পানি ৩৭ সেন্টিমিটার, পাথরঘাটায় বিষখালী ৩৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল।
এছাড়া গত বুধবার রাতে বরিশালের কির্তনখোলা ১৫ সেন্টিমিটার, বেতাগীতে বিষখালী ২৯ সেন্টিমিটার, দৌতখানে মেঘনা ও সুরমা দশমিক ৬৪ সেন্টিমিটার, তজুমদ্দিনে ১.২ সেন্টিমিটার, হিজলায় ধর্মগঞ্জ নদী দশমিক ৩৬ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল।
সদ্য সমাপ্ত খরিপ-১ মৌশুমে বরিশাল কৃষি অঞ্চলে আবাদকৃত প্রায় ১ লাখ ৬৯ হাজার হেক্টরে আউশ ধান কর্তনের সময় ঘনিয়ে এলেও তা এখনো মাঠে। আর এসময়ে শ্রাবণের পূর্ণিমায় ভর করে ফুসে ওঠা সাগরের পানির সাথে গত ৩ দিনের মাঝারি বর্ষণ পরিস্থিতির অবনতি তড়ান্বিত করছে। চলতি বছর আউশ ধান থেকে বরিশাল কৃষি অঞ্চলে যে ৫ লাখ ৮৮ হাজার টন চাল পাবার লক্ষ্য স্থির করে রেখেছে কৃষি মন্ত্রণালয় তার পুরোটাই এখনো মাঠে।
কিন্তু জুলাই মাস জুড়ে বরিশালে স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৫৮% কম বৃষ্টি হলেও গত মঙ্গলবার সকালের পূর্ববর্তি ২৪ ঘণ্টায় বরিশালে ৩৬ মিলিমিটার, গত বুধবার সকালে ২৪ মিলিমিটারের পরে গতকাল বৃহস্পতিবার সকালের পূর্ববর্তি ২৪ ঘণ্টায় বরিশালে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে এসময়ে খেপুপাড়াতে ৩৬ মিলি বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
এদিকে চলতি খরিপ-২ মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলের প্রধান দানাদার খাদ্য ফসল আমন আবাদ নিয়েও চরম অনিশ্চয়তা তৈরি করেছে নদ-নদীর পানি বৃদ্ধিসহ গত ৩ দিনের বর্ষণ। চলতি মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলে প্রায় ৭ লাখ হেক্টরে রোপা আমন আবাদের লক্ষে ইতোমধ্যে প্রায় ৫০ হাজার হেক্টরে বীজতলা তৈরি হলেও কৃষকরা বীজ রোপন করছে না বৈরী আবহাওয়ার আশঙ্কায়। গত তিন বছর ধরেই ভাদ্র মাসের বড় অমাবস্যার সময় প্রবল বর্ষণের সাথে উজানের ঢল ও ফুসে ওঠা সাগর ভয়াবহ পরিস্থিতি তৈরি করে আসছে। ফলে চলতি মৌসুমের প্রায় এক-তৃতীয়াংশ সময় পেরিয়ে গেলেও বরিশাল কৃষি অঞ্চলে লক্ষ্যমাত্রার মাত্র ১% জমিতে আমনের আবাদ হয়েছে বলে ডিএই জানিয়েছে। চলতি খরিপ-২ মৌসুমে বরিশাল অঞ্চলের আমন থেকে প্রায় ১৭ লাখ টন চাল পাবার লক্ষ স্থির করেছে কৃষি মন্ত্রণালয়।
কিন্তু সামনে ভাদ্রের অমাবস্যার ভরা কোটাল পর্যন্ত অপেক্ষা করেই বেশিরভাগ কৃষক আমন রোপনে সিদ্ধান্ত নিয়ে রাখলেও তার আগের পূর্ণিমার প্লাবনও এ অঞ্চলের প্রধান দানাদার খাদ্য ফসলের জন্য ইতোমধ্যে হুমকি সৃষ্টি করেছে।
তবে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল সূত্রের মতে, সাগর কিছুটা শান্ত হয়ে শুক্রবার থেকে বরিশাল অঞ্চলের ভাটি মুখি প্রবাহ বৃদ্ধির ফলে নদ-নদীর পানির উচ্চতা কিছুটা হ্রাস পেতে পারে।
এদিকে আবহাওয়া অফিস শুক্রবার সকালের পরবর্তি ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি আগামী সপ্তাহে বরিশাল অঞ্চলে মাঝারি থেকে অতি ভারি বর্ষণের কথাও বলেছে আবহাওয়া বিভাগ। বরিশাল অঞ্চলের সবগুলো নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সঙ্কেত ছাড়াও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত
টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী
দৌলতপুরে ইউসুফ হত্যা মামলায় গ্রেফতার ২
চবি প্রশাসনের শুভবুদ্ধি কামনায় 'হেদায়েত' সভা
যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে আমাদের সম্পর্ক হোঁচট খাবে না: পররাষ্ট্র উপদেষ্টা
বাগমারায় বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা
ভুয়া ‘ব্র্যাড পিট’-এর প্রেমে পড়ে ৯ কোটি টাকা খোয়ালেন ফরাসি মহিলা
কসবায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটিতে কিশোর খুন
সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিক খুন
ইবি শিক্ষার্থীকে মারধর, গড়াই ও রূপসা পরিবহনের পাঁচ বাস আটক
বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা
পুতুলকে ডব্লিউএইচও থেকে অপসারণে অনলাইনে স্বাক্ষর গ্রহণ চলছে, ব্যাপক সাড়া
বরেন্দ্র অঞ্চলে কৃষি, সেচ ও সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
পুলিশের দুই এএসআই’য়ের মদ্যপ অবস্থায় অশ্লীল নৃত্য ভাইরাল: বিভাগীয় মামলার প্রস্তুতি
এবার চট্টগ্রাম মাতানোর পালা
ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
প্রেক্ষাগৃহের পরে 'দরদ' এবার ওটিটিতে
সকল সমস্যার সমাধান বাস্তবায়ন করতে চাই: নবাগত ডিসি জাহিদুল ইসলাম
কুয়েটের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২৪ এপ্রিল