বৃষ্টি-জোয়ারে ডুবেছে চট্টগ্রাম
০৪ আগস্ট ২০২৩, ১০:৪০ পিএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
কাদা পানি ময়লা আবর্জনায় সয়লাব সড়ক অলিগলি বাড়ি ঘর সীমাহীন জনদুর্ভোগ : ছুটির দিনেও দফায় দফায় লোডশেডিং বিদ্যুৎ বিভ্রাট
টানা বৃষ্টি আর প্রবল জোয়ারে ডুবেছে বন্দর নগরী চট্টগ্রাম। মৌসুমি বায়ু ও স্থল নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির সঙ্গে যোগ হয়েছে জোয়ার, আর তাতে তলিয়ে যায় নগরীর বেশির ভাগ এলাকা। সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর বাড়িতেও হাটু সমান পানি উঠে। বৃষ্টির সাথে পাহাড় টিলা থেকে নেমে আসে বালু, কাদামাটি আর হরেক জঞ্জাল। অন্যদিকে জোয়ারের সাথে নালা নর্দমা থেকে উপচে পড়া আবর্জনায় সয়লাব হয়ে যায় রাস্তা ঘাট, অলিগলি, ঘর বাড়ি, দোকানপাট। তাতে সীমাহীন দুর্ভোগে পড়েন নগরবাসী।
ছুটির দিনেও দফায় দফায় লোডশেডিং আর বিদ্যুৎ বিভ্রাটে নাকাল হতে হয়েছে। টানা বৃষ্টিতে নগরীর টাইগার পাসে কাটা পাহাড়ের একাংশ ধসে পড়ে সড়কে। একটি গাড়ি তাতে চাপা পড়ে। আর পাহাড় ধসে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকে কয়েক ঘণ্টা।
দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে পানিবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যা সমাধানে বিগত কয়েক বছরে প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয়ে বেশ কয়েকটি প্রকল্প নেওয়া হয়েছে। সিডিএ, সিটি করপোরেশন এবং পানি উন্নয়ন বোর্ড এসব প্রকল্প বাস্তবায়ন করছে। একটি প্রকল্পও নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি সংস্থাগুলো। বারবার মেয়াদ আর ব্যয় বাড়ানো হচ্ছে। এ নিয়ে নাগরিক সমাজ ও সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে। প্রকল্পের কিছু কিছু কাজ শেষ হলেও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় না থাকায় এসব প্রকল্পের সুফল মিলছে না। আর এ জন্য এক সংস্থা অপর সংস্থাকে দোষারোপ করছে।
গতকাল শুক্রবার দিনভর নগরীতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিস বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২৫ মি মি বৃষ্টিপাত রের্কড করেছে। আজ শনিবারও হালকা থেকে মাঝারি ধরণের আবার কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণের পুর্বাভাস দিয়েছে। মূলত বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয় বৃষ্টিপাত। রাত ১০টার দিকে শুরু হয় টানা বৃষ্টি।
গতকাল সকালে বৃষ্টির তোড় আরো বাড়তে থাকে। সকাল ৮টার দিকে নগরীর বিভিন্ন এলাকার মূল সড়কে পানি জমে যায়। সকাল ৯টায় শুরু হয় দিনের প্রথম জোয়ার। এ সময় প্রবল জোয়ারে পানি নেমে যাওয়ার সুযোগ না থাকায় পানিবদ্ধতা বাড়তে থাকে। দুপুরের আগেই নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, কাপাসগোলা, শুলকবহর, বাদুরতলা, চকবাজার, ডিসি রোড, চান্দগাঁও, শমসের পাড়া, চকবাজার, ফুলতলা, বাকলিয়া, কাতালগঞ্জ, আরাকান রোড, বহদ্দারহাট বাস টার্মিনাল সড়ক, তিন পোলের মাথা, পাঁচলাইশ, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, সিডিএ আবাসিক এলাকা, হালিশহর, শান্তিবাগ, গুলবাগ, হাজিপাড়া, বেপারি পাড়া, মুহুরিপাড়া, রঙ্গিপাড়া, মনসুরাবাদ, চাক্তাই, খাতুনগঞ্জ, আছদগঞ্জ, চাক্তাইসহ বিভিন্ন এলাকায় হাটু থেকে কোমর সমান পানি উঠে যায়।
বহদ্দারহাট এলাকায় প্রতিবারের মতো এবারও কোমর সমান পানি উঠে। সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর বাড়ি বহদ্দারহাট এলাকাতেই। মেয়রের বাড়ির উঠানে পানি উঠে। বাড়ির সামনের সড়কেও ছিল পানি। দোতলা ভবনের দ্বিতীয় তলার বাসায় আটকা পড়েন মেয়র ও তার পরিবারের সদস্যরা। বহদ্দারহাট মোড় থেকে আরাকান সড়ক ধরে এগোলো পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়। সেখানে সড়কে তখন হাঁটু পানি উঠে যায়। অনেকে ঘুম থেকে জেগে দেখেন ঘরের সামনে সড়কে হাঁটু সমান পানি। নিচু এলাকাগুলোতে বাসাবাড়িতে পানি উঠে যায়। পানিতে ডুবে যায় ঘরের জিনিসপত্র। দোকানপাটে পানি উঠে গিয়ে মালামাল বিনষ্ট হয়েছে। ছুটির দিন থাকায় মার্কেট ও দোকানপাট ছিল বন্ধ। এ অবস্থায় অনেকে তাদের মালামাল রক্ষা করতে পারেননি।
নগরীর রেয়াজুদ্দিন বাজার, চকবাজার, বহদ্দারহাট কাঁচা বাজারসহ বেশির ভাগ হাটবাজার তলিয়ে যায়। তাতে ছুটির দিনে বাজারে আসা লোকজনকে দুর্ভোগে পড়তে হয়। সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় গণপরিবহনের সংখ্যা কমে যায়। এতে জরুরি প্রয়োজনে রাস্তায় নেমে লোকজনকে বিপাকে পড়তে হয়। বেলা বাড়ার সাথে সাথে সড়কে পথচারীর আনাগোনা বাড়লেও পানিবদ্ধ এলাকাগুলোতে যানবাহন ছিল হাতেগোনা। বিকেল নাগাদ অনেক এলাকায় পানি সরতে শুরু করে। পানির তোড়ে ভেসে আসা হরেক জঞ্জালে সয়লাব হয়ে যায় সড়ক থেকে অলিগলি। নগরজুড়ে এক পুঁতিগন্ধময় পরিবেশের সৃষ্টি হয়। বৃষ্টি শুরুর পর থেকে নগরীতে বেড়ে যায় লোডশেডিং। গতকাল অনেক এলাকায় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং দেওয়া হয়। তার সাথে যোগ হয় বিদ্যুৎ বিভ্রাট। তাতে লোকজনকে দুর্ভোগ পোহাতে হয়।
বন্দর নগরীর পানিবদ্ধতা নিরসনে ২০১৭ সালে পাঁচ হাজার ৬১৬ কোটি টাকার একটি মেগা প্রকল্প নেয় সিডিএ। প্রকল্পের আওতায় ১৭৬ কিলোমিটার রিটেইনিং ওয়াল নির্মাণ, ৪৫টি ব্রিজ, ৬টি কালভার্ট, ৪২টি সিল্ট ট্র্যাপ, পাঁচটি রেগুলেটর নির্মাণ, ১০ দশমিক ৭৭ কিলোমিটর নতুন ড্রেন, ৮৫ দশমিক ৬৮ কিলোমিটার খালের পাশে সড়ক নির্মাণ ও ১৫ দশমিক ৫০ কিলোমিটার ড্রেন স¤প্রসারণ করা হচ্ছে। মে মাসে প্রকল্পটির পূর্ত কাজ পরিচালনাকারী সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনক্ট্রাকশন বিগ্রেডের সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকল্পের ৭৬ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে। প্রকল্পের আওতায় নগরীর ৩৬টি খালের মধ্যে ১৫টির সংস্কার ও উন্নয়ন কাজ শেষ হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে অন্তত ২০টি খালের কাজ শেষ হবে। এ প্রকল্পের আওতায় অন্যান্য কার্যক্রমের পাশাপাশি নগরীর ৫৭টি খালের মধ্যে ৩৬টির রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।
সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, খালের সংস্কার কাজ শেষ না হওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। অনেক খালের মুখে বাঁধ দেওয়া হয়েছে। তাতে টানা বৃষ্টির সাথে জোয়ার থাকায় পানি সহজে নামছে না। বড় বড় খালের মুখে জোয়ারের পানি আটকানোর জন্য সøুইস গেইট বসানোর কাজও শেষ হয়নি। এরফলে পানিবদ্ধতা কমেনি।
এদিকে টানা বৃষ্টিতে গতকাল সকাল সাড়ে ৭টায় দিকে লালখান বাজার-টাইগার পাস সড়কের পাশে পাহাড় ধসে পড়ে। তাতে একটি মাইক্রোবাস চাপা পড়ে, সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বেলচা দিয়ে মাটি সরিয়ে সড়ক উন্মুক্ত করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বেলা ১১টার দিকে ওই সড়কে যান চলাচল শুরু হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
নোয়াখালীতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২
মৃদু শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ
নির্বাচনের রোড ম্যাপ দেন অতিসত্বর : আবুল কালাম আজাদ
উত্তর কোরিয়ায় নিষিদ্ধ করা হল ‘হট ডগ’
সিংগাইরে ১ সপ্তাহে আত্মহত্যা-৬
মির্জাপুরের অবৈধ সেই ৭ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে
সীমান্তে সাহসী বাংলাদেশিরা, অনুপ্রেরণা যোগাচ্ছে পুরো দেশকে
দাবানলে পুড়ছে প্যারিস হিলটন, অ্যান্টনি হপকিন্সের কোটি টাকার বাড়ি
‘অতিথি দেবতার মতো’, এই নীতিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত
ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য ১০ হাজার টাকা
গোয়ালন্দে পাখিদের নিরাপদ আবাসনে গাছে গাছে মাটির হাঁড়ি বসাচ্ছেন একদল যুবক
নভোএয়ার এর ১২ বছরের সাফল্য উদযাপন
ফরিদপুরে বিল্ডিংয়ের দরজার পাশে পড়েছিল কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ
ডিএমপির ১২ ডিসিকে বদলি
আবারও অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ
‘৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবে’
বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে
ভোটার এবার আগের মত ভোট হবে না-মৌলভীবাজারে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন
ইহুদি খ্রিস্টানদের স্বর্গরাজ্য পুড়ে ছাই হচ্ছে!
জালিয়াতির প্রশ্ন তুলে শিরোপা হারালেন মিস ইউনিভার্স