টাকার বিনিময়ে কৃত্রিম উপায়ে জখম সৃষ্টি, স্বাস্থ্য সহকারী গ্রেফতার
০৪ আগস্ট ২০২৩, ১০:৩৯ পিএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
মৌলভীবাজারের কমলগঞ্জে অভিনব কায়দায় প্রতিপক্ষকে মিথ্যা মামলায় গায়েল করতে কৃত্রিম যখম সৃষ্টি করে প্রতারণার অভিযোগ উঠেছে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্য সহকারির বিরুদ্ধে। অভিযুক্তকে কমলগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।
জানা গেছে, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হারবাল এসিসটেন্ট (গার্ডেনার) পদে কর্মরত রাধা গোবিন্দ পাল অর্থের বিনিময়ে যখম সৃষ্টি করে আসছেন বেশ কিছুদিন থেকে। ভানুগাছ বাজারস্থ তার ব্যক্তিগত মালিকানাধীন লাকী ফার্মেসীকে এ কাজ করেন তিনি। এক একটি জখম সৃষ্টি করতে ১০ থেকে ১৫ হাজার টাকা নিয়ে থাকেন। জখম সৃষ্টির পূর্বে এনেসথেসিয়া ইনজেকশন প্রয়োগ করে বেøড দ্বারা কেটে কাজটি করেন। পরে রক্ত মুছে কাপড় দিয়ে বেধে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তার সিন্ডিকেটের সাথে যুক্তরা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই ব্যক্তির জখমী স্থানে সেলাই করেন। পরবর্তীতে আদালত কিংবা থানায় গিয়ে মিথ্যা ও কাল্পনিক ঘটনার বর্ণনা দিয়ে প্রতিপক্ষের উপর মামলা দায়ের করেন। এরকম অসংখ্য ঘটনা সৃষ্টির অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মামলার বাদী ও ভুক্তভোগি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় এলাকার মুক্তিযোদ্ধা আমির আলীর ছেলে মো. লিয়াকত আলী জানান, একই এলাকার মকজ্জিল আলী মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে মামলা দায়ের করে। একই আদালতে কমলা বেগম বাদী হয়ে পৃথক আরো একটি সিআর মামলা দায়ের করে। অপরদিকে লিয়াকত আলীর এক আত্মীয় মো. রোমান মিয়াসহ আরো কয়েকজনের বিরুদ্ধে হেলাল আহমদ বাদী হয়ে মিথ্যা সিআর মামলা দায়ের করে।
কমলা বেগমের মামলায় মো. লিয়াকত আলীর বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতার পরওয়ানা জারি রয়েছে এবং মকজ্জিল আলীর মিথ্যা মামলায় ১৪ দিন কারাভোগ করে জামিনে বের হন। তিনটি মামলা করতে প্রয়োজনীয় জখম তৈরী করে দেন স্বাস্থ্য সহকারী রাধা গোবিন্দ পাল। এছাড়াও গোবিন্দ আরো এধরনের অপরাধ করার অভিযোগ এলাকায় রয়েছে।
লিয়াকত আলী আরো জানান, জখমিরা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে ওই হাসপাতালের ভুয়া কাগজ দেখিয়ে তার বিরুদ্ধে মৌলভীবাজার চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালতের নির্দেশে মামলাগুলো এফআইআর হয়। তিনি জামিনের প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। পরবর্তী তারিখে তিনি জামিনে মুক্তি পাওয়ার পর গোবিন্দের প্রতারণার রহস্য খুঁজে বের করতে ভাবি রোকসানা আক্তারকে ১০ হাজার টাকার বিনিময়ে ভুয়া জখম তৈরী করে দিতে আলোচনা করলে গোবিন্দ রাজি হন। বিষয়টি আগেই কমলগঞ্জ পুলিশকে তিনি অবহিত করেন। রোকশানকে গোবিন্দ পাল জখম সৃষ্টির জন্য গত ২৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে মাথায় অগ্রভাগে ইনজেকশন দিয়া মাথা কাটার প্রস্তুতি নিলে পূর্ব থেকে ওৎপেতে থাকা আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন বাঁধা দিয়ে তাকে আটক করে। পুলিশ ঘটনাস্থলে এসে জখমকাজ তৈরীর আলামতসহ রাধা গোবিন্দ পালকে গ্রেফতার করে। এ বিষয়ে লিয়াকত আলী বাদী হয়ে কমলগঞ্জ থানায় গত ২৪ জুলাই গোবিন্দ পালকে আসামি করে মামলা দায়ের করেন।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুদর্শন কুমার রায় গতকাল বিকেলে জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যখম সৃষ্টিকারী রাধা গোবিন্দ পালকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে বেআইনী ভাবে যখম তৈরীর কয়েকটি অভিযোগ শোনা যাচ্ছে। এ বিষয়ে অধিক তদন্তের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে অনেক তথ্য কের হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
নোয়াখালীতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২
মৃদু শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ
নির্বাচনের রোড ম্যাপ দেন অতিসত্বর : আবুল কালাম আজাদ
উত্তর কোরিয়ায় নিষিদ্ধ করা হল ‘হট ডগ’
সিংগাইরে ১ সপ্তাহে আত্মহত্যা-৬
মির্জাপুরের অবৈধ সেই ৭ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে
সীমান্তে সাহসী বাংলাদেশিরা, অনুপ্রেরণা যোগাচ্ছে পুরো দেশকে
দাবানলে পুড়ছে প্যারিস হিলটন, অ্যান্টনি হপকিন্সের কোটি টাকার বাড়ি
‘অতিথি দেবতার মতো’, এই নীতিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত
ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য ১০ হাজার টাকা
গোয়ালন্দে পাখিদের নিরাপদ আবাসনে গাছে গাছে মাটির হাঁড়ি বসাচ্ছেন একদল যুবক
নভোএয়ার এর ১২ বছরের সাফল্য উদযাপন
ফরিদপুরে বিল্ডিংয়ের দরজার পাশে পড়েছিল কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ
ডিএমপির ১২ ডিসিকে বদলি
আবারও অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ
‘৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবে’
বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে
ভোটার এবার আগের মত ভোট হবে না-মৌলভীবাজারে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন
ইহুদি খ্রিস্টানদের স্বর্গরাজ্য পুড়ে ছাই হচ্ছে!
জালিয়াতির প্রশ্ন তুলে শিরোপা হারালেন মিস ইউনিভার্স